মাত্র ১টাকার এসি! অবিশ্বাস্য অফার নিয়ে হাজির নামি ব্র্যান্ড, হাজার হাজার সাশ্রয়ের বিরাট সুযোগ

জিএসটি হারে বড় পরিবর্তন এনে উৎসবের মরশুমে গ্রাহকদের জন্য সুখবর দিল কেন্দ্র। ২২ সেপ্টেম্বর থেকে এয়ার কন্ডিশনারের উপর নতুন জিএসটি হার কার্যকর হতে চলেছে। বর্তমানে এসির উপর ২৮ শতাংশ জিএসটি প্রযোজ্য থাকলেও ২২ তারিখ থেকে তা কমে হবে ১৮ শতাংশ।

জিএসটি হারে বড় পরিবর্তন এনে উৎসবের মরশুমে গ্রাহকদের জন্য সুখবর দিল কেন্দ্র। ২২ সেপ্টেম্বর থেকে এয়ার কন্ডিশনারের উপর নতুন জিএসটি হার কার্যকর হতে চলেছে। বর্তমানে এসির উপর ২৮ শতাংশ জিএসটি প্রযোজ্য থাকলেও ২২ তারিখ থেকে তা কমে হবে ১৮ শতাংশ।

author-image
IE Bangla Tech Desk
New Update
Air Conditioner Stabilizer

এয়ার কন্ডিশনার এখন আর শখ বা বিলাসিতা নয়। বিশ্ব উষ্ণায়নের জেরে এসি এখন সাধারণের কাছে অপরিহার্য্য হয়ে দাঁড়িয়েছে।

জিএসটি হারে বড় পরিবর্তন এনে উৎসবের মরশুমে গ্রাহকদের জন্য সুখবর দিল কেন্দ্র। ২২ সেপ্টেম্বর থেকে এয়ার কন্ডিশনারের উপর নতুন জিএসটি হার কার্যকর হতে চলেছে। বর্তমানে এসির উপর ২৮ শতাংশ জিএসটি প্রযোজ্য থাকলেও ২২ তারিখ থেকে তা কমে হবে ১৮ শতাংশ। ফলে গ্রাহকরা নতুন এসি কিনলে প্রতি ইউনিটে সর্বোচ্চ ৪ হাজার টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারবেন। সরকারের এই সিদ্ধান্তে চাঙ্গা হয়েছে এসির বাজার।

Advertisment

Solar Energy: সূর্য থেকে পৃথিবীতে কত তাপ পৌঁছায়, যদি সমস্ত শক্তি আসে তবে কী হতে পারে জানেন?

নতুন হার কার্যকর হওয়ার আগেই বিভিন্ন সংস্থা এবং ডিলাররা প্রি-বুকিং শুরু করে দিয়েছে। ব্লু স্টার ও হায়ার ইতিমধ্যেই মাত্র ১ টাকায় এসির প্রি-বুকিং চালু করেছে। পাশাপাশি রয়েছে ১০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক, ইনভার্টার স্প্লিট এসির ক্ষেত্রে বিনামূল্যে ইনস্টলেশন, গ্যাস চার্জিং-সহ ৫ বছরের ওয়ারেন্টি এবং সহজ ইএমআই সুবিধা।

Advertisment

কোম্পানির দাবি, জিএসটি কমার কারণে ১.৬ টন ৫ স্টার  এসির দাম ৩,৯০৫ টাকা এবং ১ টন ৩ তারকা এসির দাম ২,৫৭৭ টাকা পর্যন্ত কমছে। বুকিং উইন্ডো ১০ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ২১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

অবশেষে.....! BSNL 5G নিয়ে সবচেয়ে বড় আপডেট

অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সভাপতিত্বে জিএসটি কাউন্সিল সম্প্রতি জিএসটির ৪টি স্ল্যাব কমিয়ে ২টিতে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে হার হবে ৫ শতাংশ এবং ১৮ শতাংশ। এদিকে, ব্লু স্টারের এমডি বি থিয়াগরাজন জানিয়েছেন, প্রি-বুকিংয়ে গ্রাহকদের অভূতপূর্ব সাড়া মিলছে। তবে ২২ সেপ্টেম্বর নতুন জিএসটি হার কার্যকর হওয়ার পরেই ইনভয়েস তৈরি করা হবে বলে সংস্থা জানিয়েছে।

Air Conditioner