JioBook Laptop: সবচেয়ে সস্তার 'লাইট ওয়েট' ল্যাপটপ, বাজার কাঁপিয়ে খেলা ঘোরালো মুকেশ আম্বানি

Laptop under 15000: এখন ল্যাপটপ কেনার জন্য আর বেশি টাকা খরচ করার দরকার নেই। মাত্র ১২,৯৯০ টাকাতেই পেয়ে যান সাধের ল্যাপটপ। বাম্পার অফারে তোলপাড় ফেলল জিও।

Laptop under 15000: এখন ল্যাপটপ কেনার জন্য আর বেশি টাকা খরচ করার দরকার নেই। মাত্র ১২,৯৯০ টাকাতেই পেয়ে যান সাধের ল্যাপটপ। বাম্পার অফারে তোলপাড় ফেলল জিও।

author-image
IE Bangla Tech Desk
New Update
Laptop under 15000

সবচেয়ে সস্তার ল্যাপটপ, খেলা ঘোরালো মুকেশ আম্বানি! Photograph: (ফাইল চিত্র)

JioBook Price and Feature: সবচেয়ে সস্তার ল্যাপটপ, খেলা ঘোরালো মুকেশ আম্বানি! এখন ল্যাপটপ কেনার জন্য আর বেশি টাকা খরচ করার দরকার নেই। মাত্র ১২,৯৯০ টাকাতেই পেয়ে যান সাধের ল্যাপটপ। বাম্পার অফারে তোলপাড় ফেলল জিও।  

Advertisment

নতুন ল্যাপটপ কিনবেন ভাবছেন, কিন্তু বাজেট নিয়ে চিন্তিত?  চিন্তা ছাড়ুন। মুকেশ আম্বানি আপনার জন্য নিয়ে এসেছে এক দুর্দান্ত অফার। এখন সবচেয়ে সস্তার ল্যাপটপ বিক্রি করছে জিও। এই ল্যাপটপের জন্য আপনাকে ১৫ হাজার টাকাও খরচ করার দরকার নেই। মাত্র ১২,৯৯০ টাকাতেই হবে এবার স্বপ্নপুরণ। 


মুকেশ আম্বানি আপনার জন্য নিয়ে এসেছে ১৫,০০০ টাকারও কম দামের একটি সস্তার ল্যাপটপ। ইতিমধ্যে যা বাজারে আলোড়ণ ফেলেছে। JioBook 11 ল্যাপটপটি আপনি এখন সহজেই ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart, Amazon এবং Jio Mart থেকে কিনতে পারবেন।

সর্বকালের সেরা প্ল্যান, এক রিচার্জে তিনজন পান সীমাহীন কল, ইন্টারনেট, ধুঁয়াধার ধামাকায় বাজার বিস্ফোরণ

Advertisment

এই ল্যাপটপটি Amazon এবং Flipkart-এ ১২,৯৯০ টাকায় বিক্রি হচ্ছে, যেখানে Jio Mart-এ এই ডিভাইসটি ১২,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। আপনি ব্যাংক কার্ড-এ পেমেন্টে পেয়ে যান অতিরিক্ত ডিসকাউন্ট।  

Amazon-এ, আপনি ICICI, HDFC, Axis Bank, Bank of Baroda, Punjab National Bank, One Card, RBL Bank, DBS Bank, Yes Bank কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ১৫০০ টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারবেন।

Flipkart-এ, আপনি SBI ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ১৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাচ্ছেন, যেখানে Flipkart Axis Bank ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ৫% ক্যাশব্যাক পাবেন।  পাশাপাশি অ্যামাজন আপনাকে দিচ্ছে ৬৩০ টাকা প্রতি মাসে এবং ফ্লিপকার্টে আপনাকে দিচ্ছে ৪৫৭ টাকা প্রতি মাসের ইএমআইতে এই ল্যাপটপ কেনার দুর্দান্ত সুবিধা।

JioBook ল্যাপটপ: জেনে নিন ফিচার্স 
ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই সহ এই ল্যাপটপে MediaTek MT 8788 অক্টা-কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই ডিভাইসে, কোম্পানি 4 জিবি র‍্যাম এবং 64 জিবি স্টোরেজ দিয়েছে যা আপনি এসডি কার্ডের সাহায্যে 256 জিবি পর্যন্ত বাড়াতে পারবেন। এই কম্প্যাক্ট ল্যাপটপের ওজন মাত্র ৯৯০ গ্রাম, অর্থাৎ ১ কিলোগ্রামেরও কম। এই ডিভাইসটিতে স্টেরিও স্পিকারের সাথে অ্যান্টি-গ্লেয়ার এইচডি ডিসপ্লে রয়েছে। ওয়্যারলেস প্রিন্টিং সাপোর্ট সহ আসা এই ল্যাপটপটি ৮ ঘন্টারও বেশি ব্যাটারি লাইফ অফার করে।

এছাড়াও এই বাজেটে আপনি ASUS Chromebook এবং Primebook 4G এর মতো ল্যাপটপও পাবেন। এই মডেলগুলির দাম যথাক্রমে ১৪,৯৯০ টাকা (Asus) এবং ১২,৯৯০ টাকা (PrimeBook)।

jio