রবিবাসরীয় বাইশ গজ যখন ভারত-অস্ট্রেলিয়া মহারণে ব্যস্ত। ঠিক তখনই দেশের বিশ্বকাপ জয়ী যোদ্ধা যুবরাজ সিং নিজের ফেসবুক পেজ থেকে একটি পোস্ট শেয়ার করেছিলেন। তিনি বলেছিলেন সোমবার অর্থাৎ আজ তিনি ফেসবুক লাইভে আসবেন। কিছু বলবেন।
তাঁর পেজে চোখ রাখার জন্য় অনুরোধ করেন যুবি। তখনই বোঝা গিয়েছিল, যুবরাজ সম্ভবত এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করবেন। আর সেটাই হলো। ভারতীয় ক্রিকেটের উজ্জ্বলতম নক্ষত্র গেলেন অস্তাচলে। চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন যুবি। মুম্বইয়ের এক হোটেল থেকেই সাংবাদিক বৈঠক করলেন তিনি।
আরও পড়ুন: ক্রিকেটকে গুডবাই বললেন যুবরাজ
যুবরাজ বললেন, "২২ গজে প্রায় ২৫ বছর কাটিয়ে ফেললাম। আন্তর্জাতিক ক্রিকেটে ১৭ বছরের বেশি। সরে আসার সিদ্ধান্ত নিলাম। এই খেলাই শিখিয়েছে কীভাবে লড়াই করতে হয়, পড়ে গেলে ধুলো ঝেড়ে উঠে দাঁড়াতে হয়। এগিয়ে যাওয়ার শিক্ষা দিয়েছে। দেশের হয়ে ৪০০টি ম্যাচ খেলার সৌভাগ্য হয়েছে আমার। যখন প্রথম খেলা শুরু করেছিলাম তখন ভাবতেই পারিনি। খেলার সঙ্গে আমার একটা অম্ল-মধুর সম্পর্ক। বোঝাতে পারব না ঠিক কী! ২৮ বছর পর বিশ্বকাপ জিতে ইতিহাস লিখেছিলাম আমরা। তার অঙ্গ হয়ে ওঠার চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে! ২০১১-র বিশ্বকাপ জয়ের মুহূর্তই কেরিয়ারের সেরা। আমার মনে হয় এই অসাধারণ যাত্রা শেষ করার এটাই সেরা দিন। এবার অন্য় দিকগুলো নিয়ে ভাবতে পারব।"
যুবিই জানালেন যে, তিনি পুরোপুরি ক্রিকেটকে গুডবাই বলছেন না। তাঁর উত্তর, "আমি অবশ্যই আরও ক্রিকেট খেলতে চাই। বিশ্বের অনান্য প্রান্তের টি-২০ লিগে খেলতে চাই। গিয়ে মজা করতে চাই। আশা করি ভারতীয় ক্রিকেট বোর্ড আমাকে সেই অনুমোদন দেবে।
Read full story in English