Player Tragic Death: খেলতে খেলতে লুটিয়ে পড়লেন, ব্যাডমিন্টন কোর্টেই মৃত্যু ২৫ বছরের শাটলারের

Shuttler dies of cardiac arrest: সূত্রের খবর, রাকেশ হায়দরাবাদের একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন। ওই ভিডিওতে দেখা যায়, ডবলস ব্যাডমিন্টন ম্যাচ খেলছিলেন তিনি। হাস্যোজ্জ্বল মুখে, সম্পূর্ণ স্বাভাবিক শরীরভাষা নিয়ে খেলায় মগ্ন ছিলেন।

Shuttler dies of cardiac arrest: সূত্রের খবর, রাকেশ হায়দরাবাদের একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন। ওই ভিডিওতে দেখা যায়, ডবলস ব্যাডমিন্টন ম্যাচ খেলছিলেন তিনি। হাস্যোজ্জ্বল মুখে, সম্পূর্ণ স্বাভাবিক শরীরভাষা নিয়ে খেলায় মগ্ন ছিলেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Hyderabad Shuttler Death: খেলতে খেলতেই মৃত্যুর ককোলে ঢোলে পড়লেন ২৫ বছরের তরুণ

Hyderabad Shuttler Death: খেলতে খেলতেই মৃত্যুর ককোলে ঢোলে পড়লেন ২৫ বছরের তরুণ

Young Shuttler Dies of Sudden Cardiac Arrest While Playing in Hyderabad: খেলতে খেলতেই প্রাণ হারালেন এক তরুণ শাটলার। রবিবার সন্ধ্যায় হায়দরাবাদের নাগোল স্টেডিয়ামে ব্যাডমিন্টন খেলতে গিয়ে আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল ২৫ বছর বয়সি গুন্ডলা রাকেশের। ভাইরাল একটি ভিডিওতে এই মর্মান্তিক ঘটনার দৃশ্য ধরা পড়েছে, যা দেখে শোকস্তব্ধ নেটদুনিয়া।

Advertisment

সূত্রের খবর, রাকেশ হায়দরাবাদের একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন। ওই ভিডিওতে দেখা যায়, ডবলস ব্যাডমিন্টন ম্যাচ খেলছিলেন তিনি। হাস্যোজ্জ্বল মুখে, সম্পূর্ণ স্বাভাবিক শরীরভাষা নিয়ে খেলায় মগ্ন ছিলেন। 

ম্যাচ চলাকালীন একসময় নিচু হয়ে শাটল কুড়োনোর সময় হঠাৎই মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে অন্যান্য খেলোয়াড় ও দর্শকরা তাঁর দিকে ছুটে যান। ডাকাডাকি করা হলেও কোনও সাড়া মেলেনি। দ্রুত সিপিআর দেওয়া হয়, কিন্তু তাতেও জ্ঞান ফেরেনি তাঁর। এরপর তাঁকে স্থানীয় এক হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

Advertisment

আরও পড়ুন দাবায় ইতিহাস দিব্যা দেশমুখের, কোনেরু হাম্পিকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ১৯ বছরের দাবাড়ু

এই ঘটনা নতুন করে সামনে আনল তরুণদের মধ্যে বাড়তে থাকা হৃদরোগের ঝুঁকির ভয়াবহ বাস্তবতা। সাম্প্রতিক কালে জিমে বা খেলার মাঠে শরীরচর্চা করার সময় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে একাধিক তরুণের মৃত্যুর ঘটনা সামনে এসেছে।

আরও পড়ুন পাকিস্তানের সঙ্গে কোনও সম্পর্ক নয়, এশিয়া কাপ নিয়ে ঝাঁজালো আক্রমণে গর্জে উঠলেন অভিষেক

চিকিৎসকদের মতে, এই প্রবণতা উদ্বেগজনক। এক হৃদরোগ বিশেষজ্ঞ বলেন, “তরুণদের অনেকেই নিজেদের সুস্থ বলে ধরে নেন। অথচ হৃদরোগের অনেক উপসর্গ নীরব হয় এবং ধরা পড়ে না। তাই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা অত্যন্ত প্রয়োজন, বিশেষ করে যারা নিয়মিত খেলাধুলো বা শরীরচর্চার সঙ্গে যুক্ত।”

রাকেশের অকাল প্রয়াণে শোকের ছায়া নেমেছে সহকর্মী ও পরিচিত মহলে। আবারও প্রমাণিত হল, স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা ও নিয়মিত চেক-আপ আজকের দিনে কতটা অপরিহার্য।

Badminton Death