/indian-express-bangla/media/media_files/2025/01/23/SmXCaPnltugwqEYcDfBi.jpg)
Abhishek Sharma-Yuvraj Singh: অভিষেক শর্মা ও যুবরাজ সিং। (ছবি- টুইটার)
Abhishek Sharma hits 8 sixes: ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক শর্মা ৮টি ছক্কা মারার পর বার্তা পাঠালেন প্রাক্তন জাতীয় তারকা যুবরাজ সিং। কলকাতায় ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি২০ ম্যাচে ৩৪ বলে ৭৯ রান করে সবাইকে চমকে দিয়েছেন অভিষেক। ২৪ বছর বয়সী ভারতীয় ওপেনারের ২০ বলের হাফ সেঞ্চুরি ইংল্যান্ডের বিরুদ্ধে একজন ভারতীয়ের দ্বিতীয় দ্রুততম টি২০ অর্ধশতরান। তাঁর আগে আছেন যুবরাজ সিং। যুবরাজের ১২ বলে ৫০ রান করেছিলেন। এক ওভারে স্টুয়ার্ট ব্রডকে ৬টি ছক্কা মেরেছিলেন।
অভিষেকের পারফরম্যান্সে তাঁর ছায়া দেখে তারিফ করেছেন যুবরাজ। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, 'সিরিজের শুরুটা ভালো হয়েছে! আমাদের বোলাররা দুর্দান্ত খেলেছে। স্যার অভিষেক শর্মার, এটাই সেরা ইনিংস!! তুমি বাউন্ডারিও মেরেছ। সেগুলো দেখেও আমি মুগ্ধ।' অভিষেক মাত্র ৩৪ বলে ৭৯ রান করেছেন। তাঁর ২৩২-এরও বেশি স্ট্রাইক রেটের সুবাদে, মাত্র ১২.৫ ওভারেই টিম ইন্ডিয়া জয়ের জন্য প্রয়োজনীয় ১৩৩ রান তুলে নেয়।
WELL DONE, ABHISHEK SHARMA. 🇮🇳
— αммυ тнє ∂ινιηє ♥✨ (@am_ammu_divine) January 22, 2025
- 79 (34) with 5 fours and 8 sixes #INDvsEND#Abhisheksharmapic.twitter.com/s5tRhQrAXd
বাঁহাতি এই ব্যাটসম্যান তাঁর বিধ্বংসী ইনিংসে ৫টি চার এবং ৮টি ছক্কা মেরেছেন। যা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৪ মরশুমের তাঁর বিধ্বংসী ফর্মের ঝলক দেখিয়েছে। অভিষেক এবং বাকি ভারতীয় ব্যাটাররা জোফরা আর্চারকে বাদ দিলে ইংল্যান্ডের বাকি বোলারদের উড়িয়ে দিয়েছেন। জেমি ওভারটন, আদিল রশিদ ও গাস অ্যাটকিনসন- সকলেই ১০-এর বেশি ইকোনমি রেট দিয়েছেন।
আরও পড়ুন- তারকা ক্রিকেটারকে বিতর্কিত আউট! আম্পায়ারিং ঘিরে চরম উত্তেজনা, বেশ কিছুক্ষণ ম্যাচ বন্ধ
এর আগে, ভারত অসাধারণ বোলিং পারফরম্যান্স দেখিয়েছে। বরুণ চক্রবর্তী তাঁর আইপিএল হোম গ্রাউন্ডে ২৩ রানে ৩টি উইকেট নিয়েছেন। তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন। নতুন বলে অর্শদীপ সিং-ও অসাধারণ খেলেছেন। বিপজ্জনক ফিল সল্টকে শূন্য রানে এবং বেন ডাকেটকে মাত্র ৪ রানে অর্শদীপ ফিরিয়ে দেন। ৪ ওভারে তিনি ১৭ রানে ২ উইকেট নেন। যার ফলে, টি২০ ক্রিকেটে ভারতের সর্বকালের শীর্ষ উইকেট শিকারির শিরোপাও অর্জন করেছেন অর্শদীপ সিং। ভারতের পরবর্তী ম্যাচ ২৫ জানুয়ারি চেন্নাইয়ের চিপকে। সেটাই হবে চলতি সিরিজের দ্বিতীয় টি২০।