Advertisment

এটিএম থেকে টাকা তোলার আগে অবশ্যই এই ভিডিওটি দেখে নিন

টাকা হাতিয়ে নেওয়ার জন্য আপনার এটিএম কার্ডের পিন নম্বর আর সিভিভি নম্বরই যথেষ্ট। তাই এটিএম'এ প্রবেশ করার আগে এই ভিডিওটি একবার দেখে নিন...

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

আগামীদিনে আপনি যখন এটিএম'এ টাকা তুলতে যাবেন, তখন কার্ড মেশিনে ঢোকানোর আগে দেখে নিন মেশিনটি ঠিকঠাক আছে কিনা! বেশ কিছুদিন আগে দিল্লির অর্জুন নগর এলাকায় একটি এটিএমকে চিন্থিত করা হয়েছে। যেখানে লাগানো ছিল কার্ড স্কিমিং টুল এবং লুকোনো ক্যামেরা। উত্তরপ্রদেশের এসপি রাহুল শ্রীবাস্তব একটি ভিডিও টুইটারে শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে, প্রতারকরা আপনার অজান্তে অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়ার জন্য লাগিয়ে রেখেছে কার্ড স্কিমিং টুল ও ক্যামেরা।

Advertisment

আরও পড়ুন: এবার এটিএম থেকে টাকা না বেরোলেই দিতে হবে জরিমানা

যদিও কার্ড স্কিমিং জালিয়াতি ভারতবর্ষে এখন খুবই সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। খুব কম সংখ্যক ইউজারই এখনও পর্যন্ত সচেতন হয়েছে এটিএম কার্ড সংক্রান্ত জালিয়াতি সম্পর্কে। মনে রাখবেন, টাকা হাতিয়ে নেওয়ার জন্য আপনার এটিএম কার্ডের পিন নম্বর আর সিভিভি নম্বরই যথেষ্ট। তাই এটিএম'এ প্রবেশ করার আগে এই ভিডিওটি একবার দেখে নিন...

উল্লেখ্য, দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ অফিসারদের হাতে গ্রেফতার হয় এটিএম জালিয়াতির মূল পাণ্ডা পারভেজ দাগা। তাকে জেরা করায় সে জানায়, এভাবে প্রায় ১০০০-১৫০০ জনের এটিএম কার্ডের তথ্য জেনে নিজের ল্যাপটপ থেকেই টাকা হাতিয়ে নিত সে। সুতরাং, এটিএম ব্যবহারকারীদের নিজেদের কার্ড ব্যবহার করার সময় আরও একটু সতর্ক হতে হবে।

ATM
Advertisment