scorecardresearch

বড় খবর

দেখুন কোহলিকে শুভেচ্ছা জানাতে গিয়ে টুইটারে কী লিখলেন চাহাল!

পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস করার সঙ্গেই ইতিহাসে নিজের নাম লিখেছেন বাইশ গজের কিং। কোহলি টপকে গিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্য়ায়কে।

yuzvendra-chahal-posts-congratulatory-message-to-virat-kohli
দেখুন কোহলিকে শুভেচ্ছা জানাতে গিয়ে টুইটারে কী লিখলেন চাহাল!

এমএস ধোনির পর দ্বিতীয় ভারত অধিনায়ক হিসাবে ৫০টি টেস্টে নেতৃত্ব দেওয়ার নজির গড়েছেন বিরাট কোহলি। গত বৃহস্পতিবার থেকে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা চলতি সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হয়েছে।

পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস করার সঙ্গেই ইতিহাসে নিজের নাম লিখেছেন বাইশ গজের কিং। কোহলি টপকে গিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্য়ায়কে।

কোহলিকে এবার এক মজার শুভেচ্ছা জানিয়েছেন যুজবেন্দ্র চাহাল। টিম ইন্ডিয়ার সীমিত ওভারের স্পিনার তাঁর টুইটারে কোহলির ছবি পোস্ট করে লিখলেন, “শুভেচ্ছা ভাই, তুমি আমার থেকে ৫০টি বেশি টেস্ট খেলেছে।” ঘটনাচক্রে চাহাল এখনও টেস্ট অভিষেক করেননি। সেখান থেকেই এই সরস টুইট তাঁর।

আরও পড়ুন:  বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপ: অ্যাওয়ে টেস্ট জয়ের জন্য় পয়েন্ট দ্বিগুণের প্রস্তাব কোহলির

ধোনিই ভারতের হয়ে সবচেয়ে বেশিবার দলকে নেতৃত্ব দিয়েছেন। ৬০টি টেস্টে ক্য়াপ্টেনসি করেছেন তিনি। কোহলির থেকে ১১টি বেশি। ধোনি ৬০টি টেস্ট ম্য়াচে ভারতকে ২৭টি টেস্ট জিতিয়েছিলেন। এরপরেই রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্য়ায় (৪৯ ম্য়াচে ২১টি জয়) ও মহম্মদ আজহারউদ্দিন (৪৭ ম্য়াচে ১৪টি জয়)। ২০১৪-১৫ সালে বর্ডার-গাভাস্কর ট্রফির মাঝপথেই ধোনি অধিনায়কত্বের দায়ভার বিরাটের হাতে সঁপে দিয়ে টেস্ট থেকে সন্ন্য়াস নেন। এরপর থেকে কোহলিই ভারতকে নেতৃত্ব দিচ্ছেন। সাদা পোশাকে কোহলির ক্য়াপ্টেনসিতে ভারত ২৯ বার জিতেছে।

আরও পড়ুন: ধোনিকে টপকে কোহলিই এখন দেশের সফলতম টেস্ট অধিনায়ক

দেখে নেওয়া যাক ভারতের হয়ে সর্বাধিক বার টেস্টে কারা নেতৃত্ব দিয়েছেন

১) এমএস ধোনি-৬০

২) বিরাট কোহলি-৪৯*

৩) সৌরভ গঙ্গোপাধ্য়ায়-৪৯

৪) সুনীল গাভাস্কর/মহম্মদ আজহারউদ্দিন

৫) মনসুর আলি খান পতৌদি-৪০

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Yuzvendra chahal posts congratulatory message to virat kohli