মহিলা আম্পায়ারের সঙ্গে কি অসভ্যতা করেন পাঠান! বিষ্ফোরক রিপোর্ট অজি মিডিয়ায়

লিজেন্ডস লিগ ক্রিকেটে অপ্রীতিকর ঘটনা ঘটেছিল। মাঠেই ঝামেলায় জড়ান জনসন-পাঠান। তবে অন্য দাবি করল অজি মিডিয়া।

মহিলা আম্পায়ারের সঙ্গে কি অসভ্যতা করেন পাঠান! বিষ্ফোরক রিপোর্ট অজি মিডিয়ায়

লিজেন্ডস লিগ ক্রিকেটে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ইউসুফ পাঠান, মিচেল জনসন হাতাহাতিতে জড়িয়ে পড়ায় ক্রিকেট বিশ্বে প্রবল বিতর্ক তৈরি হয়েছিল। রবিবার যোধপুরের বরকতউল্লাহ খান স্টেডিয়ামে কোয়ালিফায়ারের খেলা ছিল ভিলওয়ারা কিংস এবং ইন্ডিয়া ক্যাপিটালসের মধ্যে।

সেই ম্যাচেই ঝামেলায় জড়িয়ে পড়লেন অজি পেসার মিচেল জনসন এবং ইউসুফ পাঠান। ম্যাচের ১৯ তম ওভারের ঘটনা। সেই ওভারেই বোলিং করছিলেন জনসন। ওভারের প্ৰথম তিন বলেই জোড়া ওভার বাউন্ডারির সঙ্গে একটা বাউন্ডারি হাঁকিয়ে যান পাঠান। তবে শেষ হাসি হাসেন জনসনই। একদম শেষ বলে পাঠানকে আউট করে। মিড উইকেট দিয়ে তুলে হাঁকাতে গিয়ে নিজের উইকেট খুঁইয়ে বসেন মারকুটে এই ব্যাটসম্যান।

আউট করার পরেই জনসনকে দেখা গিয়েছিল পাঠানকে উদ্দেশ্য করে কিছু বলতে। যা মোটেই ভালভাবে নেননি জাতীয় দলের প্রাক্তন অলরাউন্ডার। তিনি সরাসরি জনসনের কাছে এসে পাল্টা প্রত্যুত্তর দিতে যান। অবস্থা এমন অবস্থায় পৌঁছয় দুজনে প্রায় মুখোমুখি সম্মুখ সমরে অবতীর্ণ হন। এমন পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে জনসন পাঠানকে ধাক্কা মেরে সরিয়ে দেওয়ায়। তবে তাতেও থামানো যায়নি পাঠানকে। তিনি অবিরত কথার যুদ্ধ চালিয়ে যেতে থাকেন। ফিল্ডাররা নয়, শেষ পর্যন্ত দুই আন্তর্জাতিক তারকাকে আলাদা করতে আসরে নামতে হয় অনফিল্ড আম্পায়ারদের।

আউট করার পরেই জনসনকে দেখা গিয়েছিল পাঠানকে উদ্দেশ্য করে কিছু বলতে। যা মোটেই ভালভাবে নেননি জাতীয় দলের প্রাক্তন অলরাউন্ডার। তিনি সরাসরি জনসনের কাছে এসে পাল্টা প্রত্যুত্তর দিতে যান। অবস্থা এমন অবস্থায় পৌঁছয় দুজনে প্রায় মুখোমুখি সম্মুখ সমরে অবতীর্ণ হন। এমন পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে জনসন পাঠানকে ধাক্কা মেরে সরিয়ে দেওয়ায়। তবে তাতেও থামানো যায়নি পাঠানকে। তিনি অবিরত কথার যুদ্ধ চালিয়ে যেতে থাকেন। ফিল্ডাররা নয়, শেষ পর্যন্ত দুই আন্তর্জাতিক তারকাকে আলাদা করতে আসরে নামতে হয় অনফিল্ড আম্পায়ারদের।

আউট করার পরেই জনসনকে দেখা গিয়েছিল পাঠানকে উদ্দেশ্য করে কিছু বলতে। যা মোটেই ভালভাবে নেননি জাতীয় দলের প্রাক্তন অলরাউন্ডার। তিনি সরাসরি জনসনের কাছে এসে পাল্টা প্রত্যুত্তর দিতে যান। অবস্থা এমন অবস্থায় পৌঁছয় দুজনে প্রায় মুখোমুখি সম্মুখ সমরে অবতীর্ণ হন। এমন পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে জনসন পাঠানকে ধাক্কা মেরে সরিয়ে দেওয়ায়। তবে তাতেও থামানো যায়নি পাঠানকে। তিনি অবিরত কথার যুদ্ধ চালিয়ে যেতে থাকেন। ফিল্ডাররা নয়, শেষ পর্যন্ত দুই আন্তর্জাতিক তারকাকে আলাদা করতে আসরে নামতে হয় অনফিল্ড আম্পায়ারদের।

আরও পড়ুন: Video, নিজের ফিফটি নয়, দলই আগে! কার্তিককে ফিরিয়ে মাঠেই বেনজির সিদ্ধান্ত কোহলির

ঘটনা হল, লিজেন্ডস লিগ ক্রিকেট আয়োজন করা হচ্ছে একমাত্র মহিলা আম্পায়ারদের দিয়ে। ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়ায় ক্রিকেট বিশ্বে আলোড়ন পড়ে গিয়েছিল। জনসন-পাঠানের মধ্যে কী উত্তপ্ত বাক্য বিনিমিয় হয়েছিল, তা স্পষ্ট নয়। তবে অস্ট্রেলিয়া মিডিয়ায় বলা হয়েছে, মহিলা আম্পায়ারের সঙ্গে স্লেজিং করতেই নাকি সমস্যার সূত্রপাত। ফক্স স্পোর্টস অস্ট্রেলিয়ায় বলা হয়েছে, “জনসন কিছুই করেননি। পাঠান মহিলা আম্পায়ারকে স্লেজিং করছিলেন। “

সেই ঝামেলার পর লিগ কমিশনার হিসাবে জনসনের ম্যাচ ফি-র ৫০ শতাংশ জরিমানা করেন রবি শাস্ত্রী। তবে ইউসুফ পাঠান কোনও শাস্তির মুখে পড়েননি।

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Yusuf pathan did sledging to female umpire in legends league cricket claims aussie media

Next Story
Video: হাত দিয়েই দিশি স্টাইলে বিরিয়ানি খেলেন, পুজো দেখলেন জর্ডন! শহর ঘুরে আপ্লুত ‘বাঙাল পোলা’
Exit mobile version