Advertisment

'মেজর থ্রোব্য়াক': দ্রাবিড়-দাহিয়াকে নিয়ে অতীতে ফিরলেন যুবি

চলতি বছরের শুরুতেই আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা বলেছিলেন যুবরাজ সিং। বৃহস্পতিবার তিনি ফিরলেন অতীতে। ২০০০ সালে আইসিসি নকআউট ট্রফিতে ভারতীয় দলে অভিষেক করেছিলেন দেশের বিশ্বকাপ জয়ী প্রাক্তন ব্য়াটসম্য়ান।

author-image
IE Bangla Web Desk
New Update
Yuvraj Singh shared a picture with Rahul Dravid and Vijay Dahiya on Instagram

'মেজর থ্রোব্য়াক': দ্রাবিড়-দাহিয়াকে নিয়ে অতীতে ফিরলেন যুবি

চলতি বছরের শুরুতেই আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা বলেছিলেন যুবরাজ সিং। বৃহস্পতিবার তিনি ফিরলেন অতীতে। ২০০০ সালে আইসিসি নকআউট ট্রফিতে ভারতীয় দলে অভিষেক করেছিলেন দেশের বিশ্বকাপ জয়ী প্রাক্তন ব্য়াটসম্য়ান। সেই সময়কার একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করলেন তিনি। পাঞ্জাব পুত্তরের সঙ্গে ছবিতে আছেন রাহুল দ্রাবিড় ও বিজয় দাহিয়া।

Advertisment
View this post on Instagram

Major throwback to getting selected for the first time to play for team India ???????? . #proudmoment #pricelessmemory

A post shared by Yuvraj Singh (@yuvisofficial) on

ঘটনাচক্রে যুবরাজ ও দাহিয়া দু'জনেই ওয়ানডে অভিষেক করেছিলেন আইসিসি নকআউটে কেনিয়ার বিরুদ্ধে। কেউই ব্যাট করার সুযোগ পাননি ওই ম্য়াচে। কারণ রান তাড়া করতে নেমে ভারত আট উইকেটে ম্য়াচ জিতেছিল।

আরও পড়ুন: বিস্ফোরক যুবরাজ, বললেন টিম ম্য়ানেজমেন্টের চাপই তাঁর অবসরের কারণ

২০০৩-এ যুবরাজ মোহালিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে প্রথম ম্যাচ খেলেছিলেন। ২০০৭-এ স্কটল্যান্ডের বিরুদ্ধে ডারবানে ভারতের হয়ে প্রথম টি-২০ ম্যাচ খেলেছিলেন। ৩৭ বছরের যুবি ২০১৭-র ৩০ জুন শেষবার দেশের জার্সিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান-ডে খেলেছিলেন। তারপর থেকে আর দেশের জার্সিতে দেখা যায়নি তাঁকে। দীর্ঘ ১৯ বছরের কেরিয়ারে ৪০টি টেস্ট ও ৩০৪টি ওয়ান-ডে ও ৫৮টি টি-২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন পাঞ্জাব পুত্তর।

আরও পড়ুন: ফিরে দেখা: যুবরাজের সেরা ১০টি ইনিংস

Yuvraj Singh Rahul Dravid
Advertisment