Advertisment

বাড়ির বাইরেই দুষ্কৃতীদের হাতে আক্রান্ত তারকা ক্রিকেটারের স্ত্রী, হইচই গোটা দেশে

হারারেতে নিজের বাড়ির সামনে ছিনতাইয়ের কবলে পড়লেন জিম্বাবুইয়ান ক্রিকেটার ব্রেন্ডন টেলরের স্ত্রী। টেলর এক টুইট বার্তায় শহরের সবাইকে সাবধানে চলাফেরা করার সতর্কবাণী দিয়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Brendon Taylor against India_1

ভারতের বিরুদ্ধে খেলার সময়ে ব্রেন্ডন টেলর (ফেসবুক)

জিম্বাবোয়ে নাকি অপরাধের স্বর্গরাজ্য। সাম্প্রতিককালে একাধিক আন্তর্জাতিক প্রচারমাধ্যমে এমন প্রতিবেদন লেখা হয়েছে। রাজধানী হারারে তো দুর্বৃত্তদের আখড়া।

Advertisment

এই হারারেতেই নিজের বাড়ির সামনে ছিনতাইয়ের কবলে পড়লেন জিম্বাবোয়ের তারকা ক্রিকেটার ব্রেন্ডন টেলরের স্ত্রী। তারপরেই টেলর এক টুইট বার্তায় শহরের সবাইকে সাবধানে চলাফেরা করার সতর্কবাণী দিয়েছেন।

আইপিএলের পরে রক্তাক্ত ওয়াটসন এখন হাঁটতেই পারছেন না, দেখুন মর্মান্তিক ভিডিও

ঘটনার বর্ণনা দিতে গিয়ে টেলর টুইটারে জানান, 'ঠিক আমার বাড়ির বাইরেই উদ্বেগজনক এক ঘটনা ঘটলো। বাড়ির ঠিক সামনের রাস্তা দিয়েই আসার কথা ছিল আমার স্ত্রীর। গেট থেকে ১০০ মিটারের মতো দূর থেকে আমি তার চিৎকার শুনতে পাই। চারজন অস্ত্রধারী লোক দ্বারা ছিনতাইয়ের কবলে পড়ে আমার স্ত্রী। আমি দৌড়ে বাইরে বের হওয়ার পরে তারা লাল হোন্ডা গাড়িতে করে দ্রুত পালিয়ে যায়।'

Advertisment

পরে একটি টুইটে টেলর জানান, তার স্ত্রীর বড় কোনো ক্ষতি হয়নি। তবে সেটা হওয়ার সমূহ সম্ভবনা ছিল। অন্ধকার রাস্তায় চলাফেরার সময় সবাইকে সতর্ক থাকতে বলছেন ব্রেন্ডন টেলর, 'দুর্ভাগ্যজনকভাবে দুষ্কৃতীরা শুধু হাতব্যাগই হারিয়েছে। কিন্তু আরও খারাপ কিছু হতে পারত। নিজের ঘরে ঢোকার সময় প্রত্যেকে সতর্ক থাকুন। অন্ধকার রাস্তা এড়িয়ে চলার চেষ্টা করুন। লোডশেডিংয়ের মধ্যে আমরা সকলেই সহজ টার্গেট।'

Brendon Taylor ব্যাট হাতে দুরন্ত ব্রেন্ডন টেলর (টুইটার)

টেলরের বাসার কাছেই এভোনডেল পুলিশ স্টেশন। পুলিশের পক্ষ থেকেও সোশ্যাল মিডিয়ায় হারারের ওই এলাকায় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

cricket
Advertisment