Air Conditioner Buying Tips: গরমে নতুন এসি কিনবেন? জানুন কোন কোন বিষয় মাথায় রাখবেন, নাহলে ভোগান্তির শেষ থাকবে না

Air Conditioner Buying Tips: আজকাল বিশেষ করে গরমের সময়ে Air Conditioner কিংবা এসি মেশিন কেনার হিড়িক তুমুলভাবে বেড়ে যায়। ইলেক্ট্রনিক্স সামগ্রীর শোরুমগুলিতে AC কিনতে উপচে পড়া ভিড় চোখে পড়ে ক্রেতাদের।

Air Conditioner Buying Tips: আজকাল বিশেষ করে গরমের সময়ে Air Conditioner কিংবা এসি মেশিন কেনার হিড়িক তুমুলভাবে বেড়ে যায়। ইলেক্ট্রনিক্স সামগ্রীর শোরুমগুলিতে AC কিনতে উপচে পড়া ভিড় চোখে পড়ে ক্রেতাদের।

author-image
IE Bangla Tech Desk
New Update
AC Buying Guide

Split নাকি Window, কোনটা নেবেন সেটাও ঠিক করুন

Air Conditioner Buying Tips: আজকাল বিশেষ করে গরমের সময়ে Air Conditioner কিংবা এসি মেশিন কেনার হিড়িক তুমুলভাবে বেড়ে যায়। ইলেক্ট্রনিক্স সামগ্রীর শোরুমগুলিতে AC কিনতে উপচে পড়া ভিড় চোখে পড়ে ক্রেতাদের। তবে এসি কেনার আগে কিছু বিষয় জেনে নেওয়া একান্তভাবে জরুরি। তা না হলে পস্তাতে হতে পারে। বিশেষ করে যারা এসি কিনবেন ভাবছেন, তাঁদের জন্য এই বিশেষ প্রতিবেদন বেশ কাজে দিতে পারে।

Advertisment

এসি কেনার আগে বেশ কিছু বিষয়ের খেয়াল রাখাটা বিশেষ গুরুত্বপূর্ণ। তার আগে জেনে নিন বাজারে সাধারণৎ তিন ধরণের এসি আছে - একটি হল উইন্ডো এসি, দ্বিতীয়টি হল স্প্লিট এসি এবং তৃতীয়টি হল পোর্টেবল এসি। বাজেট এবং চাহিদা অনুসারে দেখে নিন কোন এসিটি আপনার জন্য একেবারে পারফেক্ট। 

পরের যে বিষয়টি মাথায় রেখা দরকার তা হল  এসির শক্তি দক্ষতা রেটিং (EER)। সর্বদা ৫ স্টার রেটিং সহ এসি কেনার চেষ্টা করুন। যাতে আপনার বিদ্যুৎ খরচ কমবে। ৩ স্টার এবং ৫ স্টার রেটিং এর মধ্যে ৫ স্টার রেটিং সবচেয়ে বেশি বিদ্যুৎ সাশ্রয় করে। আর একটা কথা মাথায় রাখা দরকার এসির রেটিং যত ভালো হবে, তার দাম তত বেশি হবে। যদি আপনার বাজেট সমস্যা থাকে তাহলে আপনি ৪ স্টার রেটিং সহ একটি এসি বেছে নিতে পারেন ।

AC কেনার আগে আপনার বাজেটটা ঠিক করে নিন।  বাজারে এখন ফিচার্স অনুসারে অনেক মডেল রয়েছে। আপনাকে আপনার বাজেট অনুসারে এসি বেছে নিতে হবে। 

Advertisment

এসি কেনার সময় ঘরের সাইজ়টা অবশ্যই মাথায় রাখবেন। ঘরের আকার অনুসারে আপনি কত টনের এসি মেশিন কিনবেন তা নির্ভর করছে। ঘরের সাইজ যদি ছোট হয় তাহলে ১টন, স্বাভাবিক ঘরের ক্ষেত্রে ১.৫ টন আর বড় মাপের ঘরের ক্ষেত্রে ২টন এসি বেছে নিতে হবে। 

সবচেয়ে সস্তার 'লাইট ওয়েট' ল্যাপটপ, বাজার কাঁপিয়ে খেলা ঘোরালো মুকেশ আম্বানি

Split নাকি Window, কোনটা নেবেন সেটাও ঠিক করুন

Split বা Window AC-র মধ্যে বিরাট কিছু একটা ফারাক নেই। তবে উইন্ডো এসি অনেকটা কম দামে পাওয়া যায়, স্প্লিট এসি ততটাও কমে মেলে না। আবার স্প্লিট এসি আপনি যেখানে খুশি বসাতে পারেন, যেটা উইন্ডো এসি-র ক্ষেত্রে আপনি পাবেন না। বাজেট, রুমের ক্যাপাসিটি এবং বাজেটের কথা মাথায় রেখে পছন্দসই এসি বাছুন।

AC ক্রয় করলেই যে আপনার এবং সেলসম্যানের সব দায়িত্ব শেষ, তা কিন্তু নয়। তার কারণ, এসি মেশিনকে  ঠিকঠাক রাখতে আপনাকে নির্দিষ্ট সময় অন্তর সার্ভিসিংও করতে হবে।  কখনও কিছু সমস্যা হলে আপনার এসি মেশিন রিপেরায়িং-ও করতে হতে পারে। যে কোম্পানির এসি কিনবেন তার পার্টস বাজারে উপলব্ধ কিনা এবং বিক্রয়ের পরবর্তী সার্ভিস কেমন তা দেখে তবেই নিজের পছন্দের এসি নির্বাচন করুন। 

ইনভার্টার নাকি নন ইনভার্টার প্রযুক্তির এসি মেশিন কিনবেন সেটা ঠিক করাটাও জরুরি। ইনভার্টার প্রযুক্তিযুক্ত এসিগুলি সাধারণ এয়ার কন্ডিশনারের তুলনায় বেশি শক্তি সাশ্রয়ী হয়ে থাকে। এর অর্থ হল ইনভার্টার এসির 
বিদ্যুৎ খরচ কমায়।

এসি ইনস্টলেশন এবং রক্ষণাবেক্ষণ
পেমেন্টের আগে এসি ইনস্টলেশনের খরচ এবং প্রক্রিয়া জেনে নিন। এছাড়াও, এসির নিয়মিত রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তাগুলি বুঝে নিন। পরিষেবার খরচ কত হবে তাও জেনে নিন।

এসি রেটিং
বিভিন্ন এসি মডেলের রেটিং দেখে তবেই নিজের জন্য সেরা এসিটি বেছে নিন। এর ফলে এসির গুণমান সম্পর্কে আরও ভাল ধারণা পেতে পারেন। 

Air Conditioner