বুধবার (৩০ এপ্রিল) এম চিদম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধে খেলতে নেমেছে পঞ্জাব কিংস (Punjab Kings)। আইপিএল টুর্নামেন্টের সবথেকে সফল বোলার যুজবেন্দ্র চাহাল এই ম্য়াচে হ্যাটট্রিক উইকেট শিকার করলেন। পরপর তিনটে বলে তিনি দীপক হুডা, অংশুল কম্বোজ এবং নূর আহমেদের উইকেট শিকার করেন। শেষপর্যন্ত চাহাল এই ম্য়াচে ৩ ওভারে ৩২ রান দিয়ে ৪ উইকেট শিকার করেছেন।
এই প্রসঙ্গে বলে রাখা ভাল, চাহালের চতুর্থ উইকেটটাও এই একই ওভারে এসেছে। দ্বিতীয় ডেলিভারিতে তিনি চেন্নাই সুপার কিংস দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির উইকেট শিকার করে নেন। এই ম্য়াচে ধোনি ৪ বলে ১১ রান করেছেন। আসুন, একনজরে গোটা ওভারটায় চোখ বুলিয়ে নেওয়া যাক। ওভারের প্রথম বলটা ওয়াইড হয়েছিল। বৈধ প্রথম বলে ছক্কা হাঁকান ধোনি। দ্বিতীয় বলে তিনি আউট হয়ে যান।
MS Dhoni: আগামী বছরও IPL খেলবেন ধোনি? অবশেষে জানালেন মনের কথা
এরপর দীপক হুডা ব্যাট করতে নেমে তৃতীয় বলে ২ রান নেন। তার তিনটে বলের গল্প তো আপনারা সকলেই জানেন। আর সেকারণে চেন্নাই ১৯.২ ওভারের মধ্যে ১৯০ রানে অলআউট হয়ে যায়। আইপিএল টুর্নামেন্টে এই নিয়ে দ্বিতীয়বার হ্যাটট্রিক করলেন চাহাল। ২০২২ সালে তিনি প্রথম হ্যাটট্রিক করেছিলেন। সেইসময় তিনি রাজস্থান রয়্যালসের হয়ে খেলতেন। আর কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে এই রেকর্ড কায়েম করেছিলেন।
এই ম্য়াচে মাত্র ৩ ওভারই বল করেন চাহাল
তবে সবথেকে মজার ব্যাপার হল, যুজবেন্দ্র চাহাল এই ম্য়াচে (IPL 2025) নিজের কোটার চার ওভার বল করেননি। এই ম্য়াচে মাত্র ১৮ ডেলিভারি করেছেন তিনি। ২০২৫ আইপিএল টুর্নামেন্টে এই নিয়ে পঞ্চমবার তিনি নিজের ৪ ওভারের কোটা পূরণ করলেন না। জেনে রাখা দরকার, আইপিএল টুর্নামেন্টে ২০২৩ সালের পর এই প্রথমবার কোনও বোলার হ্যাটট্রিক উইকেট শিকার করলেন।
MS Dhoni: আগামী বছরও IPL খেলবেন ধোনি? অবশেষে জানালেন মনের কথা
শেষবার এই মাইলফলক অর্জন করেছিলেন রশিদ খান। সেটাও আবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধেই। আইপিএল টুর্নামেন্টে এই নিয়ে ২২ বার হ্যাটট্রিকের নজির গড়ে উঠল। ২০০৮ সালে চেন্নাই সুপার কিংস দলের হয়ে লক্ষ্মীপতি বালাজি প্রথম হ্যাটট্রিক উইকেট শিকার করেছিলেন। তবে যুজির রেকর্ড এখানেই শেষ নয়। আইপিএল টুর্নামেন্টে চাহাল চতুর্থ বোলার হিসেবে নাম লিখিয়ে ফেললেন, যিনি একের বেশিবার হ্যাটট্রিক উইকেট শিকার করেছেন। ইতিপূর্বে এই রেকর্ড কায়েম করেছিলেন - যুবরাজ সিং, অমিত মিশ্র এবং সুনীল নারিন।