3 Star AC Electric Bill Reduce Tips: এবার 3 Star AC-সারাদিন চালিয়েও হুহু করে কমবে বিদ্যুৎ বিল, সিক্রেট এই ফর্মুলা জানলে চমকে যাবেন

3 Star AC Electric Bill Reduce Tips: গরম ইতিমধ্যে থাবা বসাতে শুরু করেছে। আর গরম বাড়তেই বেড়েছে এসির ব্যবহার। সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ইলেকট্রিক বিল। অনেকেই বিদ্যুৎ বিল বাঁচাতে ৩ স্টারের বদলে ৫ স্টার এসি কিনে থাকেন।

3 Star AC Electric Bill Reduce Tips: গরম ইতিমধ্যে থাবা বসাতে শুরু করেছে। আর গরম বাড়তেই বেড়েছে এসির ব্যবহার। সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ইলেকট্রিক বিল। অনেকেই বিদ্যুৎ বিল বাঁচাতে ৩ স্টারের বদলে ৫ স্টার এসি কিনে থাকেন।

author-image
IE Bangla Tech Desk
New Update
3 Star AC Electric Bill Reduce.... Tips

এবার 3 Star AC-সারাদিন চালিয়েও হুহু করে কমবে বিদ্যুৎ বিল, সিক্রেট এই ফর্মুলা জানলে চমকে যাবেন

3 Star AC Electric Bill Reduce Tips: গরম ইতিমধ্যে থাবা বসাতে শুরু করেছে। আর গরম বাড়তেই বেড়েছে এসির ব্যবহার। সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ইলেকট্রিক বিল। অনেকেই বিদ্যুৎ বিল বাঁচাতে ৩ স্টারের বদলে ৫ স্টার এসি কিনে থাকেন। তবে আপনার বাড়িতে যদি ৩ স্টার এসি থাকেন আর আপনিও যদি বিদ্যুৎ বিল বাঁচাতে চান তাহলে মেনে  নিন্মলিখিত ট্রিকসগুলি। এর মাধ্যমে সহজেই আপনি মাসের শেষে বিরাট অঙ্কের টাকা বিদ্যুৎ বিল বাবদ সাশ্রয় করতে পারবেন। 

Advertisment

প্রচন্ড গরমে অতিষ্ঠ মানুষজন। গরম থেকে বাঁচতে সর্বক্ষণ চলছে এসি। সারাক্ষণ এসি চালানোর ফলে বিদ্যুতের বিল অনেকটাই বেড়ে যায়। কীভাবে সারাদিন এসি চালিয়ে কমবে বিদ্যুৎ বিল?  জানুন সেরা ৮ ট্রিকস, বিদ্যুৎ বিল থেকে রেহাই নিশ্চিৎ! আটটি ট্রিক ফলো করলেই বিদ্যুতের খরচ প্রায় অর্ধেক হয়ে যাবে৷

১. বীভৎস গরম পড়েছে ৷ শেষ কবে এমন গরম পড়েছিল অনেকেই মনে করতে পারছেন না। এসি চললেও সিলিং ফ্যান চালু রাখতে হবে৷ এসির সঙ্গে সিলিং ফ্যান ব্যবহার করুন এতে কুলিং-এর গতি বাড়বে ৷ পাখার হাওয়ায় এসির ঠান্ডা বাতাস দ্রুততার সঙ্গে ঘরে ছড়িয়ে পড়বে৷ ফলে এসি বা তার কম্প্রেসারের উপরে চাপ কম পড়ে৷ এরফলে এসির কম্প্রেসারের উপরে কম চাপ পড়লে বিদ্যুতের কম পোড়ে।

২. বারবার এসি অন বা অফ করবেন না৷ অনেকেরই স্বভাব আছে একটু কম এসি চালিয়ে ফের এসি বন্ধ করে দেওয়া৷ একটানা এসি চললে নির্দিষ্ট সময়ের পরে কম্প্রেসারটি বন্ধ হয়ে যায়৷ বারবার এসি বন্ধ করলে চালু করার সময়ে বারেবারে ধাক্কা লাগে কম্প্রেসারে৷ বারাবার এসি অফ অন করলে বিদ্যুতের বিল বেড়ে যায় এক ধাক্কায় অনেকটাই৷

Advertisment

৩. দাম একটু বেশি হলেও সর্বদা ৫ স্টার এসি ব্যবহার করুন। টাকা বাঁচানোর জন্য অনেকেই ৩ স্টার এসি ব্যবহার করেন। বিশেষজ্ঞদের মত ৫ স্টার এসির দাম যেমন বেশি সেটি একবার কিনে নিলে প্রতি মাসে বড় অঙ্কের টাকা বিল দেওয়ার সমস্যা আর থাকেনা।

৪. এসির তাপমাত্রা নির্দিষ্ট রাখুন। ১৮-য় না রেখে সেটি ২৫ রাখলে প্রায় ৩০ শতাংশ কমে যায় এসির খরচ৷ এসির তাপমাত্রা যত কমবে কম্প্রেসারে তত বেশি চাপ পড়বে আর বিদ্যুতের বিল বাড়বে ৷

৫. এসির আউটডোর ইউনিট প্রখর রোদে কোনও ভাবেই রাখবেন না৷ কেননা গ্রীষ্মের প্রখর রোদে কম্প্রেসারকে স্বাভাবিকের থেকে বেশি সময় ধরে চলতে হয়৷ সেই কারণেই বাড়ে বিদ্যুতের বিল বাড়বে।

৬. নিয়ম করে এসি সার্ভিস করতে হবে৷ গরম পড়ার সঙ্গে সঙ্গে এয়ার কন্ডিশনারে জমে থাকা ধুলো বালি মুক্ত করতে হবে৷ এতে কুলিং-এর পদ্ধতিও ভাল হয়।

৭. এসি চলার সময়ে দরজা জানলা সম্পূর্ণ রূপে বন্ধ রাখতে হবে৷ প্রয়োজনে দরজা জানলা মোটা সিল করে দিন এসি চলার সময়ে৷

৮. ঘরে এসি চলার সময়ে অন্য সমস্ত ইলেকট্রনিক যন্ত্র বন্ধ রাখুন৷ এতে অর্থাৎ টিভি, ফ্রিজ, কুলার ইত্যাদি বন্ধ রাখুন। এতে বিদ্যুতের খরচ কম হবে৷

পেট্রোল স্কুটারের ভাবনা ছাড়ুন! নববর্ষে বাম্পার অফারে বিরাট ছাড়ে কিনুন Hero Vida

Air Conditioner