/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/11/eee-LEAD.jpg)
চাহারকে 'নির্লজ্জ' বললেন চাহাল, তাসের ম্য়াজিকে তাক লাগালেন শ্রেয়স (অলঙ্করণ-অভিজিত বিশ্বাস)
রবিবারে নাগপুরে বাংলাদেশের বিরুদ্ধে ব্য়াট হাতে আগুন জ্বেলেছেন শ্রেয়স আয়ার। বোলিংয়ে একাই টাইগার্সদের বেসামাল করে দিয়েছেন দীপক চাহার। বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ম্য়াচের পর চাহাল টিভি-তে এসেছিলেন আয়ার-চাহার।
রোহিত শর্মা (২) ও শিখর ধাওয়ান (১৯) ফিরে যাওয়ার পর চারে ব্যাট করতে নেমে দুরন্ত ইনিংস খেলেন আয়ার। ৩৩ বলে ৬২ রানের ইনিংসে নিজের জাত চেনান তিনি। পাঁচটি ছয় ও তিনটি চারে সাজান নিজের ইনিংস। অন্য়দিকে চাহার ৩.২ ওভার বল করে মাত্র ৭ রান দিয়ে তুলে নিয়েছেন ৬ উইকেট। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটের ইতিহাসে সেরা বোলিং পরিসংখ্য়ানে নথিভুক্ত করান নিজের নাম। একতা বিস্টের পর চাহার দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে হ্য়াটট্রিক করেন।
আরও পড়ুন-শ্রেয়সই চার নম্বর ব্য়াটসম্য়ান, বার্তা টিম ম্য়ানেজমেন্টর
নাগপুরে চাহারের রেকর্ডের আগে টি-২০ ক্রিকেটে যুজবেন্দ্র চাহালের পরিসংখ্য়ানই (ভারতীয় পুরুষ ক্রিকেটারদের মধ্য়ে) ছিল সবচেয়ে ভাল। চাহাল ২০১৭ সালে ইংল্য়ান্ডের বিরুদ্ধে ২৫ রান খরচ করে তুলে নিয়েছিলেন হাফ ডজন উইকেট। চাহাল দর্শকদের সঙ্গে চাহারের আলাপচারিতার শুরুতেই এই রেকর্ডের কথা তুলে ধরেই হাসতে হাসতে বললেন, "চাহারের বোলিং নিয়ে আর কী বলব আমি! আজ আমারই রেকর্ড ভেঙে দিয়েছে লোকটা। তুমি অত্য়ন্ত নির্লজ্জ।"
WATCH: Hat-trick of sixes, Hat-trick of wickets & a card trick to top it up. This is yet another Chahal TV special. ???????? @deepak_chahar9@ShreyasIyer15@yuzi_chahal - by @28anand
Full Video here ???????? https://t.co/2Ni3uCykZTpic.twitter.com/HsBGoK0CHf
— BCCI (@BCCI) November 11, 2019
আরও পড়ুন-ভিডিও: দীপক চাহারের বিশ্বরেকর্ড, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেরা বোলিং পরিসংখ্য়ান
বিসিসিআই টিভি-তে এই সাক্ষাৎকারের পুরো অংশটাই (২ মিনিট ৫০ সেকেন্ড) রয়েছে। সেখান থেকেই বাছাই করে টুইটারে মাত্র ১৮ সেকেন্ডের ফুটেজ দেওয়া হয়েছে। আয়ারের একটি সুপ্ত প্রতিভাই ধরা পড়েছে চাহাল টিভি-র মজাদর চ্য়াট সেশনে। আয়ার শুধু ভাল ব্য়াট করতেই জানেন না, তিনি তাসের ম্যাজিকেও মাহির। আর তাঁর তাসের ট্রিকে চমকে গেলেন চাহাল ও চাহার।