Advertisment

কেন এখনও ভারত-পাকিস্তানের মনে রাজ করছেন চাহাল!

ভারত-পাকিস্তান ম্যাচের ৪৮ ঘণ্টা কেটে গিয়েছে। তবুও কথা হচ্ছে এশিয়া কাপের এই মেগাম্যাচ নিয়ে। যদিও কারণটা ঠিক ক্রিকেটীয় নয়। এই ম্যাচে এমন একটা ঘটনা ঘটেছে যা দু’দেশের ক্রিকেট ফ্যানেদেরই মন জয় করে নিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Yuzvendra Chahal

চাহাল আসতেই উইকেট পেল ভারত।

ভারত-পাকিস্তান ম্যাচের ৪৮ ঘণ্টা কেটে গিয়েছে। তবুও কথা হচ্ছে এশিয়া কাপের এই মেগাম্যাচ নিয়ে। যদিও কারণটা ঠিক ক্রিকেটীয় নয়। এই ম্যাচে এমন একটা ঘটনা ঘটেছে যা দু’দেশের ক্রিকেট ফ্যানেদেরই মন জয় করে নিয়েছে।

Advertisment

ওই ম্যাচে স্পোর্টসম্যানশিপের চূড়ান্ত নিদর্শন রেখেছিলেন ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহাল। আবারও প্রমাণ করে দিলেন যে, খেলোয়াড় সুলভ মানসিকতাই  সবার উপরে। ব্যাট করার সময় উসমান খানের জুতোর ফিতে খুলে গিয়েছিল। আর চাহাল এসে ফিতে বেঁধে দেন। এই দৃশ্য দেখার পরেই সকলেই চাহালের প্রশংসা করেছেন। এক বাক্যে এটাই ছিল ম্যাচের হৃদয় ছুঁয়ে নেওয়ার মুহূর্ত, এমনটাই মত নেটিজেনদের।

আরও পড়ুন: ইন্দো-পাক ম্যাচের মিম আর জোকসে মাতল টুইটার

এমনিতে ভারত-পাক ম্যাচে সেভাবে কোনও উত্তাপ ছড়ায়নি। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে প্রায় একতরফা খেলেই রোহিত শর্মার টিম ইন্ডিয়া অনায়াসে আট উইকেটে জয় তুলে নিয়েছিল। ভারতীয় বোলারদের দুরন্ত পারফরম্যান্সে পাকিস্তান ৪৩.১ ওভারে ১৬২ রানে গুটিয়ে যায়। জবাবে মাত্র ২৯ ওভারে ভারত ম্যাচ জিতে যায়। ওপেন উইকেট পার্টনারশিপে রোহিত শর্মা (৩৯ বলে ৫২) ও শিখর ধাওয়ান (৪৬ বলে ৫৪) ৮৬ রান তুলে জয়ের মঞ্চ গড়ে দেন। আম্বাতি রায়াডু এবং দীনেশ কার্তিক বাকি কাজটা করে দেন।

India Yuzvendra Chahal pakistan
Advertisment