Abhishek Banerjee: পাকিস্তানের সঙ্গে কোনও সম্পর্ক নয়, এশিয়া কাপ নিয়ে ঝাঁজালো আক্রমণে গর্জে উঠলেন অভিষেক

India vs Pakistan Match: তিন মাস পেরিয়েছে পহেলগাঁওয়ের ভয়ঙ্কর জঙ্গি হামলার ঘটনা। নিরীহ পর্যটকদের রক্তের দাগ এখনও শুকায়নি। তার মধ্যেই এশিয়া কাপে পাকিস্তানের সঙ্গে ক্রিকেট ম্যাচ খেলতে রাজি হয়েছে ভারত।

India vs Pakistan Match: তিন মাস পেরিয়েছে পহেলগাঁওয়ের ভয়ঙ্কর জঙ্গি হামলার ঘটনা। নিরীহ পর্যটকদের রক্তের দাগ এখনও শুকায়নি। তার মধ্যেই এশিয়া কাপে পাকিস্তানের সঙ্গে ক্রিকেট ম্যাচ খেলতে রাজি হয়েছে ভারত।

author-image
IE Bangla Sports Desk
New Update
Abhishek Banerjee: ঝাঁজালো ভাষায় অভিষেক সাফ জানিয়েছেন, পাকিস্তানের সঙ্গে কোনও রকম সম্পর্ক রাখা উচিত নয় ভারতের

Abhishek Banerjee: ঝাঁজালো ভাষায় অভিষেক সাফ জানিয়েছেন, পাকিস্তানের সঙ্গে কোনও রকম সম্পর্ক রাখা উচিত নয় ভারতের

Abhishek Banerjee fumes over India vs Pakistan match in Asia Cup: তিন মাস পেরিয়েছে পহেলগাঁওয়ের ভয়ঙ্কর জঙ্গি হামলার ঘটনা। নিরীহ পর্যটকদের রক্তের দাগ এখনও শুকায়নি। তার মধ্যেই এশিয়া কাপে (Asia Cup 2025) পাকিস্তানের সঙ্গে ক্রিকেট ম্যাচ খেলতে রাজি হয়েছে ভারত (India vs Pakistan)। বোর্ডের এই সিদ্ধান্তে গোটা দেশে ক্ষোভের আগুনে জ্বলছে। বিসিসিআইয়ের (BCCI) উপর ব্যাপক চটেছেন দেশবাসী। এবার গর্জে উঠলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোশ্যাল মিডিয়ায় উগরে দিলেন ক্ষোভ।

Advertisment

সোমবার নিজের এক্স হ্যান্ডেলে দীর্ঘ পোস্ট করেছেন রাজ্যের শাসকদলের যুবরাজ। ঝাঁজালো ভাষায় সাফ জানিয়েছেন, পাকিস্তানের সঙ্গে কোনও রকম সম্পর্ক রাখা উচিত নয় ভারতের। ইতিমধ্যেই এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে ক্রিকেট থেকে শুরু করে সবমহলেই নিন্দার ঝড়। এবার তাতে শামিল হলেন তৃণমূল সাংসদও।

আরও পড়ুন শহিদের রক্তের দাম নেই সৌরভের কাছে? ভারত-পাক ম্যাচের পক্ষে বলতেই খেপে উত্তাল দেশবাসী

Advertisment

কী লিখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়?

ভারত-পাক মহারণ নিয়ে অভিষেক এক্স হ্যান্ডেলে লিখেছেন, "ভারতের পাকিস্তানের সঙ্গে কোনও সম্পর্ক রাখা উচিত নয়, কোনও ক্ষেত্রেই নয়। একমাত্র সম্পর্ক হওয়া উচিত যুদ্ধক্ষেত্রে, আর একমাত্র লক্ষ্য হওয়া উচিত পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীর (PoJK) পুনরুদ্ধার।" 

তিনি আরও লিখেছেন, 'দশকের পর দশক ধরে পাকিস্তান আমাদের দেশে সন্ত্রাস রফতানি করেছে, অগণিত নিরপরাধ ভারতীয়র জীবন কেড়ে নিয়েছে, পরিবারগুলোকে চিরতরে ভেঙে দিয়েছে। তবুও মাঝে মাঝে শোনা যায়,"খেলাধুলাকে রাজনীতির বাইরে রাখতে হবে।" না! এ আর চলতে পারে না। যখন একটা দেশ আমাদের বিরুদ্ধে ছায়াযুদ্ধ চালায়, তখন কোনও ‘নিরপেক্ষ ময়দান’ বলে কিছু থাকে না। শহিদদের রক্ত কোনও ক্রিকেট পিচের ঘাসে ধুয়ে ফেলা যায় না। আমাদের তেরঙ্গা উড়ে চলে ব্যাট-বলের জন্য নয়, ভারতীয় সেনার অতুল সাহস আর আত্মবলিদানের জন্য।'

আরও পড়ুন এশিয়া কাপে পাকিস্তান ম্য়াচ কেন বয়কট করতে পারবে না ভারত? জেনে নিন আসল কারণ

প্রসঙ্গত, গত শনিবার কারগিল বিজয় দিবসের দিনেই এশিয়ান ক্রিকেট কাউন্সিল এশিয়া কাপের সূচি ঘোষণা করেছে। আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়া কাপ। চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। ভারত তাদের এশিয়া কাপ অভিযান শুরু করবে ১০ সেপ্টেম্বর, সংযুক্ত আরব আমিরশাহির (UAE) বিরুদ্ধে ম্যাচ দিয়ে। বেশিরভাগ ম্যাচই অনুষ্ঠিত হবে দুবাইয়ে। ভারতের গ্রুপেই রয়েছে পাকিস্তান। আগামী ১৪ সেপ্টেম্বর পাকিস্তানের সঙ্গে খেলা পড়েছে ভারতের। এই ম্যাচ নিয়েই প্রশ্ন তুলেছেন অভিষেক।

আরও পড়ুন চুুলোয় যাক দেশপ্রেম! 'খেলা চলুক', ভারত-পাক ম্যাচ নিয়ে এ কী বললেন সৌরভ?

abhishek banerjee Asia Cup 2025 India vs Pakistan