scorecardresearch

সৌরভ-সানাকে টেক্কা দিতে এবার জুটি ধোনি-জিভার, পাঁচ বছরেই বিজ্ঞাপনে একরত্তি

কিংবদন্তি বাবার কন্যা হওয়ার সুবাদে একরত্তি জিভাও এখন সেলেব। জিভা ধোনির ইনস্টাগ্রাম একাউন্টের ফলোয়ার সংখ্যা ১.৮ মিলিয়ন।

সৌরভ-সানাকে টেক্কা দিতে এবার জুটি ধোনি-জিভার, পাঁচ বছরেই বিজ্ঞাপনে একরত্তি

সৌরভের সঙ্গে সানাকে দেখা গিয়েছে পানীয় জলের বিজ্ঞাপনে। এবার সৌরভ-সানাকে টেক্কা দিতে বিজ্ঞাপনী জগতে জুটি বাঁধল ধোনি-জিভা জুটিও। অরিও বিস্কুটের বিজ্ঞাপনে এবার ধোনির সঙ্গেই পাল্লা দিয়ে অভিনয় করলেন পাঁচ বছরের জিভা।

গত অগাস্টেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ধোনি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ধোনি আইপিএলে খেলছেন চেন্নাই সুপার কিংসের জার্সিতে। যাইহোক, অবসর নিলেও বিজ্ঞাপনী দুনিয়ায় ধোনির চাহিদা একচুলও কমেনি। সেলিব্রিটিনেটওয়ার্থের এক রিপোর্ট অনুযায়ী, ধোনির মোট সম্পত্তির মূল্য ১৭০ মিলিয়ন মার্কিন ডলার।

আরো পড়ুন: সৌরভের হৃদরোগে তেলের বিজ্ঞাপন লাটে, বাধ্য হয়ে বড় সিদ্ধান্ত নিল ফরচুন

আর কিংবদন্তি বাবার কন্যা হওয়ার সুবাদে একরত্তি জিভাও এখন সেলেব। জিভা ধোনির ইনস্টাগ্রাম একাউন্টের ফলোয়ার সংখ্যা ১.৮ মিলিয়ন। এখনই সে দেশের অন্যতম জনপ্রিয় সেলিব্রিটি কিড।

 

View this post on Instagram

 

A post shared by Oreo (@oreo.india)

অরিওর বিজ্ঞাপনের জন্যই এবার জিভা মাত্র পাঁচ বছর বয়সে বিজ্ঞাপন দুনিয়ায় আত্মপ্রকাশ করল। কুকি বিস্কুট প্রস্তুতকারক সংস্থা অরিও নিজেদের ইনস্টাগ্রাম পেজে ধোনির সঙ্গে জিভার একটি স্থিরচিত্র প্রকাশ করে। তারপরেই তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। রীতিমত শেয়ার, কমেন্ট করা হচ্ছে সেই পোস্ট।

Read the full article in ENGLISH

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Ziva dhoni appears for commercial with ms dhoni for the very first time