/indian-express-bangla/media/media_files/2025/06/30/ai-robot-football-match-2025-06-30-14-51-04.jpg)
বিশ্বের প্রথম এআই ফুটবল ম্যাচ
AI Robot Football Match: বিশ্বের প্রথম এআই ফুটবল ম্যাচ! অবাক করা ফলাফল চমকে দিতে বাধ্য। ভবিষ্যতে রোবোটিক 'খেলাধুলার' জগতে ইতিহাসের সূচনা করতে চলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)! এই অনন্য এই টুর্নামেন্টের উদ্দেশ্য ছিল রোবটগুলির ভারসাম্য, তত্পরতা এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা পরীক্ষা করা।
প্লাস্টিকের তুলনায় কাচের বোতলে জল খাওয়া নিরাপদ? চমকে দেবে নয়া এই গবেষণা
প্রযুক্তির জগতে এক নতুন অধ্যায় লিখল চিন। প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো 'মানবশূন্য AI-চালিত রোবটিক' ফুটবল ম্যাচ। হুবহু মানুষের মতই এই AI রোবটরা ময়দান দাপিয়ে বেড়াল। কালো ও বেগুনি জার্সি পরে মাঠে নামে বিশেষ এই AI রোবট। পুরো খেলাটি পরিচালিত হয় সম্পূর্ণরূপে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-র মাধ্যমে, কোনও রকমের মানুষের নিয়ন্ত্রণ ছাড়াই পরিচালিত হয় বিশেষ এই ফুটবল ম্যাচ। ম্যাচটি হয় ২০ মিনিটের।– প্রতি অর্ধে ১০ মিনিট করে খেলা হয়। খেলাটি বিনোদনের উদ্দেশ্যে ছিল না, বরং AI রোবটদের ভারসাম্য, গতি, ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যাচাই করাই ছিল মূল লক্ষ্য।
প্লাস্টিকের তুলনায় কাচের বোতলে জল খাওয়া নিরাপদ? চমকে দেবে নয়া এই গবেষণা
AI রোবটদের বিশেষত্ব
ম্যাচ চলাকালীন রোবটগুলিকে মানুষের মতো আচরণ করতে দেখা যায়।গোলের পরে রোবটদের সেলিব্রেশন করতে দেখা যায় — হাত তুলে উল্লাসের ছবি ধরা পড়ে! রোবটগুলির মধ্যে উন্নত ভিজ্যুয়াল সেন্সর প্রযুক্তি ছিল, যেগুলি নিজেরাই বলকে শনাক্ত করে নিজে থেকেই দৌড়াতে সক্ষম। মাঠে পড়ে গিয়েও নিজের পায়ে উঠে দাঁড়ানোরও ক্ষমতা ছিল এই হিউম্যানয়েডদের। তবে কিছু রোবট ম্যাচ চলাকালীন পড়ে গিয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে বাধ্য হয়।
এই অনন্য ম্যাচে চিনের প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে। সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের ‘ভলকান’ দল এই AI ফুটবল চ্যাম্পিয়নশিপ জেতে। সংবাদ সংস্থা AP-কে আয়োজকরা জানিয়েছেন, “রোবটদের কোনও হস্তক্ষেপ ছাড়াই কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সম্পূর্ণ পরিচালিত করার অভিজ্ঞতা অর্জনেই এই উদ্যোগ।”
বিরাট দুর্ঘটনা থেকে কোনওমতে রেহাই, জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানের, কলকাতা বিমানবন্দরে হুলস্থূল
কারা তৈরি করেছে এই রোবট?
এই উন্নত রোবটগুলি তৈরি করেছে Booster Robotics নামের একটি সংস্থা। সংস্থার CEO চেং হাও জানান, “ফুটবল মাঠ হচ্ছে হিউম্যানয়েড রোবটের জন্য সবচেয়ে বাস্তব ও উপযুক্ত পরীক্ষাগার। এখানে সফ্টওয়্যার, হার্ডওয়্যার ও অ্যালগরিদম একসঙ্গে কাজ করে।” এই ম্যাচকে ভবিষ্যতের রোবোটিক স্পোর্টসের 'এক ঝলক' হিসাবেই মনে করা হচ্ছে।