Advertisment

করোনা সঙ্কট: ইতালির হাসপাতালের জন্য অর্থতহবিল গড়ছেন ইব্রাহিমোভিচ

"ইতালি আমাকে অনেক কিছু দিয়েছে। আজ ইতালি যখন সংকটাপন্ন, আমি তারও বেশি ফিরিয়ে দিতে চাই আমার ভালবাসার দেশ ইতালিকে।"

author-image
IE Bangla Web Desk
New Update
zlatan ibrahimovic coronavirus

বর্তমানে এসি মিলানে খেলছেন ইব্রাহিমোভিচ

বিশ্ব ফুটবলের মহাতারকা জলাটান ইব্রাহিমোভিচ অর্থসাহায্যের হাত বাড়িয়ে দিলেন করোনা-বিধ্বস্ত ইতালির হাসপাতালগুলির দিকে। এসি মিলানের সুপারস্টার ফরোয়ার্ড ইব্রাহিমোভিচ অনলাইনে গড়ে তুললেন ইতালির হাসপাতালগুলির জন্য অর্থতহবিল। ইব্রার লক্ষ্য, অন্তত ১ মিলিয়ন ইউরোর তহবিল গড়ে তোলা। যে ওয়েবসাইটের মাধ্যমে এই অর্থতহবিল গড়ে তোলা হয়েছে, তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ইব্রা নিজে ১ লক্ষ ইউরো এই তহবিলে দান করেছেন। এর কিছুক্ষণের মধ্যেই তহবিলে জমা পড়েছে আরও ১৫,৭০০ ইউরো।

Advertisment

৩৮ বছর বয়সী সুইডিশ ফুটবলার ইব্রাহিমোভিচ গত জানুয়ারিতে লস অ্যাঞ্জেলস গ্যালাক্সি থেকে ফের এসি মিলানে যোগ দিয়েছেন। উল্লেখ্য, ইতালির ফুটবল লিগে এর আগে ইব্রা জুভেন্টাস এবং ইন্টারমিলান ক্লাবের হয়ে বহু বছর দাপটের সঙ্গে খেলেছেন।

আরও পড়ুন: করোনা-সঙ্কট: মদের বদলে ‘স্যানিটাইজার’ বানাচ্ছে শেন ওয়ার্নের কোম্পানি!

ইব্রা এক আবেগঘন বিবৃতিতে বলেছেন, "ইতালি আমাকে অনেক কিছু দিয়েছে। আজ ইতালি যখন সংকটাপন্ন, আমি তারও বেশি ফিরিয়ে দিতে চাই আমার ভালবাসার দেশ ইতালিকে। আমার সমস্ত ফুটবল-সতীর্থ এবং অন্যান্য অ্যাথলিটরাও নিজেদের সাধ্যমতো এই তহবিলে দান করবেন বলে আমি আশাবাদী।"

জানা গিয়েছে, তহবিলের অর্থ 'হিউম্যানিটাস' নামের একটি এনজিও-র মাধ্যমে মিলানো, বারগ্যামো, তোরিনা এবং ক্যাস্টালেঞ্জার মতো শহরগুলির হাসপাতালের চিকিৎসা-পরিষেবায় খরচ করা হবে। প্রসঙ্গত, ইতালিতে এ পর্যন্ত করোনা-আক্রান্তের সংখ্যা ৪৭,০০০ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ৪,০৩২। এর মধ্যে স্রেফ শুক্রবারেই মৃত্যু ঘোষিত হয়েছে ৬২৭ জনের। চিকিৎসা পরিষেবার উপর অস্বাভাবিক চাপের ফলে অনেক ক্ষেত্রেই চিকিৎসা কর্মীরা চিকিৎসা প্রদান না করার সিদ্ধান্তও নিতে বাধ্য হচ্ছেন বলে সংবাদ মাধ্যমে প্রকাশ।

বিতর্কিত এবং চাঁচাছোলা মন্তব্য করার জন্য বিখ্যাত ইব্রা স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলেছেন, "মনে রাখুন, যদি ভাইরাস ইব্রার কাছে না যায়, ইব্রাই যাবে ভাইরাসের কাছে।"

Advertisment