Zimbabwe lowest ever t20I score against Pakistan: তিন ম্যাচের টি২০ সিরিজের দ্বিতীয় ম্যাচেই জিম্বাবোয়ের মহা বিপর্যয়। মাত্র ৫৭ রানে অলআউট হয়ে গেল আফ্রিকান দেশটি। আন্তর্জাতিক টি২০-তে নিজেদের সবথেকে কম রান স্কোরবোর্ডে তোলার রেকর্ডও করে ফেলল তাঁরা সেই সঙ্গে।
চলতি বছরের জানুয়ারিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০-তে জিম্বাবোয়ে মাত্র ৮২ রানে অলআউট হয়ে গিয়েছিল। সেটাই ছিল এতদিন দেশটির আন্তর্জাতিক টি২০-তে নিজেদের সর্বনিম্ন স্কোর। তবে মঙ্গলবার সেই কুখ্যাত রেকর্ডও পেরিয়ে গেল তাঁরা।
ওপেনার ব্রায়ান বেনেট এবং তাদিয়েন্সে মারুমানি একমাত্র দুই অঙ্কের রানে পৌঁছন। বাকিরা এমনকি দিওন মায়ার্স, ক্যাপ্টেন সিকান্দার রাজাও এক অঙ্কের রানের গন্ডি পেরোতে পারেননি। পাক বোলারদের মধ্যে বিধ্বংসী ভূমিকা নেন সুফিয়া মকিম। মাত্র ৩ রান দেওয়ার ফাঁকেই দখল করেন ৫ উইকেট। আব্বাস আফ্রিদি নেন ২ উইকেট। একটা করে উইকেট নেন হ্যারিস রউফ, আবরার আহমেদ এবং সালমান আঘা। ১২.৪ ওভারেই খতম হয়ে যায় জিম্বাবোয়ের ইনিংস।
আরও পড়ুন: নিলামে কিনেছে CSK, হার্দিক-ক্রুনালকে ০ রানে আউট সহ বিস্ফোরক হ্যাটট্রিক তারকার! ঝলসে গেল SMAT
সিরিজে ১-০ এগিয়ে থাকা অবস্থায় টসে হেরেছিল পাকিস্তান। ব্যাট করতে নেমেছিল জিম্বাবোয়ে। রবিবার পাক স্পিনাররা দলকে ৫৭ রানে প্ৰথম টি২০তে জয় এনে দিয়েছিলেন। ১৫.৪ ওভারে জিম্বাবোয়ে প্ৰথম ম্যাচে মাত্র ১০৮ রানে অলআউট হয়ে গিয়েছিল।
সেই ম্যাচেও বাঁ হাতি স্পিনার মুকিম ৩ উইকেট দখল করেছিলেন। সম সংখ্যক উইকেট নেন আবরার আহমেদও। জিম্বাবোয়ে শেষ ৮ উইকেট হারিয়েছিল স্কোরবোর্ডে ৩১ রান যোগ করার ফাঁকে। পাকিস্তান প্ৰথম ম্যাচে তৈয়ব তাহিরের অপরাজিত ২৬ বলে ৩৯ এবং ইরফান খানের ১৫ বলে ২৭ রানে ভর করে ১৬৫/৪ তুলে দিয়েছিল।
দুজনে ডেথ ওভারে দুরন্ত ব্যাটিংয়ে ৬৫ রানের পার্টনারশিপে দলকে ভালো জায়গায় পৌঁছে দিয়েছিলেন। ক্যাপ্টেন সিকান্দার রাজা (২৮ বলে ৩৯) এবং তাদিয়েন্সে মারুমানি (২০ বলে ৩৩) প্রতি আক্রমণ ভিত্তিক ব্যাটিং করলেও জিম্বাবোয়ে শেষ পর্যন্ত শেষ রক্ষা করতে পারেনি। পাওয়ার প্লেতে ব্রায়ান বেনেট এবং দিওন মায়ার্সকে ক্লিন বোল্ড করে দেন আবরার আহমেদ।