Advertisment

Yograj Singh-MS Dhoni: আয়নায় নিজের মুখ দেখুক ধোনি! বিশ্বজয়ী অধিনায়কের নাম শুনেই ফের বিষ ওগড়ালেন যুবরাজের বাবা

Yuvraj Singh father Yograj Singh on MS Dhoni: মহেন্দ্র সিং ধোনির নাম যেন সহ্যই করতে পারেন না যুবরাজের বাবা যোগরাজ সিং। জি-এর এক সাক্ষাৎকারে আবার-ও বিশ্বকাপ জয়ী ইন্ডিয়ান ক্যাপ্টেনকে প্রকাশ্যে সমালোচনায় ভরিয়ে দিলেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Yuvraj Singh father, Yograj Singh on MS Dhoni, যুবরাজ সিংয়ের বাবা, এমএস ধোনির সম্পর্কে যোগরাজ সিং,

Yuvraj Singh father-Yograj Singh on MS Dhoni: যুবরাজ এবং ধোনির সম্পর্ক দীর্ঘদিন ধরেই খারাপ। (ছবি- টুইটার)

Yuvraj Singh father Yograj Singh on MS Dhoni: যুবরাজ সিংয়ের বাবা এবং প্রাক্তন ক্রিকেটার যোগরাজ সিং ফের ২০১১ বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে লক্ষ্য করে তোপ দাগলেন। যোগরাজ অতীতে বহুবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ধোনি সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেছেন। তাঁকে যুবরাজের কেরিয়ার ধ্বংস করার দায়ে অভিযুক্ত করেছেন। তবে, যুবরাজ তেমন কিছুই বলেননি। তিনি সর্বদা তাঁর প্রাক্তন অধিনায়ক এবং সতীর্থ সম্পর্কে ইতিবাচক কথাই বলেছেন। ধোনির অধিনায়কত্বে, যুবরাজ ভারতের ঐতিহাসিক ২০০৭ টি২০ বিশ্বকাপ এবং ২০১১ একদিনের বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। বাঁ-হাতি অলরাউন্ডার আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর সেরা পারফরম্যান্স ধোনি অধিনায়ক থাকাকালীনই দিয়েছেন।

Advertisment

তবুও যোগরাজের অভিযোগ অব্যাহত। এবারও এক সাক্ষাত্কারে, যোগরাজ যুবরাজের কেরিয়ার ধ্বংস করার জন্য ফের ধোনিকে দায়ী করেছেন। যোগরাজ একইসঙ্গে বলেছেন, তিনি কখনও ধোনিকে ক্ষমা করবেন না। যোগরাজ বলেছেন, 'আমি এমএস ধোনিকে ক্ষমা করব না। ওঁর আয়নায় নিজের মুখ দেখা উচিত। ও অনেক বড় ক্রিকেটার। কিন্তু, ও আমার ছেলের সঙ্গে যা করেছে, সব এখন বেরিয়ে আসছে। এটা জীবনে কখনও ক্ষমা করা যায় না। জীবনে কখনও দুটি জিনিস করিনি- প্রথমত, যে আমার সঙ্গে অন্যায় করেছে তাকে আমি কখনও ক্ষমা করিনি। দ্বিতীয়ত, আমি জীবনে কখনও সেই সব লোকেদের আলিঙ্গন করিনি, তা সে আমার পরিবারের সদস্যই হোক বা আমার সন্তান।'

যোগরাজ আরও বলেছেন, 'যুবরাজ সহজেই আরও ৪-৫ বছর খেলতে পারত। কিন্তু, সে তাড়াতাড়ি অবসর নিতে বাধ্য হয় ধোনির জন্যই। ওই লোকটা (এমএস ধোনি) আমার ছেলের জীবন ধ্বংস করেছে। যুবরাজের মত ছেলের জন্ম দেওয়া সৌভাগ্যের ব্যাপার। গৌতম গম্ভীর ও বীরেন্দ্র শেওয়াগও অতীতে বলেছেন যে আর একটা যুবরাজ সিং তৈরি করা অসম্ভব। ভারতের উচিত ক্যানসারের বিরুদ্ধে লড়াই করা এবং দেশের হয়ে বিশ্বকাপ জেতার জন্য যুবরাজকে ভারতরত্ন দেওয়া।'

আরও পড়ুন- জন্টি রোডসের সঙ্গে ভয়ঙ্কর অন্যায়! বিশ্বমঞ্চে বদনাম কুড়োল Air India, নিন্দায় ছিঃছিঃ সকলের

যুবরাজ ২০০০-২০১৭ সাল পর্যন্ত ৪০২টি আন্তর্জাতিক ম্যাচে ভারতের প্রতিনিধিত্ব করেছেন। মোট, ১১,১৭৮ রান করেছেন। ১৭টি সেঞ্চুরি এবং ৭১টি হাফসেঞ্চুরি করেছেন। সব ফরম্যাটেই খেলেছেন।  ভারতের সর্বকালের সেরাদের একজন হিসেবে তিনি তাঁর কেরিয়ারের ইতি টানেন। তিনি ভারতীয় দলের সদস্য হিসেবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০০২ (শ্রীলঙ্কার সঙ্গে যৌথবিজয়ী), আইসিসি টি২০ বিশ্বকাপ ২০০৭ এবং আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১১ জয়ের সাক্ষী। তিনি সর্বশেষ ২০১৭ সালের জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন এবং জুন ২০১৯-এ সমস্ত ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন।

Indian Cricket Team Yuvraj Singh MS DHONI retirement
Advertisment