Advertisment

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, এবার চ্যাম্পিয়নের নজর বিগ ব্যাশ লিগ

শ্যেন ওয়াটসন বিগ ব্যাশ লিগে ভারতীয়দের অংশগ্রহণকে স্বাগত জানিয়েছেন। তাঁর বক্তব্য, ভারতীয়দের অংশগ্রহণ টুর্নামেন্টের মান আরো বাড়িয়ে দেবে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

প্রথম ভারতীয় হিসাবে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে অংশ নিতে পারেন যুবরাজ সিং। বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী সক্রিয় ক্রিকেটাররা বোর্ডের এনওসি সংশাপত্র ছাড়া বিদেশের কোনো টি২০ টুর্নামেন্টে অংশ নিতে পারেন না।

Advertisment

অস্ট্রেলিয়ার সিডনি মর্নিং হেরাল্ড-এর প্রতিবেদনে জানানো হয়েছে, যুবরাজ সিং অস্ট্রেলিয়ার এই টি২০ টুর্নামেন্টে খেলার আগ্রহ প্রকাশ করেছেন। গত বছর কোহলির নেতৃত্বাধীন জাতীয় দল ইংল্যান্ড বিশ্বকাপে খেলার সময়েই অবসর ঘোষণা করেন যুবরাজ সিং।

আরও পড়ুন আইপিএলের সবথেকে সাহসী সিদ্ধান্ত নিলেন ধোনি, কুর্নিশ ক্রিকেট দুনিয়ার

যুবরাজের ম্যানেজার জেসন ওয়ার্ন জানিয়েছেন, ক্রিকেট অস্ট্রেলিয়া এমন এক ফ্র্যাঞ্চাইজি খুঁজছে যারা ৩৮ বছরের তারকা ভারতীয়কে সই করাতে উদ্যোগী হয়। সোমবার তিনি বলেন, "ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে যৌথভাবে আমরা যুবরাজের জন্য নতুন দল খোঁজার কাজ করছি।"

শেষবার যুবরাজকে কানাডার গ্লোবাল টি২০ লিগে খেলতে দেখা গিয়েছিল। সেই টুর্ণামেন্টে খেলেছিলেন প্রাক্তন পাক অধিনায়ক শোয়েব মালিকও।

অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের সংস্থার প্রেসিডেন্ট শ্যেন ওয়াটসন বিগ ব্যাশ লিগে ভারতীয়দের অংশগ্রহণকে স্বাগত জানিয়েছেন। তাঁর বক্তব্য, ভারতীয়দের অংশগ্রহণ টুর্নামেন্টের মান আরো বাড়িয়ে দেবে।

সেই প্রতিবেদনে ওয়াটসন বলেছেন, "এই টুর্নামেন্টে যদি ভারতীয়রা খেলে তাহলে দারুন ব্যাপার হবে। ভারতে অনেক বিশ্বমানের টি২০ ক্রিকেটার রয়েছে যারা জাতীয় দলেও খেলেন না। তাঁরা বিগ ব্যাশ লিগ সহ বিশ্বের অন্য টুর্ণামেন্টেও খেলতে পারে।"

Read the full article in ENGLISH

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Cricket Australia Yuvraj Singh
Advertisment