Chahal-Dhanashree Divorce Case: ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল ও তাঁর স্ত্রী ধনশ্রী ভার্মা বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। কয়েক মাস ধরে তাঁদের বিবাহবিচ্ছেদের খবর সোশ্যাল মিডিয়ায় ঘুরছিল। দু'জনেই ইন্টারনেটে গোপন পোস্টগুলি প্রকাশ করেছেন। সেখানেই ইঙ্গিত দিয়েছেন যে তাঁরা বিচ্ছিন্ন হতে যাচ্ছেন। তবে, দু'জনের কেউই এই সিদ্ধান্তের পিছনে সম্ভাব্য কারণগুলি উল্লেখ করেননি। বৃহস্পতিবার বান্দ্রা পারিবারিক আদালতে এই দম্পতির আবেদনের চূড়ান্ত শুনানি হয়েছে। মামলা চলাকালীন চাহাল ও ধনশ্রী, দু'জনেই সরাসরি উপস্থিত ছিলেন। তবে ধনশ্রীর আইনজীবী জানিয়েছেন, মামলা শেষ হয়নি, এখনও চলছে।
ধনশ্রীর আইনজীবী অদিতি মোহন শুক্রবার এক প্রেস বিবৃতিতে বলেন, 'এই ব্যাপারে আমার কিছু বলার নেই। বিষয়টি বর্তমানে বিচারাধীন। মিডিয়ার রিপোর্ট করার আগে সত্যতা যাচাই করা উচিত ছিল। কারণ, প্রচুর বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে।' সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, বিচারক দম্পতিকে আইনজ্ঞদের পরামর্শ নেওয়ার পরামর্শ দিয়েছেন। এই প্রক্রিয়া প্রায় ৪৫ মিনিট ধরে চলে। কাউন্সেলিং সেশনের পরে, বিচারককে জানানো হয়েছিল যে দু'জনেই পারস্পরিক সম্মতিতে আলাদা হতে চান। জানা গিয়েছে যে চাহাল ও ধনশ্রী গত ১৮ মাস ধরে আলাদা থাকছিলেন। বিবাহবিচ্ছেদের পিছনে সম্ভাব্য কারণ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, এই দম্পতি জানিয়েছেন যে তাঁদের মধ্যে 'মিলমিশ' হচ্ছিল না। সেই কারণে আলাদা হয়েছেন।
বিচ্ছেদের আইনি প্রক্রিয়া ও কোর্টের পরামর্শ একনজরে
➡️ সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, বান্দ্রা পারিবারিক আদালতে বৃহস্পতিবার তাঁদের মামলার চূড়ান্ত শুনানি ও আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সেখানে দু'জনই শারীরিকভাবে উপস্থিত ছিলেন।
➡️ তবে ধনশ্রীর আইনজীবী অদিতি মোহন জানিয়েছেন যে প্রক্রিয়াটি এখনও সম্পূর্ণ হয়নি। তিনি বলেন,
'বিষয়টি আদালতে বিচারাধীন, তাই আমি কোনও মন্তব্য করতে চাই না। মিডিয়ার উচিত সঠিক তথ্য যাচাই করা, কারণ অনেক বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।'
➡️ কোর্ট চাহাল ও ধনশ্রীকে ৪৫ মিনিটের কাউন্সেলিং সেশনে অংশ নিতে বলেছিল। কিন্তু, এই সেশনের পরও তাঁরা মিউচুয়াল কনসেন্টে (পারস্পরিক সম্মতিতে) বিচ্ছেদের সিদ্ধান্ত নেন।
বিবাহবিচ্ছেদের কারণ কী?
➡️ রিপোর্ট অনুযায়ী, চাহাল ও ধনশ্রী গত ১৮ মাস ধরে আলাদা বসবাস করছেন।
➡️ আদালতে তাঁরা, 'সম্পর্কে সামঞ্জস্যের অভাব' (compatibility issues)-কে তাঁদের বিচ্ছেদের প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন।
গত কয়েক মাস ধরেই তাঁদের সম্পর্কের ভাঙনের গুঞ্জন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। দু'জনই মাঝে মাঝে রহস্যজনক পোস্ট শেয়ার করছিলেন। তাতেই তাঁদের আলাদা হয়ে যাওয়ার ইঙ্গিত ছিল। তবে, এ নিয়ে তাঁরা সরাসরি কোনও মন্তব্য করেননি।
সোশ্যাল মিডিয়ায় চাহাল দম্পতির প্রতিক্রিয়া
➡️ চাহাল বিচ্ছেদের শুনানির আগে ইনস্টাগ্রামে পোস্ট করেন: 'ঈশ্বর আমাকে কতবার রক্ষা করেছেন, তা আমি গুনে বলতে পারি না। তিনি যে এমন কতবার আমাকে রক্ষা করেছেন, তা আমি নিজেই জানি না। ধন্যবাদ ঈশ্বর, আপনি সবসময় পাশে আছেন, এমনকী যখন আমি জানি না তখনও। আমেন।'
➡️ ধনশ্রীও তাঁর বিশ্বাস ও ধৈর্য সম্পর্কে ইনস্টাগ্রামে লিখেছেন: 'চিন্তা থেকে আশীর্বাদ – অবিশ্বাস্য নয় কি, ঈশ্বর কীভাবে আমাদের দুশ্চিন্তা ও কঠিন সময়গুলোকে আশীর্বাদে পরিণত করতে পারেন? যদি তুমি আজ কোনও সমস্যায় থাকো, মনে রেখ যে তোমার কাছে দুটি অপশন আছে – হয় চিন্তা করতে থাক, নয়তো সবকিছু ঈশ্বরের হাতে ছেড়ে দাও এবং প্রার্থনা করো। বিশ্বাসের শক্তি অসীম।'
আরও পড়ুন- রঞ্জি ট্রফি: গুজরাটের বিরুদ্ধে দুই রানের লিড নিয়ে ফাইনালে কেরল!
➡️ যদিও কেউই সরাসরি 'বিবাহবিচ্ছেদ' শব্দটি তাঁদের লেখায় ব্যবহার করেননি, তবে তাদের পোস্টের ভাবার্থ অনেক কিছুই স্পষ্ট করে তুলেছে।