Advertisment

বিশ্বকাপে বেনজির চাহাল! লজ্জার ইতিহাসে সবার ওপরে লেখালেন নিজের নাম

রবিবাসরীয় বার্মিংহ্য়ামে ব্য়াটিং সহায়ক পিচের পূর্ণ সদ্ব্য়বহার করেছেন ব্রিটিশ ব্য়াটসম্য়ানরা। টস জিতে প্রথম ব্য়াট করার পুরো ফায়দা তুলেছে ইয়ন মর্গ্য়ান অ্যান্ড কোং।

author-image
IE Bangla Web Desk
New Update
Yuzvendra Chahal bowls most expensive spell by an Indian in World Cup history

বিশ্বকাপে বেনজির চাহাল! লজ্জার ইতিহাসে সবার ওপরে লেখালেন নিজের নাম

রবিবাসরীয় বার্মিংহ্য়ামে ব্য়াটিং সহায়ক পিচের পূর্ণ সদ্ব্য়বহার করেছেন ব্রিটিশ ব্য়াটসম্য়ানরা। টস জিতে প্রথম ব্য়াট করার পুরো ফায়দা তুলেছে ইয়ন মর্গ্য়ান অ্যান্ড কোং। জেসন রয় (৫৭ বলে ৬৬), জনি বেয়ারস্টো (১০৯ বলে ১১১), জো রুট (৫৪ বলে ৪৪) ও বেন স্টোকস (৫৪ বলে ৭৭) রা ভারতীয় বোলারদের তুলোধনা করেছেন। ইংল্য়ান্ড থেমেছিল ৩৩৭ রানে।

Advertisment

ভারতীয় বোলারদের মধ্যে জসপ্রীত বুমরা বাদে প্রায় প্রত্য়েকেই প্রচুর রান দিয়েছেন। বুমরা নির্দিষ্ট ১০ ওভার বল করে খরচ করেছিলেন ৪৪ রান। পান একটি উইকেট। মহম্মদ শামি পাঁচ উইকেট পেয়েছেন ঠিকই। কিন্তু তিনি দিয়েছেন ৬৯ রান। হার্দিক পাণ্ডিয়া ৬০ ও কুলদীপ যাদব দিয়েছেন ৭০ রান। কিন্তু তালিকায় সবার ওপরে রয়েছেন যুজবেন্দ্র চাহাল।

আরও পড়ুন: ইংল্যান্ডের কাছে ভারতের হারের পর কী বলছেন কিংবদন্তিরা?

চাহাল ইংল্যান্ডের বিরুদ্ধে ১০ ওভার বল করে একাই দিয়েছেন ৮৮ রান। ৮.৮০-র ইকনমি রেটে সাতটি চার ও ছ'টি ছয় হজম করেছেন। আর এই পারফরম্যান্সের পরেই এক লজ্জার পরিসংখ্য়ানে নিজের নাম নথিভুক্ত করেছেন ভারতের এই রিস্টস্পিনার। কুলদীপ যাদবের 'পার্টনার ইন ক্রাইম' চাহালই এখন বিশ্বকাপে খেলা ভারতীয় বোলারদের মধ্য়ে সবচেয়ে বেশি রান দেওয়ার নজির গড়েছেন।

দেখে নিন বিশ্বকাপে সবচেয়ে বেশি রান হজম করা প্রথম পাঁচ ভারতীয় বোলার: 

যুজবেন্দ্র চাহাল: ১০-০-৮৮-০ (২০১৯)

রবিচন্দ্রন অশ্বিন: ১০-০-৭৫-১ (২০১৫)

মোহিত শর্মা: ১০-০-৭৫-২ (২০১৫)

জাভাগল শ্রীনাথ: ১০-০-৮৭-০ (২০০৩)

কারসন ঘাউড়ি: ১১-১-৮৩-০ (১৯৭৫)

India England Cricket World Cup
Advertisment