/indian-express-bangla/media/media_files/2025/07/07/airtel-and-vi-1-yrs-free-jiohotstar-and-amazon-2025-07-07-15-43-44.jpg)
এয়ারটেল গ্রাহকদের জন্য সুখবর।
Airtel 90 Days Recharge plan: এয়ারটেল গ্রাহকদের জন্য সুখবর। দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থা এনেছে এক বিশেষ রিচার্জ প্ল্যান, যেখানে সাশ্রয়ী দামে মিলবে দীর্ঘ মেয়াদের ভ্যালিডিটি, আনলিমিটেড কলিং ও ডেটার সুবিধা। এই প্ল্যানের জন্য গ্রাহকদের দিতে হবে মাত্র ৯২৯ টাকা। এর বিনিময়ে গ্রাহকরা পাবেন ৯০ দিনের ভ্যালিডিটি।
যাঁরা বারবার রিচার্জ করতে চান না, তাঁদের জন্য এই প্ল্যান যথেষ্ট কার্যকর। মাত্র ৯২৯ টাকায় তিন মাসের ভ্যালিডিটি পাওয়া যাবে। এই সময়সীমায় গ্রাহকরা পাবেন সব নেটওয়ার্কে আনলিমিটেড কলিং সুবিধা। সঙ্গে থাকছে প্রতিদিন ১০০টি ফ্রি এসএমএস পাঠানোর সুযোগ।
শুধু কলিং নয়, এই প্ল্যানে মিলছে ইন্টারনেট ব্যবহারের সুবিধাও। মোট ১৩৫ জিবি ডেটা পাওয়া যাবে ৯০ দিনের জন্য, অর্থাৎ প্রতিদিন প্রায় ১.৫ জিবি হাই-স্পিড ডেটা ব্যবহার করা যাবে। দৈনিক ডেটা শেষ হয়ে গেলে ইন্টারনেট চলবে ঠিকই, তবে স্পিড নেমে আসবে ১৬ কেবিপিএসে।
সবচেয়ে বড় আকর্ষণ, এই প্ল্যানে গ্রাহকরা অতিরিক্ত সুবিধা হিসেবে পাচ্ছেন প্রায় ১৭,০০০ টাকার Perplexity Pro AI সাবস্ক্রিপশন একেবারে বিনামূল্যে। ফলে একসঙ্গে কলিং, ডেটা ও এআই সুবিধা পেয়ে গ্রাহকরা নিশ্চিন্তে এই প্ল্যান বেছে নিতে পারেন।