Cricketer Tragic Life: ডিভোর্সের যন্ত্রণায় জীবন ভেঙে চুরমার! নিজেকে শেষ করতে চেয়েছিলেন টিম ইন্ডিয়ার তারকা

Yuzvendra Chahal Divorce: দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে টিম ইন্ডিয়ার তারকা স্পিনার যুজবেন্দ্র চাহাল সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলেছেন।

Yuzvendra Chahal Divorce: দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে টিম ইন্ডিয়ার তারকা স্পিনার যুজবেন্দ্র চাহাল সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলেছেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Cricketer Tragic Life: ডিভোর্স ঘিরে চলা মানসিক সংকট নিয়ে খোলাখুলি জানালেন চাহাল

Cricketer Tragic Life: ডিভোর্স ঘিরে চলা মানসিক সংকট নিয়ে খোলাখুলি জানালেন চাহাল

Yuzvendra Chahal opens up on divorce with Dhanashree Verma and mental health: দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে টিম ইন্ডিয়ার তারকা স্পিনার যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলেছেন। স্ত্রী এবং ইনফ্লুয়েন্সার-কোরিওগ্রাফার ধনশ্রী ভার্মার (Dhanashree Verma) সঙ্গে তাঁর সম্পর্ক ভাঙনের কথা অনেকদিন ধরেই চর্চায় ছিল। এবার রাজ শামানির পডকাস্টে সেই সম্পর্ক এবং ডিভোর্স (Divorce) ঘিরে চলা মানসিক সংকট (Mental Health) নিয়ে খোলাখুলি জানালেন চাহাল।

Advertisment

চাহাল জানান, এই বিচ্ছেদ হঠাৎ হয়নি। বরং এটি ছিল দীর্ঘ এবং অত্যন্ত ব্যক্তিগত একটি প্রক্রিয়া। তিনি বলেন, “এটা অনেকদিন ধরেই চলছিল। আমরা ঠিক করেছিলাম, যতক্ষণ না আমরা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছচ্ছি, ততক্ষণ কিছুই বলব না। আমরা চেয়েছিলাম সম্পর্কের জটিলতা যেন সোশ্যাল মিডিয়ায় না আসে। তাই আমরা এমন একটা ‘নর্মাল কাপল’-এর ইমেজ বজায় রাখছিলাম, যদিও সেটা ছিল কৃত্রিম। আমি সেই ভান করছিলাম।”

আরও পড়ুন খুনের চেষ্টা মাতাল সতীর্থের, ব়্যাগিং থেকে ডিভোর্সের ধাক্কা, চেনেন এই ক্রিকেট তারকাকে?

Advertisment

তিনি আরও বলেন, “সম্পর্ক মানে একটা বোঝাপড়া। একজন রেগে থাকলে, আরেকজনকে শুনতে হয়। দুজন উচ্চাকাঙ্ক্ষী মানুষ একসঙ্গে থাকতে পারে, কিন্তু প্রত্যেকের নিজস্ব জীবন, নিজস্ব লক্ষ্য থাকে। আমি আর ধনশ্রী, আমরা দুজনেই কেরিয়ার নিয়ে লড়াই করছিলাম।”

Yuzvendra Chahal and Dhanashree Verma
ধনশ্রী ভার্মার সঙ্গে বিচ্ছেদের যন্ত্রণা প্রভাব ফেলে চাহালের মানসিক স্বাস্থ্যে

ডিভোর্সের সময় সমাজের দৃষ্টিভঙ্গি নিয়েও হতাশা প্রকাশ করেছেন চাহাল। বলেন, “ডিভোর্সের সময় আমাকে ‘ধোঁকাবাজ’ বলা হয়েছে। অথচ আমি কখনও কাউকে ঠকাইনি। আমি খুবই বিশ্বস্ত একজন মানুষ। শুধু কারও সঙ্গে দেখা গেলেই, মানুষ নিজের মতো গল্প বানিয়ে নেয়, ভিউয়ের জন্য যা খুশি লেখে। আমার দুই বোন আছে, আমি মহিলাদের শ্রদ্ধা করতে জানি।”

আরও পড়ুন ডিভোর্সের পর প্রাণের ঝুঁকি নিলেন চাহাল! গার্লফ্রেন্ড মহবশ ফাঁস করলেন যন্ত্রণার কাহিনী

এই মানসিক সংকট চাহালের জীবনে গভীর ছাপ ফেলেছিল। মানসিক অবসাদ, আত্মহত্যার প্রবণতা এবং ঘুমের সমস্যার কথাও জানান তিনি। বলেছেন, “ডিভোর্সের সময় এক মাস ধরে আমি প্রতিদিন মাত্র দুই ঘণ্টা ঘুমাতাম। আত্মহত্যার চিন্তাও মাথায় এসেছিল। আমি বন্ধুদের সঙ্গে এসব শেয়ার করতাম। ক্রিকেট থেকে একটা বিরতির দরকার ছিল আমার। এমনকি মাঠে থাকলেও, মন পড়ে থাকত অন্য জায়গায়।”

মানসিক স্বাস্থ্যের গুরুত্ব নিয়ে যুজবেন্দ্র চহালের এই খোলামেলা বক্তব্য ক্রিকেটারদের জীবনের অজানা দিকটা সামনে আনল, যা অনেকের ক্ষেত্রেই থেকে যায় পর্দার আড়ালে।

আরও পড়ুন মাত্র ৪.৭৫ কোটিতেই রফা! আজই যুজি-ধনশ্রীর ডিভোর্সে সিলমোহর?

Yuzvendra Chahal Mental Health Divorce Dhanashree Verma