small family cars: পুজোর স্টক রেডি! সস্তার ফ্যামিলি কারে ধামাকা অফারে পান সেরা মাইলেজ

small family cars: পুজোয় পরিবারের জন্য নতুন গাড়ি কেনার পরিকল্পনা করছেন? গাড়ি কেনার সময় যে বিষয়টিতে মানুষজন প্রথমেই নজর দেন তা হল বাজেট ও সিকিউরিটি। সেই সঙ্গে মধ্যেবিত্ত পরিবারের কাছে মাইলেজ ও মেন্টেনেন্স কস্টও একটা বড় বিষয়।

small family cars: পুজোয় পরিবারের জন্য নতুন গাড়ি কেনার পরিকল্পনা করছেন? গাড়ি কেনার সময় যে বিষয়টিতে মানুষজন প্রথমেই নজর দেন তা হল বাজেট ও সিকিউরিটি। সেই সঙ্গে মধ্যেবিত্ত পরিবারের কাছে মাইলেজ ও মেন্টেনেন্স কস্টও একটা বড় বিষয়।

author-image
IE Bangla Tech Desk
New Update
Ambassador Car 1

ফ্যামিলি কারে ধামাকা অফারে পান সেরা মাইলেজ

small family cars: পুজোয় পরিবারের জন্য নতুন গাড়ি কেনার পরিকল্পনা করছেন? গাড়ি কেনার সময় যে বিষয়টিতে মানুষজন প্রথমেই নজর দেন তা হল বাজেট ও সিকিউরিটি। সেই সঙ্গে মধ্যেবিত্ত পরিবারের কাছে মাইলেজ ও মেন্টেনেন্স কস্টও একটা বড় বিষয়। ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে গাড়ি নির্মাতা সংস্থাগুলি বাজারে আনছে এমন কিছু সাশ্রয়ী মডেল যেগুলি মধ্যবিত্ত পরিবারের জন্য একেবারে পারফেক্ট। এই মডেলগুলি একদিকে যেমন বাজেটে ফিট তেমনই মিলবে আরামদায়ক ভ্রমণের দুর্দান্ত অভিজ্ঞতা।

মারুতি সুজুকি ব্যালেনো

Advertisment

পেট্রোল গাড়ির সেগমেন্টে মারুতি সুজুকি ব্যালেনো দীর্ঘদিন ধরেই অন্যতম নির্ভরযোগ্য বিকল্প।  এতে রয়েছে ১.২ লিটার পেট্রোল ইঞ্জিন, যা প্রায় ২২ কিমি প্রতি লিটার মাইলেজ দিতে সক্ষম। প্রতিদিন শহরে স্বল্প দূরত্বে যাতায়াতের জন্য গাড়িটি নিঃসন্দেহে দুর্দান্ত। গাড়িটির অভ্যন্তরে রয়েছে প্রশস্ত কেবিন ও ভালো বুট স্পেস। নিরাপত্তার জন্য থাকছে ডুয়াল এয়ারব্যাগ, ABS, রিয়ার এসি ভেন্ট ও টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম। এর প্রারম্ভিক এক্স-শোরুম মূল্য ৬.৭৫ লক্ষ টাকা।

টাটা টিয়াগো সিএনজি

যারা কম বাজেটে দুর্দান্ত মাইলেজের সেরা গাড়ির সন্ধান করছেন তাদের জন্য বেস্ট অপশন টাটা টিয়াগো সিএনজি।  এতে রয়েছে ১.২ লিটার পেট্রোল + সিএনজি ইঞ্জিন, যা ২৮-৩০ কিমি/কেজি মাইলেজ দিতে সক্ষম। নিরাপত্তার জন্য রয়েছে ডুয়াল এয়ারব্যাগ, ABS এবং রিয়ার পার্কিং সেন্সর। এর দাম শুরু হচ্ছে ৬.৬০ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে।

এমজি কমেট ইভি

Advertisment

যারা জ্বালানির ঝামেলা এড়িয়ে বৈদ্যুতিক গাড়িতে বিনিয়োগ করতে চান, তাদের জন্য এমজি কমেট ইভি উপযুক্ত। ছোট আকারের হলেও চারজন যাত্রী অনায়াসেই আরামে ভ্রমণ করতে পারবেন। একবার চার্জে প্রায় ২৩০ কিমি রেঞ্জ দিতে সক্ষম।বাড়িতে চার্জ করার সুবিধা থাকায় শহুরে ব্যবহারের জন্য বিশেষভাবে কার্যকর। বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে বড় টাচস্ক্রিন, ডিজিটাল স্পিডোমিটার ও উন্নত সংযোগ প্রযুক্তি। ভর্তুকির পরে এর প্রারম্ভিক এক্স-শোরুম মূল্য ৬.৯৯ লক্ষ টাকা।

উৎসবের মরসুমে স্মার্টফোনে ধামাকা অফার! বছরের সেরা ডিল, তৈরি তো?

Car