বুধবার ৩৭-এ পা দিলেন যুবরাজ সিং। দেশের বিশ্বকাপ জয়ী নায়ক গতরাতে নিজের বাড়িতে বি-ডে পার্টি করলেন স্ত্রী হেজেল কিচের সঙ্গে। প্রাক বার্থ-ডে সেলিব্রেশনে যুবিকে সঙ্গ দিলেন তাঁর প্রাক্তন সতীর্থ জাহির খান ও তাঁর স্ত্রী সাগরিকা ঘাটগে। ইনস্টাগ্রামে সাগরিকাই সেই ছবি শেয়ার করেছেন। ভারতের অন্যতম সেরা বাঁ-হাতি স্টাইলিশ ক্রিকেটারকে শুভেচ্ছা জানাতে ভুললেন না শচীন তেন্ডুলকর ও বীরেন্দ্র শেহওয়াগরা। টুইট করল আইসিসি ও বিসিসিআই।
বাইশ গজের ‘লাইভওয়্যার’ যুবি। তাঁর কথা বললেই চোখের সামনে ভেসে ওঠে ২০০৭ টি-২০ বিশ্বকাপে স্টুয়ার্ট ব্রডকে ছ’বলে ছ’ছক্কা হাঁকানোর সেই মুহূর্ত। ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণের প্রথম বিশ্বকাপে ভারতকে জেতানোর পিছনেই অবদান রাখেননি যুবি। ২০১১ সালে পঞ্চাশ ওভারের বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগরও ছিলেন যুবি। ৩৬২ রান ও ১৫টি উইকেট নিয়ে সেবার টুর্নামেন্টের সেরা হয়েছিলেন তিনি। বিশ্বকাপের পরেই যুবির ক্যান্সারের মতো মারণরোগ ধরা পড়ে। মার্কিন যুক্তরাষ্ট্রে কেমোথেরাপির বৃত্ত সম্পূর্ণ করে ফের বাইশ গজে প্রত্যাবর্তন করেছিলেন তিনি। ২০১২-তে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ফিরেছিলেন তিনি।
আরও পড়ুন: IPL 2019: দর কমালেন যুবি, খেলবেন না ম্যাক্সওয়েল-ফিঞ্চ
The spirit with which you have overcome every obstacle in life both on and off the field is the stuff of legends. Wishing a very happy birthday to the one and only @yuvstrong12! Have a great one.#HappyBirthdayYuvi pic.twitter.com/GaMdWG6eUU
— Sachin Tendulkar (@sachin_rt) December 12, 2018
Thrashed bowlers, thrashed disease, thrashed many setbacks in life. Wishing you times of ease, peace and love @YUVSTRONG12 . #HappyBirthdayYuvi pic.twitter.com/8elkUXZcrB
— Virender Sehwag (@virendersehwag) December 12, 2018
Man of the series at the Cricket World Cup in 2011 ✅
Fastest to a T20I half-century ✅
Here's wishing #TeamIndia all-rounder @YUVSTRONG12 a very happy birthday ????????????Relive his knock of 138 against England at Rajkot ???????? pic.twitter.com/aA3npYpEaW
— BCCI (@BCCI) December 12, 2018
11,778 international runs and 148 wickets ????????
Player of the Tournament at the 2011 @cricketworldcup ????
The fastest ever T20I fifty, off 12 balls ????Happy birthday @YUVSTRONG12! pic.twitter.com/weiUw1IhSS
— ICC (@ICC) December 12, 2018
যুবরাজ ২০১৭ সালে কেরিয়ারের সেরা ওয়ান-ডে ইনিংস খেলেছিলেন। কটকে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫০ রান এসেছিল তাঁর ব্যাট থেকে। ভারত জিতেছিল ১৫ রানে। যুবরাজের বায়োডেটায় রয়েছে আরও অনেক রেকর্ড। টি-২০ ক্রিকেটে দ্রুততম হাফ-সেঞ্চুরি করেন তিনি। ১২ বলে ৫০ এসেছিল তাঁর ব্যাট থেকে। এই ফর্ম্যাটে দেশের হয়ে এখনও পর্যন্ত ৫৮টি ম্যাচ খেলেছেন যুবরাজ। করেছেন ১১৭৭ রান। অপরাজিত ৭৭ রানের ইনিংসই সর্বোচ্চ এর মধ্য়ে। গত বছর জুন মাসে শেষবার ভারতের জার্সিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাঁকে দেখা গিয়েছিল। এখনও পর্যন্ত ৪০টি টেস্ট ও ৩০৪টি ওয়ান-ডে খেলেছেন তিনি।