/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/03/Ziva-dhoni.jpg)
IPL 2019: গ্যালারি থেকে বাবার জন্য গলা ফাটাল জিভা, সোশালে ভাইরাল ভিডিও (ছবি-টুইটার)
আরসিবি-র পর দিল্লি ক্যাপিটালসকেও হেলায় হারিয়ে দিয়েছে চেন্নাই সুপার কিংস। গত মঙ্গলবার দিল্লির ফিরোজ শাহ কোটলায় শ্রেয়াস আয়ারের দলকে ছ'উইকেটে হারিয়েছে এমএস ধোনি অ্যান্ড কোং। এদিন ভিআইপি বক্সে জিভাকে নিয়ে হাজির ছিলেন ধোনির স্ত্রী সাক্ষী। বাবাকে ব্যাট করার সময় গ্যালারি থেকে উৎসাহ দিচ্ছিল জিভাও। ধোনির উদ্দেশে জিভা বলল, "গো পাপা।" সোশাল মিডিয়ায় এই ভিডিও এখন ভাইরাল।
'Paaapaaaaa, comeon papaa!' What better than cheering for your dad at his workplace?! #Ziva#WhistlePodu#Yellove#DCvCSK ???????? pic.twitter.com/FC5Wxo0GyB
— Chennai Super Kings (@ChennaiIPL) March 26, 2019
Go Papaaaaa, says Ziva Dhoni ????????@ChennaiIPL#VIVOIPLpic.twitter.com/aYmHbK9hE0
— IndianPremierLeague (@IPL) March 26, 2019
আরও পড়ুন: ব্যাক-টু-ব্যাক জিতল চেন্নাই
এদিন দিল্লি প্রথমে ব্যাট করে শিখর ধাওয়ানের (৪৭ বলে ৫১) ব্যাটে ভর করে ৬ উইকেট হারিয়ে নির্ধারিত ওভারে ১৪৭ তোলে। ধোনি পাঁচে ব্যাট করতে নেমে ৩৫ বলে ৩২ রানের ইনিংস খেলে চেন্নাইয়ের জয়ে নিশ্চিত করেন। এদিন দিল্লিকে কম রানে বেঁধে ফেলার অন্যতম কারিগর ছিলেন ডোয়েন ব্র্যাভো। তিন উইকেট তুলে নিয়েছিলেন তিনি।
দিল্লি এবার শক্তি বাড়াতে কোচ হিসেবে রিকি পন্টিংয়ের পাশাপাশি পরামর্শদাতা হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে এসেছে দলে। প্রাক্তন দুই কিংবদন্তি ক্যাপ্টেনের সৌজন্যে শ্রেয়াসরা নিঃসন্দেহে ট্যাকটিক্যাল লড়াইতে এগিয়ে ছিলেন। কিন্তু অন্যদিকে স্টিফেন ফ্লেমিং আর ধোনির হাত ধরে চেন্নাই তিনবার ট্রফি জয়ের স্বাদ পেয়েছে। ফলে ফ্লেমিং-ধোনি জুটিই শেষ হাসি হাসল।