Amazon Puja Offer: উৎসবের মরসুমে স্মার্টফোনে ধামাকা অফার! বছরের সেরা ডিল, তৈরি তো?

Amazon Puja Offer: উৎসবের মরশুমে অনলাইন কেনাকাটার বাজার আবারও জমে উঠছে। অ্যামাজন ঘোষণা করল তাদের সবচেয়ে বড় সেল— গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল ২০২৫। ইতিমধ্যেই একটি ডেডিকেটেড মাইক্রোসাইট লাইভ হয়েছে

Amazon Puja Offer: উৎসবের মরশুমে অনলাইন কেনাকাটার বাজার আবারও জমে উঠছে। অ্যামাজন ঘোষণা করল তাদের সবচেয়ে বড় সেল— গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল ২০২৫। ইতিমধ্যেই একটি ডেডিকেটেড মাইক্রোসাইট লাইভ হয়েছে

author-image
IE Bangla Tech Desk
New Update
cAmazon Sell

উৎসবের মরসুমে স্মার্টফোনে ধামাকা অফার! বছরের সেরা ডিল নিতে তৈরি তো?

Amazon Puja Offer: উৎসবের মরসুমে স্মার্টফোনে ধামাকা অফার! বছরের সেরা ডিল নিতে তৈরি তো? 

Advertisment

উৎসবের মরশুমে অনলাইন কেনাকাটার বাজার আবারও জমে উঠছে। অ্যামাজন ঘোষণা করল তাদের সবচেয়ে বড় সেল— গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল ২০২৫। ইতিমধ্যেই একটি ডেডিকেটেড মাইক্রোসাইট লাইভ হয়েছে, যেখানে ব্যাঙ্ক অফার, প্রাইম মেম্বারদের জন্য আগাম অ্যাক্সেস এবং দুর্দান্ত ডিলের ঘোষণা করা হয়েছে। 

পুজোর আগে সেরা চমক! ক্লাসিক ইলেকট্রিক স্কুটারে বাজারে তোলপাড়, জানুন মাইলেজ থেকে দাম

Advertisment

যদিও সেলের সঠিক তারিখ এখনও প্রকাশ করা হয়নি, স্পষ্টভাবে বোঝা যাচ্ছে স্মার্টফোনই এবারের প্রধান আকর্ষণ। Samsung ইতিমধ্যেই তাদের Galaxy S25 সিরিজে "বছরের সবচেয়ে বড় ডিল" নিশ্চিত করেছে। এছাড়াও Galaxy Z Fold 6, Galaxy S24 Ultra, Apple iPhone 15, OnePlus 13 সিরিজ, iQOO 13 এবং নতুন Vivo V60 ফোনে থাকছে বড়সড় ছাড়।

শুধু স্মার্টফোন নয়, টিভি, ল্যাপটপ এবং স্মার্ট ডিভাইসেও থাকছে বিপুল অফার। LG, Sony, Samsung এবং Xiaomi-র স্মার্ট টিভি ৬৫% পর্যন্ত ছাড়ে এবং অ্যামাজনের নিজস্ব Echo, Fire TV ও Kindle ৫০% পর্যন্ত ছাড়ে পাওয়া যাবে।

ব্যাঙ্ক অফারের মধ্যে SBI ক্রেডিট, ডেবিট ও EMI ট্রান্সঅ্যাকশনে থাকছে ১০% তাৎক্ষণিক ছাড়। এক্সচেঞ্জ ডিল ও নো-কস্ট EMI অফারও থাকবে, যার ফলে প্রিমিয়াম ডিভাইস কেনা আরও সহজ হবে।

জিওর সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান: ৩৩৬ দিনের জন্য সবকিছুই বিনামূল্যে!

এবার সেলে ফ্লিপকার্টও পিছিয়ে নেই। প্ল্যাটফর্মের বিগ বিলিয়ন ডেজ ২০২৫ সেল ১৫ থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে বলে জানা গিয়েছে। তাই এবারের উৎসব মরশুমে অনলাইনে শুরু হতে চলেছে প্রবল প্রতিযোগিতা।

amazon