Advertisment

5G Smartphones Under 15000: পাওয়ারফুল ব্যাটারি থেকে সেরা ক্যামেরা, ফেব্রুয়ারির গেমচেঞ্জার এই 5G স্মার্টফোনগুলি, দেখুন তালিকা

5G Smartphones Under 15000: এখন আপনি মাত্র ১৫ হাজার টাকা খরচ করেই পেয়ে যাবেন সেরা ফিচারের সঙ্গে নজরকাড়া ডিজাইনের ৫জি স্মার্টফোন। দেখুন ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ১৫,০০০ টাকার নিচে দুর্দান্ত ৫জি স্মার্টফোনের তালিকা ।

author-image
IE Bangla Tech Desk
New Update
5G Smartphones Under 15000

ফেব্রুয়ারির গেমচেঞ্জার এই 5G স্মার্টফোনগুলি, দেখুন তালিকা Photograph: (ফাইল ছবি)

5G Smartphones Under 15000:যদি আপনার বাজেট ১৫ হাজার টাকা হয়, আর এই দামে আপনি একটি দুর্দান্ত ৫জি স্মার্টফোনের সন্ধান করে থাকেন তাহলে আজকের এই প্রতিবেদনে আপনার জন্য রয়েছে ২০২৫ সালের সবচেয়ে সেরা পারফরমেন্সের বেশ কয়েকটি স্মার্টফোনের তালিকা। যেগুলির দাম  ১৫০০০ টাকার কম। এখন আপনি মাত্র ১৫ হাজার টাকা খরচ করেই পেয়ে যাবেন সেরা ফিচারের সঙ্গে নজরকাড়া ডিজাইনের ৫জি স্মার্টফোন। দেখুন ২০২৫ সালের ফেব্রুয়ারিতে  ১৫,০০০ টাকার নিচে দুর্দান্ত ৫জি স্মার্টফোনের তালিকা । এই তালিকায় রয়েছে Nothing's CMF Phone 1, Poco M7 Pro 5G এবং অন্যান্য দুর্দান্ত ফোন।

Advertisment

Nothing's CMF Phone 1

Nothing's CMF Phone 1 ১৫ হাজারের মধ্যে সেরা ৫জি স্মার্টফোনের তালিকায় স্থান পেয়েছে একেবারে শীর্ষে। এই স্মার্টফোনটিতে রয়েছে  মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ প্রসেসর। এছাড়াও, আপনি পেয়ে যাবেন ৬.৬৭ ইঞ্চির সুপার অ্যামোলেড স্ক্রিন।  ডিভাইসটিতে একটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাও রয়েছে। কম আলোতেও দুর্দান্ত ফটোগ্রাফির অভিজ্ঞতা পাবেন এই স্মার্টফোনে। পাওয়ারের ব্যাকআপের জন্য এই স্মার্টফোনে রয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি। এই ফোনটি Nothing OS 3.0 অপারেটিং সিস্টেমে কাজ করে।

Poco M7 Pro 5G

Advertisment

Poco M7 Pro 5G বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোনের তালিকায় একটি দুর্দান্ত বিকল্প। Poco M7 Pro 5G মডেলে রয়েছে ৬.৬৭ ইঞ্চির FHD+ AMOLED স্ক্রিন। ডিভাইসটিতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০২৫ আল্ট্রা প্রসেসর। যা পেয়ার করা রয়েছে 8GB RAMএর সঙ্গে।   ফোনটিতে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ২০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে।  পাওয়ার ব্যাকআপের  জন্য, এই স্মার্টফোনে রয়েছে  ৫,১১০mAh ব্যাটারি। পাশাপাশি রয়েছে ৪৫W ফাস্ট চার্জিং সাপোর্ট। এই ফোনটি HyperOS (Android 14) তে রান করে।  

Redmi 13 5G

Redmi 13 5G, মডেলটি Redmi 12 5G এর আপগ্রেডেড ভার্সন। এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ একটি এলসিডি প্যানেল রয়েছে।  মসৃণ স্ক্রোলিং এবং আরও ভালো গেমিং অভিজ্ঞতা প্রদান করে। ক্যামেরা সেটআপের কথা বলতে গেলে, এতে একটি 108MP প্রাইমারি ক্যামেরা রয়েছে। ফোনটিতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। পাশাপাশি আপনি পাবেন ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। এই ফোনটি HyperOS (Android 14) অপারেটিং সিস্টেমে কাজ করে যা MIUI এর চেয়ে দ্রুত এবং মসৃণ।

কাউন্টার থেকে কাটা ট্রেনের টিকিট কীভাবে বাড়িতে বসেই বাতিল করবেন, জানুন ক্যান্সেল, টাকা রিফান্ডের পদ্ধতি

5G smartPhone
Advertisment