Electric Scooter in india: ননস্টপ রাইডিং, এক চার্জেই এখন কলকাতা থেকে বর্ধমান, ডিজাইনে চোখ ফেরানোর 'স্কোপ' থাকবে না

The new TVS iQube 2.2: নতুন TVS iQube 2.2-এর স্টাইল, কালার অপশন, রেঞ্জ ও ফিচার এমনই, যে একবার দেখলে চোখ ফেরানো মুশকিল। জেনে নিন এই ইলেকট্রিক স্কুটারের সব আপডেট।

The new TVS iQube 2.2: নতুন TVS iQube 2.2-এর স্টাইল, কালার অপশন, রেঞ্জ ও ফিচার এমনই, যে একবার দেখলে চোখ ফেরানো মুশকিল। জেনে নিন এই ইলেকট্রিক স্কুটারের সব আপডেট।

author-image
IE Bangla Tech Desk
New Update
Smart e-scooter: স্মার্ট ই-স্কুটার

Smart e-scooter: স্মার্ট ই-স্কুটার।

Best Electric Scooter in India: বর্তমানে ইলেকট্রিক ভেহিকেলের বাজারে প্রতিযোগিতা তুঙ্গে, আর এই বাজারে নতুন সংযোজন TVS-এরiQube 2.2। স্টাইল, পারফরম্যান্স আর টেকনোলজির এক দুর্দান্ত মেলবন্ধন নিয়ে এসেছে এই ই-স্কুটার, যা রাস্তায় শুধু চলবেই না— দৃষ্টিও কাড়বে।

ডিজাইন ও কালার অপশন

Advertisment

iQube 2.2-এর ডিজাইন আগের সংস্করণগুলোর তুলনায় অনেক বেশি ফিউচারিস্টিক। ফ্ল্যাশি নয়, বরং মিনিমাল অথচ প্রিমিয়াম লুক। সামনে LED হেডল্যাম্প, বোল্ড কাওলিং ও মোডার্ন টেলল্যাম্প ডিজাইন একে ট্রেন্ডসেটার করে তুলেছে। কালার অপশনও দারুণ—ম্যাট ব্লু, গ্লসি হোয়াইট, স্টিল গ্রে ইত্যাদি।

ননস্টপ রাইডিং এক্সপেরিয়েন্স

এই স্কুটারে রয়েছে ৩.৪ kWh ব্যাটারি, যা একবার চার্জে ১০০ কিমি (রিয়েল ওয়ার্ল্ড) পর্যন্ত রেঞ্জ দিতে পারে। স্মার্ট চার্জিং সিস্টেম ও ফাস্ট চার্জার সাপোর্ট থাকায় দ্রুত চার্জ দেওয়া যায়।

  • রেঞ্জ: ১০০+ কিমি

  • চার্জিং টাইম: ৩-৪ ঘণ্টা

  • টপ স্পিড: ৮২ কিমি/ঘণ্টা

Advertisment

আরও পড়ুন- প্রচণ্ড গরমে ঘেমে নেয়ে একাকার? স্মার্ট কুলিং সিস্টেম নিয়ে এল এই সংস্থা, পাবেন ১০ বছরের ওয়ারেন্টি

স্মার্ট ফিচারস

  • TFT ডিজিটাল ড্যাশবোর্ড: কল ও মেসেজ অ্যালার্ট, টার্ন-বাই-টার্ন নেভিগেশন

  • Geo-Fencing ও Anti-Theft আলার্ম

  • Regenerative Braking System

  • USB চার্জিং পোর্ট

আরও পড়ুন- ফ্যান ও এসির সঠিক অবস্থানেই 'খেলা বদল', ঘাম ঝরা গরমে পান হিমশীতল ঠাণ্ডা

সেফটি ও রাইড কমফোর্ট

TVS iQube 2.2-এ রয়েছে টেলিস্কোপিক সাসপেনশন, ডিস্ক ব্রেক ও কমফোর্টেবল ফুটস্পেস। ভারী রোডে, ট্রাফিকে বা বৃষ্টিতে— স্মুথ পারফর্ম করে।

আরও পড়ুন- বাজার দাপিয়ে দাপট দেখাচ্ছে ব্যাটারি চালিত এসি, ইলেকট্রিক বিলের চিন্তা ছেড়ে গরমেও থাকুন 'ঠান্ডা ঠান্ডা কুল কুল'

দাম ও লভ্যতা

ভারতে এক্স-শোরুম দাম শুরু হচ্ছে প্রায় ১.২ লক্ষ টাকা থেকে। বাংলাদেশের বাজারেও শিগগিরই আসার সম্ভাবনা রয়েছে। গভর্নমেন্ট সাবসিডি থাকলে আরও কম দামে পাওয়া যেতে পারে।

আরও পড়ুন- লেনেভোর বিরাট চমক! নয়া ফিচারের লেটেস্ট ল্যাপটপে 'বাজার দখল'

TVS iQube 2.2 কেবল একটি ইলেকট্রিক স্কুটার নয়, এটি হলো স্মার্ট, ক্লাসি ও ইকো-ফ্রেন্ডলি লাইফস্টাইলের প্রতীক। যারা চাইছেন শহরের ভিড়ে স্টাইল ও স্মার্টনেসে আলাদা হতে, তাদের জন্য এটি নিঃসন্দেহে সেরা পছন্দ হতে পারে। এমনটাই মনে করছেন টিভিএস কর্তারা। তাঁরা এই ধরনের ক্রেতাদেরই টার্গেট করেছেন।

E-scooter technology TVS