/indian-express-bangla/media/media_files/2025/05/08/uY98i1HjIl564WfcIWpp.jpg)
সঠিক উচ্চতায় এসি লাগানো জরুরি
AC Installation Tips in Bengali: ঘর ঠিক মত ঠান্ডা হচ্ছে না? ইনস্টলেশনের সময় এই ভুলটি করেন নি তো? আজই সতর্ক হোন। না হলে ভুগতে হবে গোটা গরমকালটাই। আজকের এই প্রতিবেদনে জানুন এসি মেশিন ইন্সটলেশনের সময় সঠিক উচ্চতা কত হওয়া উচিত?
গ্রীষ্মকাল মানেই রোদের তেজে হাঁসফাঁস দশা। গরমে ইতিমধ্যে দক্ষিণ বঙ্গে জেলায় জেলায় পারদ চড়তে শুরু করেছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে অনেকেই এসি কেনার কথা ভাবছেন এই দাবদাহের হাত থেকে রেহাই পেতে।
গরমে 'হাইটেক কুলিং' পেতে ভরসা পোর্টেবেল AC, 'প্লাগ ইনে'ই মিলবে দুর্দান্ত শীতলতা!
এসি ইন্সটলেশনের সময় কিছু ভুলের কারণে গরমে এসি সেভাবে ঘর ঠান্ডা করতে পারে না। প্রচন্ড দাবদাহে আপনি যদি হাড় কাঁপানো ঠান্ডা পেতে চান তাহলে এসি ইন্সটলেশনের সময় এই বিষয়টির যথাযথ খেয়াল রাখাটা জরুরি।গরম পড়তেই বাড়ছে এসির চাহিদা। কিন্তু অনেকেই বাড়িতে বাড়িতে স্প্লিট বা উইন্ডো এসি লাগানোর সময় ইনস্টলেশনের ক্ষেত্রে বড়সড় কিছু ভুল ভ্রান্তি করে ফেলেন ফলে ঠিকমত এসি কাজ করতে পারে না।
সঠিক উচ্চতায় এসি না লাগালে কী ক্ষতি হতে পারে?
বিশেষজ্ঞদের মতে, যদি এসি সঠিক উচ্চতায় ইনস্টল না করা হয়, তাহলে এসি পুরো ঘরে ঠান্ডা বাতাস ছড়িয়ে দিতে পারে না। ফলে এসি দীর্ঘক্ষণ চালানোর ফলেও ঘর সেভাবে ঠান্ডা হয় না। যার ফলে বিদ্যুৎ খরচ বেড়ে যায়, এবং আপনি কাঙ্ক্ষিত কুলিং পাবেন না। এছাড়াও, ভুল উচ্চতায় ইনস্টল করা এসি লোড বেশি নেয়, যা দীর্ঘমেয়াদে যন্ত্রাংশের ওপর চাপ সৃষ্টি করে। এর ফলে এসির কর্মক্ষমতা কমে যেতে পারে।
প্রতি কিলোমিটারে খরচ মাত্র ১০ পয়সা! সস্তা সেরা স্কুটারে একচার্জে জয়নগর to জগন্নাথ ধাম
বিভিন্ন এসি প্রস্তুতকারক সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে ইন্সটলেশন সংক্রান্ত গাইড লাইন দেওয়া থাকে। স্যামসাংয়ের অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে:
- যদি ঘরের উচ্চতা ১০ ফুট হয়, তাহলে:
- স্প্লিট এসি: মেঝে থেকে ৭ থেকে ৮ ফুট উচ্চতায় লাগানো উপযুক্ত
- উইন্ডো এসি: মেঝে থেকে ৩ থেকে ৪ ফুট উচ্চতা সর্বোত্তম
- ঘরের উচ্চতা যদি ১০ ফুটের কম হয়, সেক্ষেত্রে এসিকে কিছুটা নিচে ইনস্টল করা উচিত যাতে ঠান্ডা বাতাস সমানভাবে ঘরে ছড়াতে পারে।
সঠিক ইনস্টলেশনের জন্য কিছু দুর্দান্ত টিপস (AC Installation Tips in Bengali):
- উচ্চতা সঠিক থাকলে শীতলতা দ্রুত ও সমানভাবে ঘরের প্রতিটি কোণে ছড়িয়ে পড়ে।
- ভুল উচ্চতায় এসি লাগালে কুলিং সেভাবে হয় না ও বিদ্যুৎ বিল বাড়ে
- ফোর-স্টার বা ফাইভ-স্টার এনার্জি রেটিংযুক্ত এসি নিন
- ইনস্টলেশনের আগে ঘরের বায়ু চলাচলের দিকটা ভালো ভাবে খেয়াল রাখুন।
স্প্লিট এসি হোক বা উইন্ডো এসি, সঠিক উচ্চতায় ইনস্টলেশনই নিশ্চিত করবে দুর্দান্ত শীতলতা ও এসির কার্যক্ষমতা। তাই নতুন এসি কেনার পর ইনস্টলেশনের সময় নিজে উপস্থিত থেকে টেকনিশিয়ানকে সঠিক পরামর্শ দিন। এতে আপনি গরমেঠান্ডা হাওয়ার পাশাপাশি ও সাশ্রয়ের পূর্ণ স্বাদ পাবেন।
মুহূর্তে কমান বাড়ির বিদ্যুৎ বিল, ঝটপট জানুন এই সিক্রেট পদ্ধতি