বিবাহ বার্ষিকীতে স্ত্রীকে আবেগঘন বার্তা যুবরাজের

ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। আপাতত বিশ্বের বিভিন্ন প্রান্তে টি২০ ক্রিকেট খেলে বেড়াচ্ছেন যুবি। প্রথমে কানাডায় গ্লোবাল টি২০ টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন। তারপরে আবুধাবিতে টি১০ খেলেছিলেন।

ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। আপাতত বিশ্বের বিভিন্ন প্রান্তে টি২০ ক্রিকেট খেলে বেড়াচ্ছেন যুবি। প্রথমে কানাডায় গ্লোবাল টি২০ টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন। তারপরে আবুধাবিতে টি১০ খেলেছিলেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Yuvraj Singh Hazel Keech

যুবরাজ সিং ও হ্যাজেল কিচ (ইনস্টাগ্রাম)

বিয়ের বয়স তিন! তাই স্ত্রী-র জন্য আবেগী বার্তা পোস্ট করলেন যুবরাজ সিং। যা দেখে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যুবি ও অভিনেত্রী স্ত্রী হ্য়াজেল কিচের প্রেমালাপ। ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। আপাতত বিশ্বের বিভিন্ন প্রান্তে টি২০ ক্রিকেট খেলে বেড়াচ্ছেন যুবি। প্রথমে কানাডায় গ্লোবাল টি২০ টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন। তারপরে আবুধাবিতে টি১০ খেলেছিলেন। মারাঠা আরাবিয়াবন্সের জার্সিতে টি২০ টুর্নামেন্টে অংশ নিয়েই ট্রফি জিতে নিয়েছেন তিনি। ফাইনালে যুবরাজের মারাঠা আরাবিয়ান্স হারায় ডেকান গ্ল্যাডিয়েটর্সকে।

Advertisment

শনিবারেই ছিল তৃতীয় বিবাহবার্ষিকী। সেই উপলক্ষ্যেই যুবরাজ স্ত্রী হ্যাজেল কিচকে প্রেমের বার্তা পাঠিয়েছিলেন ইনস্টাগ্রামে। লিখে দিয়েছিলেন, "বিয়ের শুভেচ্ছা বিবি। তিন বছর পেরিয়ে গেল। মনে হচ্ছে যেন ৩০ বছর! হ্যাপি অ্যানিভার্সারি আমার ভালবাসা।" একটি ছবিও পোস্ট করেন যুবি।

আরও পড়ুন যুবরাজের শুভেচ্ছার জবাব দিলেন বিরাট

Advertisment

যুবরাজের এই বিবাহবার্ষিকী বার্তা শুধুমাত্র সমর্থকদেরই নয়, বিশ্বের অন্যান্য ক্রিকেটারদেরও মন ছুয়ে গিয়েছে। অনেক বলিউড সেলিব্রিটিও যুবি-হ্যাজেলকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানান। জাতীয় দলের প্রাক্তন সতীর্থ হরভজন, শিখর ধাওয়ান তো বটেই ডেভিড ওয়ার্নারও যুবরাজকে রিপ্লাই করেন।

wishes Yuvraj Singh Hazel Keech

আরও পড়ুন ধোনির অবসর নির্বাচকদের বিষয়: যুবরাজ সিং

ধাওয়ান লেখেন, "কনগ্র্যাটস পাজি এবং হ্যাজেল কিচ ভাবি!" হরভজনের শুভেচ্ছাবার্তা, "তোমাদের দুজনকেই শুভেচ্ছা।" ওয়ার্নার আবার শনিবারেই তিনশো রান করে রেকর্ড করেছেন। সেই ইনিংস খেলে উঠেই যুবির ছবিতে কমেন্ট করেছেন, "সো কিউট!"

বলিউড সেলেবদের মধ্যে বিপাশা বসু, ফারহান আখতার, সুনীল গ্রোভার, জাহির খানের স্ত্রী সাগরিকা ঘাটগে শুভেচ্ছা জানিয়েছেন।

প্রসঙ্গত, যুবরাজ-হ্যাজেল ২০১৬ সালের ৩০ নভেম্বর চণ্ডিগড়ের ফতেগড় সাহিবে শিখ রীতি নীতি মনে বিবাহবন্ধনে আবদ্ধ হন। গোয়াতে ডেস্টিনেশন ওয়েডিং সেরেছিলেন কপোত-কপোতী। সিনেমা জগত ও ক্রীড়াজগতের হুজ হু-রা উপস্থিত ছিলেন যুবরাজ-হ্যাজেলের বিয়েতে।

David Warner Yuvraj Singh