Advertisment

Yograj Singh on Yuvraj Singh: 'দেশের জন্য ছেলে মুখে রক্ত উঠে মারা গেলেও কিছু মনে করতাম না', বিস্ফোরক যুবরাজের বাবা

Yograj Singh on 2011 ODI World Cup: যুবরাজ সম্পর্কে যোগরাজের বক্তব্য, 'ও যদি ওঁর বাবার মত ১০ শতাংশও পরিশ্রমী হত, তাহলে সত্যিই একজন দুর্দান্ত ক্রিকেটার হত।'

author-image
IE Bangla Sports Desk
New Update
Yuvraj Singh-Yograj Singh: যুবরাজ সিং ও যোগরাজ সিং

Yuvraj Singh-Yograj Singh: যুবরাজ সিং ও যোগরাজ সিং। (ফাইল চিত্র)

Yograj Singh on 2011 ODI World Cup: 'ছেলের মুখ থেকে রক্ত উঠে গেলে যাক। কিন্তু, তারপরও যেন ও খেলে, এমনটাই চেয়েছিলাম!'- এতবড় ভয়ংকর কথা কোনও বড় জেদবাদের ব্যাপার না থাকলে বলা অসম্ভব। আর, একথা বলেছেন ভারতীয় ক্রিকেটের এক প্রাক্তন তারকার বাবা। এসব জানার পর সহজেই ধরে নেওয়া যায়, লোকটার না যোগরাজ সিং ছাড়া অন্য কেউ হতেই পারে না। মানে, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিংয়ের বাবা। বিতর্কিত মন্তব্যে ভারতীয় ক্রিকেটে যাঁর জুড়ি মেলা ভার!  

Advertisment

এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি নাকি কপিল দেবকে গুলি করে হত্যা করতে গেছিলেন। এরপর বলেছেন ছেলের মুখে এই রক্ত ওঠার কথা। যোগরাজের দাবি, তাঁর ছেলে ক্যানসারে মারা গেলেও তাঁর দুঃখ ছিল না। তাঁর ছেলের কাছ থেকে শুধু একটাই দাবি ছিল, বিশ্বকাপ ট্রফি। আর, তাঁর ছেলে ২০১১-য় তাঁকে সেটা দিয়েছে। সেই বিশ্বকাপের সময়ই কিন্তু, যুবরাজ ক্যানসারে কাহিল। সেই সময়ের কথা বলতে গিয়ে যোগরাজ বলেছেন, 'দেশের জন্য খেলতে গিয়ে যদি যুবরাজ ক্যানসারেও মারা যেত, আমার দুঃখ থাকত না। আমি নিজে ফোনেও ওকে একথা বলেছি।'

কী বলেছিলেন ছেলেকে। বর্তমানে ক্রিকেট কোচ যোগরাজ সিং জানিয়েছেন যে তিনি ২০১১-য় ছেলে যুবরাজকে বলেছিলেন, 'চিন্তা কোর না, তুমি মরবে না। তোমাকে ভারতের জন্য এই বিশ্বকাপ জিততে হবে।' যোগরাজ জানিয়েছেন, অনেক মা-বাবা তাঁর কাছে সন্তানকে ক্রিকেট শেখানোর জন্য নিয়ে আসেন। তিনি তাঁদের বলেন, 'আমাকে লিখিত দিন, ছেলে প্রশিক্ষণের সময় মারা গেলে আমাকে দোষ দেওয়া যাবে না।'

যোগরাজ, ভারতের হয়ে ১টি টেস্ট এবং ৬টি ওয়ানডে খেলেছেন। তাঁর ছেলে যুবরাজ দু'বারের বিশ্বকাপজয়ী। তারপরও কিন্তু যোগরাজ মনে করেন, যুবরাজ আরও ভালো কিছু করতে পারত, কিন্তু, সেটা পারেনি। এই ব্যাপারে যোগরাজের বক্তব্য, 'ও যদি ওঁর বাবার মত ১০ শতাংশও পরিশ্রমী হত, তাহলে সত্যিই একজন দুর্দান্ত ক্রিকেটার হত।' ৬৬ বছরের যোগরাজের দাবি, তিনি আজীবন ক্রিকেট খেলতে চান। সুযোগ পেলে পরের জীবনে সব রেকর্ড ভেঙে ফেলার চেষ্টা করবেন। 

Advertisment

আরও পড়ুন- আপাতত চাকরি বাঁচল রোহিতের, তবে কতদিন? জানুন অন্দরের খবর

এই ব্যাপারে যোগরাজ বলেন, 'আমি আরও একটা জীবন চাই। আমি শুধু ক্রিকেট খেলতে চাই। ভিভ রিচার্ডসের মত ব্যাট করতে চাই। মাইকেল হোল্ডিংয়ের মত ফাস্ট বোলার হতে চাই।' যোগরাজ জানিয়েছেন, ছেলেবেলার বন্ধু কপিল দেবের সঙ্গে তাঁর বিবাদ থাকলেও তাঁকে তিনি অনেক বড়মাপের খেলোয়াড় বলেই মনে করেন। এই ব্যাপারে যোগরাজের বক্তব্য, 'ভারতে কপিলের মত খেলোয়াড় খুব কম আছে। ছেলেবেলা থেকে আজ পর্যন্ত আমি ওঁকে একজন দুর্দান্ত ক্রিকেটার হিসেবে শ্রদ্ধা করি।' ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি ভিভ রিচার্ডসেও শ্রদ্ধা করেন যোগরাজ। তিনি বলেন, 'ভিভ রিচার্ডস আমাকে ওঁর সম্পর্কে বলেছিলেন, লোকেরা ওঁকে অহংকারী মনে করে। কিন্তু, ওঁর ধারণা ও-ই সেরা। তাই তাতে অহংকারের কোনও ব্যাপার নেই।'

cricket Yuvraj Singh ODI Kapil Dev ICC Cricket World Cup Cricket News T20 World Cup Yograj Singh
Advertisment