Flipkart AC Offer: 'আগুনে গরম'থেকে নিমেষে মুক্তি! অর্ধেক দামে কিনুন 'ব্র্যান্ড নিউ' স্প্লিট এসি

1.5 ton split ac massive price Drop: প্রচণ্ড গরম থেকে বাঁচতে এয়ার কন্ডিশনার মানুষের কাছে যেন আর্শীবাদ। এমন পরিস্থিতিতে, আপনিও যদি আপনার বাড়ির জন্য নতুন একটি এসি কেনার প্ল্যানিং করে থাকেন তাহলে আপনার জন্য বিরাট সুখবর।

1.5 ton split ac massive price Drop: প্রচণ্ড গরম থেকে বাঁচতে এয়ার কন্ডিশনার মানুষের কাছে যেন আর্শীবাদ। এমন পরিস্থিতিতে, আপনিও যদি আপনার বাড়ির জন্য নতুন একটি এসি কেনার প্ল্যানিং করে থাকেন তাহলে আপনার জন্য বিরাট সুখবর।

author-image
IE Bangla Tech Desk
New Update
1.5 ton split ac massive price Drop on flipkart

'আগুনে গরম'থেকে নিমেষে মুক্তি! অর্ধেক দামে কিনুন 'ব্র্যান্ড নিউ' স্প্লিট এসি

split ac price Drop: গরমের তীব্র দাবদাহ থেমে নিমেষে মুক্তি! অর্ধেক দামে 'ব্র্যান্ড নিউ' ১.৫ টন স্প্লিট এসি কেনার বিরাট সুযোগ। দাম কমল ৫৫%! 

Advertisment

লেনেভোর বিরাট চমক! নয়া ফিচারের লেটেস্ট ল্যাপটপে 'বাজার দখল'

গ্রীষ্ম শুরুর সঙ্গে সঙ্গে বাজারে হুহু করে বেড়েছে এসি মেশিনের চাহিদা। প্রচণ্ড গরম থেকে বাঁচতে এয়ার কন্ডিশনার মানুষের কাছে যেন আর্শীবাদ। এমন পরিস্থিতিতে, আপনিও যদি আপনার বাড়ির জন্য নতুন একটি এসি কেনার প্ল্যানিং করে থাকেন তাহলে আপনার জন্য বিরাট সুখবর। ফ্লিপকার্টে এখন অর্ধেক দামে পান ১.৫ টনের স্প্লিট এসি। 

এপ্রিল মাস শেষের বাকি আর মাত্র কয়েকটা দিন। এর মাঝেই সূর্যের গণগণে আঁচে পুড়ছে দক্ষিণবঙ্গের একটা বড় অংশ। রাজ্যের পাশাপাশি দেশের একাধিক স্থানে তাপমাত্রা উল্লেখযোগ্যহারে বেড়েছে। ইতিমধ্যেই অনেক জেলায় তাপমাত্রা  প্রায় ৪০ ডিগ্রিতে পৌঁছেছে। এই প্রবল গরমে পেয়ে যান দারুণ সস্তায় ১.৫ টন স্প্লিট এসি কেনার দুর্দান্ত সুযোগ। এখন ফ্লিপকার্টে নামি দামি ব্র্যান্ডের এসি কিনে আপনি বাঁচতে হাজার হাজার টাকা। 

Advertisment

নজরকাড়া ফিচার, ডিজাইনে বিরাট চমকই শুধু নয়, এই স্মার্টফোন বাজার মাতাবে

ই-কমার্স জায়ান্ট ফ্লিপকার্ট LG , ভোল্টাস, ব্লু স্টার,হিটাচি, গোদরেজ সহ একাধিক নামি ব্র্যান্ডের স্প্লিট এসিতে দিচ্ছে বিরাট ছাড়। এখন আপনি চাইলে ৫৫% বিশাল ছাড়ে এসি কেনার সুবিধা পেতে পারেন। আজকের এই প্রতিবেদনে দেখে নিন কোন কোন মডেলে আপনি পাচ্ছেন এই ছাড়?

  • ব্লু স্টার ১.৫ টন স্প্লিট এসি

ফ্লিপকার্ট এখন গ্রাহকদের দিচ্ছে ব্লু স্টার ১.৫ টন স্প্লিট এসির উপর বিশাল ছাড়।  আপনি এখনই Flipkart থেকে IC518ZNURS মডেল নম্ববের এসিটি অর্ডার করলে পাবেন ৪০ শতাংশ ছাড়। এই এয়ার কন্ডিশনারটির আসল দাম ৭৫,০০০ টাকা। ছাড়ের পর আপনি এই এসিটি কিনতে পারবেন মাত্র ৪৪,৪৯০ টাকায়। পাশাপাশি গ্রাহকরা পাবেন ৫,৬০০ টাকার এক্সচেঞ্জ বেনিফিটও। 

  • গোদরেজ ১.৫ টন স্প্লিট এসি

আপনি যদি গোদরেজ স্প্লিট এসি কিনতে চান, তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। ফ্লিপকার্ট নিয়ে এসেছে গোদরেজ এয়ার কন্ডিশনারের উপর অসাধারণ ডিল। EI 18PINV4R32 WYP মডেল নম্বর সহ গোদরেজ এয়ার কন্ডিশনারটি বর্তমানে ফ্লিপকার্টে ৪৯,৯০০ টাকায় তালিকাভুক্ত। কোম্পানিটি এখন এই এসিতে দিচ্ছে  ৩২% ছাড়। ফলে আপনি এই এসিটি এখন ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে মাত্র ৩৩,৪৯০ টাকায় কিনতে পারবেন। আপনি ব্যাংক এবং এক্সচেঞ্জ অফারের মাধ্যমে এই এয়ার কন্ডিশনারের উপর আরও  অতিরিক্ত ছাড় পেতে পারেন। 

ননস্টপ রাইডিং, এক চার্জেই এখন কলকাতা থেকে বর্ধমান, ডিজাইনে চোখ ফেরানোর 'স্কোপ' থাকবে না

  • এলজি ১.৫ টন স্প্লিট এসি 

LG Split AC-তে ফ্লিপকার্ট বিরাট ছাড় । LG-এর ১.৫ টন স্প্লিট এসি, যার মডেল নম্বর US-Q18HWXE, ফ্লিপকার্টে আসল দাম ৮৪,৯৯০ টাকা। এই এসিতে গ্রাহকরা পাচ্ছেন  ৫৫% বিশাল ছাড়। মাত্র ৩৮,১৯০ টাকায় ছাড় সহ এই এয়ার কন্ডিশনারটি কিনতে পারবেন। এছাড়াও রয়েছে  ৫৬০০ টাকার এক্সচেঞ্জ অফার। LG-এর এই এয়ার কন্ডিশনারে রয়েছে 4 ওয়ে সুইং ফিচার। 

  • হিটাচি ১.৫ টন স্প্লিট এসি

হিটাচি ৩ স্টার ১.৫ টন স্প্লিট এসির আসল দাম ৭৫,৮৫০ টাকা। চেই এসিতে গ্রাহকরা পেয়ে যাচ্ছেন ৪৩% পর্যন্ত ছাড় দিচ্ছে। ফ্ল্যাট ডিসকাউন্ট অফারের মাধ্যমে, আপনি এখন মাত্র ৪২,৯৯০ টাকায় এই এয়ার কন্ডিশনারটি কিনতে পারবেন। এই স্প্লিট এসির উপর গ্রাহকদের জন্য ফ্লিপকার্ট ৫৬০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারও দিচ্ছে সংস্থা।

Air Conditioner