Yuzvendra Chahal Breaks Silence on Divorce with Dhanashree Verma: ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) এবং তাঁর প্রাক্তন স্ত্রী ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ধনশ্রী ভার্মার (Dhanashree Verma) প্রেমের গল্প এক সময় সবার কাছেই অনুপ্রেরণার মতো ছিল। বন্ধুত্ব থেকে প্রেম, আর প্রেম থেকে বিয়ে, সবই খুব স্বাভাবিকভাবে এগিয়ে গিয়েছিল। কিন্তু বিয়ের মাত্র ১৮ মাস পর সেই সম্পর্ক ভেঙে যায় (Divorce)। ২০২৫ সালের ২০ মার্চ তাঁরা আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছিন্ন হন।
বিচ্ছেদের দিনে ‘সুগার ড্যাডি’ টি-শার্টে তীব্র বার্তা!
ডিভোর্সের দিন, যখন চাহাল আদালত থেকে বেরিয়ে আসছিলেন, তাঁর পরনে একটি বিশেষ বার্তা লেখা কালো রঙের টি-শার্ট ছিল- “Be Your Own Sugar Daddy”। মুখে না বললেও, সেই টি-শার্ট যেন ছিল এক তীব্র প্রতিক্রিয়া, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই একে ধনশ্রীকে পরোক্ষভাবে ‘গোল্ড ডিগার’ বলে আক্রমণ করার চেষ্টা হিসেবেও দেখেছিলেন।
অবশেষে নীরবতা ভাঙলেন চাহাল
সম্প্রতি রাজ শামানির একটি পডকাস্টে চাহাল নিজের ভাঙা সম্পর্ক নিয়ে খোলাখুলি কথা বলেন। সেখানেই উঠে আসে বিতর্কিত টি-শার্টের প্রসঙ্গ। যখন তাঁকে প্রশ্ন করা হয়, কেন তিনি ওই টি-শার্ট পরে আদালতে এসেছিলেন, তখন চাহাল একটু হেসে উত্তর দেন, “সামনে থেকে কিছু একটা হয়েছিল। আগে আমার মন ছিল না এমন কিছু করার, কিন্তু যেহেতু ওদিক থেকে কিছু ঘটল, আমিও ঠিক করলাম, এবার আর কারও কথা শুনব না। আমি কাউকে গালাগালি দিইনি, শুধু একটা বার্তা দিতে চেয়েছিলাম। এটা ছিল অ্যাকশনের রিঅ্যাকশন।”
আরও পড়ুন ডিভোর্সের যন্ত্রণায় জীবন ভেঙে চুরমার! নিজেকে শেষ করতে চেয়েছিলেন টিম ইন্ডিয়ার তারকা
চাহালের ইঙ্গিত, ঘটনার নেপথ্যে ছিল অন্য কিছুও
তিনি আরও জানান, ওই সময় মানসিকভাবে ভীষণ চাপের মধ্যে ছিলেন। বিবাহবিচ্ছেদের সময়ে ৪.৭৫ কোটি টাকার একটি বড় অ্যালিমনি সেন্টেলমেন্ট হয়েছিল, যা নিয়ে নানান মন্তব্য শুনতে হয়েছিল তাঁকে ও ধনশ্রী দু’জনকেই। চাহাল বলেন, “আমি ভাল একটা ডিল সাইন করেছিলাম যাতে দ্রুত সামনে এগোতে পারি। সেই সময় এমন কিছু হয়েছিল, যার প্রভাবেই হয়তো এমন একটি টি-শার্ট পরা আমার সিদ্ধান্তকে দৃঢ় করে তোলে।”
‘আমি ভান করছিলাম’, সরাসরি স্বীকারোক্তি
চাহাল স্বীকার করেন যে তাঁরা সম্পর্কের জটিলতা যতদিন না চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, ততদিন পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় সব স্বাভাবিক দেখানোর চেষ্টা করেছেন। যখন তাঁকে জিজ্ঞাসা করা হয়, তিনি কি ‘ভান’ করছিলেন? চাহাল এককথায় বলেন, “হ্যাঁ।”
তিনি আরও বলেন, “আমি আমার ১০০ শতাংশ দিয়েছিলাম। আমার কোনও আফশোস নেই। আমি চেষ্টা করেছিলাম সম্পর্কটাকে টিকিয়ে রাখতে, কিন্তু কিছু জিনিসের উপর আমার নিয়ন্ত্রণ ছিল না।”
‘সুগার ড্যাডি’ শব্দের মানে কী?
‘Sugar Daddy’ বলতে সেই পুরুষদের বোঝানো হয়, যাঁরা বয়সে বড় এবং ধনী হন এবং তরুণীদের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন, আর সেই তরুণীদের বিলাসবহুল জীবনযাপন ও আর্থিক সাহায্য করেন। ‘Be Your Own Sugar Daddy’-র অর্থ, নিজের জন্য নিজেই অর্থনৈতিকভাবে সক্ষম হয়ে ওঠ, অন্যের উপর নির্ভরশীল থেকো না।
এক সম্পর্কের শুরু ও শেষ
ধনশ্রী ও চাহালের প্রেম শুরু হয়েছিল কোভিডের সময়। চাহাল ধনশ্রীর কাছ থেকে অনলাইনে ডান্স শিখছিলেন, সেখান থেকেই সম্পর্ক গড়ে ওঠে। এরপর ২২ ডিসেম্বর ২০২০-তে তাঁদের বিয়ে হয়। আর ২০ মার্চ ২০২৫-এ তাঁদের পথচলা শেষ হয়।
এই ঘটনা শুধু একজন তারকা ক্রিকেটারের ব্যক্তিগত জীবনের গল্প নয়, বরং সমাজে সেলিব্রেটি সম্পর্ক ঘিরে থাকা জল্পনা-কল্পনা, ট্রোলিং ও মানসিক চাপেরও এক বাস্তব ছবি।