মহেন্দ্র সিং ধোনি দেখতে দেখতে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ বছর কাটিয়ে ফেললেন। এই ক'বছরে ভারতকে টি-২০ বিশ্বকাপ (২০০৭), পঞ্চাশ ওভারের বিশ্বকাপ (২০১১), দু’বার এশিয়া কাপ (২০১০ ও ২০১৬) ও একবার চ্যাম্পিয়ন্স ট্রফি (২০১৩) জিতিয়েছেন অধিনায়ক হিসেবে। দেশের সর্বকালের সফলতম অধিনায়ক তিনি। সম্ভবত দেশের জার্সিতে আসন্ন বিশ্বকাপেই শেষবার মাঠে নামতে চলেছেন তিনি।
৩৭ বছরের ধোনি এখন আর আগের মতো ধারালো নন, কিন্তু তাঁর ফিটনেস এবং ক্রিকেট মস্তিষ্ক প্রশ্নাতীত। উইকেটের পিছনে আজও তাঁর বিশ্বস্ত দস্তানা ভারতের সম্পদ। ব্য়াটিং স্টাইল কিছুটা মন্থর হয়েছে ঠিকই। কিন্তু আজও মাঝেমধ্যেই তাঁকে জ্বলে উঠতে দেখা যায়। ধোনি কীভাবে এতগুলো বছর খেলে যাচ্ছেন তাঁর ব্যাখ্যা দিলেন যুবরাজ সিং।
আরও পড়ুন: ICC Cricket World Cup 2019: ধোনি দলের শিরদাঁড়া, সব সমস্যার সমাধান, বললেন কুলদীপ
২০১১-র ধোনির বিশ্বকাপ জয়ী দলের স্টার বুঝিয়ে বললেন বিষয়টা। হিন্দুস্থান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে যুবি বললেন, " যখন কেউ এতগুলো বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে তখন এটাই স্বাভাবিক যে, ভাল ব্য়াট করতে পারবে না। কিন্তু ধোনির মস্তিষ্ক অত্যন্ত ধারাল। ও জানে কখন সিঙ্গেল নিতে হবে আর কখন বড় শট খেলতে হবে। ও বরাবরই কঠোর পরিশ্রমী। ওকে দেখলে বোঝা যায় পরিশ্রমের কোনও বিকল্প নেই। আমার এখনও মনে আছে ২০১১ বিশ্বকাপে সাতদিনের মধ্যে দু'দিনের বিশ্রাম পেতাম। ধোনি সাদতিনই ব্যাট করত। একেক সময় প্রচুর সময় ধরে ব্যাট করত। ও এত পরিশ্রমী বলেই এতগুলো বছর আন্তর্জাতিক ক্রিকেটে রয়েছে।"