/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/09/Capture-Lead.jpg)
যুবির প্রশ্ন তাঁর কি দাড়ি রাখা উচিত? সানিয়ার উত্তরে ঝড় ইনস্টাগ্রামে (অলঙ্করণ: অভিজিত বিশ্বাস)
যুবরাজ সিং ইনস্টাগ্রামে একটি পাউট করে সেলফি পোস্ট করেছেন। ১৪ ঘণ্টা আগে প্রাক্তন ভারতীয় অলরাউন্ডারের পোস্ট করা ছবি ঘণ্টাখানেকের মধ্য়ে ২ লক্ষ লাইক পেয়ে যায়। বলাই বাহুল্য সংখ্য়াটা ক্রমেই বাড়ছে।
এক গাল দাড়ির বদলে যুবি একেবারে ক্লিন শেভড লুক নিয়েছেন। প্রাক্তন বিশ্বকাপ জয়ী ছবিতে ক্য়াপশন দিয়েছেন, "নিউ লুক, চিকনা চামেলা!! আমি কি দাড়ি ফিরিয়ে আনব?" অনেকের মতোই যুবির ছবিতে চোখ পড়েছে ভারতের স্টার টেনিস খেলোয়াড় সানিয়া মির্জারও। যুবির নয়া অবতার দেখে তিনিও মন্তব্য় থেকে বিরত থাকতে পারেননি। সানিয়া কী বলছেন সেটা জানার আগে পাঞ্জাব পুত্তরের ছবিটা একবার দেখে নিন।
আরও পড়ুন: দ্বৈত অধিনায়কত্বের পক্ষে সওয়াল যুবরাজের
View this post on InstagramNew look ???? chikna chamela !!????????or should I bring back the beard ?????
A post shared by Yuvraj Singh (@yuvisofficial) on
আরও পড়ুন: বিস্ফোরক যুবরাজ, বললেন টিম ম্য়ানেজমেন্টের চাপই তাঁর অবসরের কারণ
যুবরাজের ছবি দেখে সানিয়া তাঁকে কমেন্টে জিজ্ঞাসা করেন, "তুমি কি থুতনির তলায় লুকানো থুতনিকে ঢাকতেই কি পাউট করছ?" এক্ষেত্রে সানিয়া ডাবল চিনের কথাই বলতে চয়েছেন। সাধারণত স্থূলতার ক্ষেত্রে এরকম থুতনির নিচে মেদ জমে গেলে ডাবল চিন কথাটা প্রয়োগ করা হয়। সানিয়ার এই মন্তব্য় শুনে নেটিজেনরা হেসে লুটোপুটি খেয়েছেন।