Advertisment

যুবরাজ খেলবেন আবুধাবির টি১০ লিগে, জানালেন নিজেই

আইসিসির অনুমোদনপ্রাপ্ত আবুধাবি টি১০ লিগ শুরু হচ্ছে নভেম্বরে। সেখানেই ভারতের জোড়া বিশ্বকাপ জয়ী দলের অন্যতম প্রধান তারকা অংশগ্রহণ করবেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Yuvraj Singh

যুবরাজ সিং খেলবেন নতুন ক্রিকেট লিগে (টুইটার)

নতুন লিগে খেলতে চললেন যুবরাজ সিং। ২০ ওভারের ক্রিকেট অতীত। এবার খেলা হবে ১০ ওভারে। আবুধাবিতে বসছে টি১০ টুর্নামেন্টের আসর। তার আগে বৃহস্পতিবারেই মারাঠা অ্যারাবিয়ান্সের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল, আসন্ন ক্রিকেট লিগে যুবরাজ তাদের আইকন ক্রিকেটারের মর্যাদা পাচ্ছেন। জুন মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার পরে যুবরাজ এই নিয়ে দ্বিতীয়বার কোনও ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চলেছেন।

Advertisment

আইসিসির অনুমোদনপ্রাপ্ত আবুধাবি টি১০ লিগ শুরু হচ্ছে নভেম্বরে। সেখানেই ভারতের জোড়া বিশ্বকাপ জয়ী দলের অন্যতম প্রধান তারকা অংশগ্রহণ করবেন। যুবরাজ আগেই জানিয়ে দিয়েছিলেন, অবসর নেওয়ার অন্য়তম কারণ হল, বিশ্বের বিভিন্ন প্রান্তের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অংশ নিয়ে রীতিমতো খোশমেজাজে থাকা।

আরও পড়ুন দ্বৈত অধিনায়কত্বের পক্ষে সওয়াল যুবরাজের

অবসর নেওয়ার পরে ৩৭ বছরের ক্রিকেট তারকা কানাডায় জুলাই-অগাস্টে অনুষ্ঠিত হওয়া গ্লোবাল টি২০ লিগে টরেন্টো ন্য়াশানালসের হয়ে খেলেছিলেন। তারপরেই আবুধাবি টি১০ লিগে খেলার প্রস্তাব আগে তাঁর কাছে। মারাঠা অ্যারাবিয়ান্স দলের কোচ জিম্বাবোয়ের প্রাক্তন ক্রিকেটার অ্যান্ডি ফ্লাওয়ার। যিনি কিছুদিন আগেও ইংল্যান্ডের জাতীয় দলের কোচের ভূমিকা পালন করেছিলেন।

আরও পড়ুন বিস্ফোরক যুবরাজ, বললেন টিম ম্য়ানেজমেন্টের চাপই তাঁর অবসরের কারণ

টি১০-এর মতো নতুন ফর্ম্যাটের ক্রিকেটে অংশ নেওয়ার আগে যুবরাজ জানান, "চিত্তাকর্ষক এই ফর্ম্যাটে খেলতে মুখিয়ে রয়েছি। এই লিগে মারাঠা অ্যারাবিয়ান্সের জার্সিতে বিশ্বের বেশ কিছু বড় তারকাদের সঙ্গে খেলার জন্য অপেক্ষা করছি।"

গত মরশুমের মতো এবারেও ওয়েস্ট ইন্ডিজের তারকা ডোয়েন ব্র্যাভো মারাঠা দলের ক্যাপ্টেন হবেন। যুবরাজের সঙ্গে মারাঠা অ্যারাবিয়ান্সের জার্সিতে খেলতে দেখা যাবে শ্রীলঙ্কান অধিনায়ক লাসিথ মালিঙ্গা, আফগানিস্তানের দুই তারকা হজরতুল্লা জাজাই এবং নাজিবুল্লা জাদরান। পাশাপাশি খেলতে দেখা যাবে ক্রিস লিনকেও।

Read the full article in ENGLISH

cricket Yuvraj Singh
Advertisment