/indian-express-bangla/media/media_files/2025/07/11/uidai-makes-aadhaar-enrolment-stricter-for-adults-2025-07-11-12-10-54.jpg)
আধারে নিয়মে বিরাট রদবদল!
Aadhaar Rules Tightened: আধার রেজিস্ট্রেশনে নতুন কড়াকড়ি, প্রাপ্তবয়স্কদের জন্য নিয়মে বড়সড় বদল UIDAI-এর
অবৈধ অভিবাসীদের ঠেকাতে এবার আধার কার্ড পেতে হলে আরও কঠোর শর্ত মানতে হবে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) জানিয়েছে, এখন থেকে শুধুমাত্র যাচাইকৃত নথিপত্র ও বৈধ পরিচয়পত্র থাকা প্রাপ্তবয়স্করাই আধার কার্ডের জন্য আবেদন করতে পারবেন।
একটা সময় ছিল যখন একাধিক নথিপত্র ছাড়াই তুলনামূলক সহজে আধার কার্ড মিলত। কিন্তু বর্তমানে এটা আর সম্ভব নয়। কেন্দ্রীয় সরকার আধার ব্যবস্থাকে আরও নিরাপদ, নির্ভুল ও স্বচ্ছ করতে একাধিক কড়া নিয়ম চালু করেছে। বিশেষ করে অবৈধ অভিবাসীদের প্রবেশ ঠেকাতেই এই পদক্ষেপ বলে জানিয়েছে সংশ্লিষ্ট মহল।
সবচেয়ে বড় আপডেট, কবে মহাকাশ থেকে পৃথিবীতে ফিরবেন শুভাংশু শুক্লা?
অনলাইন ডেটাবেস থেকে স্বয়ংক্রিয় যাচাইকরণ
UIDAI-এর তরফে জানানো হয়েছে, আধার তালিকাভুক্তি বা আপডেটের সময় আবেদনকারীর জমা দেওয়া নথিগুলিকে স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা হবে। পাসপোর্ট, রেশন কার্ড, জন্ম শংসাপত্র, দশম শ্রেণীর মার্কশিট—এইসব নথিকে অনলাইন ডেটাবেসের মাধ্যমে মিলিয়ে দেখা হবে।
টুস্টেপ ভেরিফিকেশন
নতুন প্রযুক্তির মাধ্যমে এখন আবেদনকারীর তথ্য মিলিয়ে দেখা হবে ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, MNREGA ডেটা ও বিদ্যুৎ বিলের মতো নথির সঙ্গে। এর ফলে সিস্টেমে জালিয়াতির সুযোগ থাকবে না বলেই দাবি UIDAI-এর।
রাজ্যগুলিকে দায়িত্ব দিল কেন্দ্র
রাজ্য সরকারগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন স্থানীয় স্তরে কঠোর যাচাইকরণ না করে কোনও আবেদন মঞ্জুর না করে। অবৈধ অনুপ্রবেশকারীদের হাত থেকে নাগরিকত্ব রক্ষা করতেই এই পদক্ষেপ।
কোন ৫ সেরা AI অ্যাপে আপনি মাসে হাজার হাজার টাকা আয় করতে পারবেন? কীভাবে? জানুন বিশদে
১৪০ কোটির বেশি আধার ইতিমধ্যেই তৈরি, কড়াকড়ি এখন জরুরি
UIDAI-এর পরিসংখ্যান অনুযায়ী, দেশে ইতিমধ্যেই ১৪০ কোটিরও বেশি আধার কার্ড তৈরি হয়েছে। এর মধ্যে অনেকেই হয়তো আর জীবিত নেই। এখন নবজাতকদেরও জন্মের পরপরই আধার দেওয়া হচ্ছে। ফলে নতুন প্রাপ্তবয়স্কদের জন্য কঠোরতা অপরিহার্য বলেই মনে করছে সরকার। যদিও আধার আইনের ৯ নম্বর ধারা অনুযায়ী আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়, তবুও সরকার স্পষ্ট করে দিয়েছে যে, ভবিষ্যতে আধার শুধুমাত্র ভারতীয় নাগরিকদের জন্যই সীমিত থাকবে। অবৈধ অভিবাসীদের আর এই পরিচয়পত্র পাওয়ার সুযোগ থাকবে না।