/indian-express-bangla/media/media_files/2025/06/02/EmBeTyQbxlc3Z5nnSrUP.jpg)
AC Bill: লম্বা-চওড়া বিদ্যুৎ বিলের জন্যই অনেকে এসি চালাতে ভয় পান। (ছবি- প্রতীকী)
AC power technology: বর্তমানে রাজ্যজুড়ে তাপপ্রবাহ চলছে। প্রচণ্ড গরমে সবার হাঁসফাঁস দশা। এই পরিস্থিতিতে গরম থেকে মুক্তি পেতে সবাই এসি চাইছে। সেই কারণে এসি বিক্রির সংখ্যা বেড়েছে। বিভিন্ন বাড়িতে এসি বসছে। কিন্তু, তারই মধ্যে গ্রাহকদের মনে একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে, এসে আবার লম্বা-চওড়া বিল আসবে না তো? সেই কারণেই জেনে নিন যে প্রতিঘণ্টার এসিতে ঠিক কত টাকা বিদ্যুতের বিল আসতে পারে।
এসিতে বিদ্যুতের বিল
এমনিতে প্রতিঘণ্টার এসিতে বিদ্যুৎ বিল ঠিক কত টাকা হতে পারে, সে ব্যাপারে অনেকেরই আন্দাজ নেই। তবে, খরচটা যথেষ্ট বেশি বলেই সবার ধারণা। চলুন এবার সেটা দেখে নেওয়া যাক। এমনিতে এসির ওজন ঘরের ওপর আয়তনের ওপর নির্ভর করে। যেমন ঘর, তেমনই এসি দরকার। আর, বড় আয়তনের এসিতে বিদ্যুৎ খরচ বেশি হওয়ার কথা। তবে, সবটাই নির্ভর করছে বাইরের তাপমাত্রার ওপর। সেই হিসেবে গরমের গড় তাপমাত্রার দিকে নজর রাখা দরকার।
সাধারণত, দেড় টন ওজনের এসিই বেশি লোকজন কেনেন। তবে, বেশিরভাগ লোকই বিদ্যুৎ খরচের ভয়ে সারারাত এসি চালান না। সেই হিসেবে ১.৫ টনের স্প্লিট এসি ৮ ঘণ্টা চালানোর হিসেব দেখে নেওয়া যাক। হিসেব কষে দেখা গিয়েছে, ৮০% এনার্জি কনজিউম অপশনে প্রথম ১ ঘণ্টায় ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ খরচ হয়। ৪ ঘণ্টা চালালে বিদ্যুৎ খরচ হয় ৫০০ ওয়াট। ৩ ঘণ্টা চালালে বিদ্যুৎ খরচ হয় ২০০ ওয়াট। ৮ ঘণ্টা দেড় টনের এসি চালালে বিদ্যুৎ খরচ হয় ৩.৩ থেকে ৪ ইউনিট।
আরও পড়ুন- পুরুষ বন্ধ্যাত্বে বিপ্লব! ল্যাবে তৈরি স্পার্মে মিলল সন্তান জন্মের সম্ভাবনা
পুরোনো এসি ৮ ঘণ্টা চালালে বিদ্যুৎ খরচ হতে পারে ২,০০০ থেকে ২,৫০০ মেগাওয়াট। তাতে মোট খরচ হয় প্রায় ২০ ইউনিট। বাড়িতে ৮ ঘণ্টা হিসেবে দিনপ্রতি এসিতে ৪-৫ ইউনিট বিদ্যুৎ খরচ হয়। এবার ইউনিট প্রতি বিদ্যুৎ খরচের দাম ওই ইউনিটের সঙ্গে গুণ করলেই বেরিয়ে আসবে এসিতে দিনপ্রতি কত খরচ হচ্ছে, সেটা।