/indian-express-bangla/media/media_files/2025/09/24/facebook-video-earnings-2025-09-24-13-31-31.jpg)
ফেসবুক থেকে কীভাবে আয় করবেন?
Facebook earning tips: ফেসবুক এখন কেবল বিনোদনের মাধ্যম নয়। এখন ফেসবুককে কাজে লাগিয়ে উপার্জন করাটাও বেশ সহজ। সোশ্যাল মিডিয়া ক্রিয়েটরদের জন্য ফেসবুক একটি বড় আয়ের প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। তবে প্রশ্ন হল, ফেসবুকে যদি ১০ হাজার হাজার ভিউস পাওয়া যায়, তাহলে আয় কত হতে পারে? এর সঠিক উত্তর জানতে হলে আগে জানতে হবে ফেসবুক মনিটাইজেশন প্রোগ্রামের নিয়ম।
ফেসবুকে ভিডিও থেকে আয় করতে হলে অবশ্যই ক্রিয়েটরকে ফেসবুক মনিটাইজেশন প্রোগ্রামের অংশ হতে হবে। এর জন্য নির্দিষ্ট সংখ্যক ফলোয়ার, নির্দিষ্ট পরিমাণ ওয়াচ টাইম এবং নিয়মিত ভিডিও আপলোড করতে হয়। পাশাপাশি ফেসবুকের কমিউনিটি গাইডলাইন ও মনিটাইজেশন নীতি মানা বাধ্যতামূলক। এই শর্ত পূরণ হলেই ভিডিওতে ইন-স্ট্রিম বিজ্ঞাপন দেখানো শুরু হয় এবং সেখান থেকেই আসে আয়।
তবে ১০ হাজার ভিউস থেকে ঠিক কত টাকা পাওয়া যাবে, তার কোনও নির্দিষ্ট হিসাব নেই। এটি নির্ভর করে নানা বিষয়ে— যেমন দর্শক কোন দেশের, ভিডিওর দৈর্ঘ্য কত, বিজ্ঞাপনের সংখ্যা ও দর্শকের এনগেজমেন্ট কেমন। সাধারণত ভারতে ১০ হাজার ভিউস থেকে প্রায় ৫০০ টাকা থেকে ২০০০ টাকা পর্যন্ত আয় হতে পারে। কিন্তু আমেরিকা বা ইউরোপের মতো দেশে একই ভিউস থেকে আয় অনেক বেশি হতে পারে।
কম ভিউস থেকেও বেশি আয় করতে চাইলে ভিডিওর মান ও এনগেজমেন্ট বাড়ানো অত্যন্ত জরুরি। এজন্য ভিডিওকে আকর্ষণীয় ও ইউনিক করতে হবে এবং সম্ভব হলে তিন মিনিটের বেশি টাইমিং রাখতে হবে যাতে ইন-স্ট্রিম বিজ্ঞাপন আসতে পারে। একইসঙ্গে ভিডিও যত বেশি মানুষের কাছে পৌঁছাবে, আয়ের সম্ভাবনাও তত বাড়বে।
বিশেষজ্ঞদের মতে, ইউটিউবের মতোই ফেসবুকও এখন বড় আয়ের মাধ্যম। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এখানে ভিডিও দেখে। তাই পরিশ্রম ও ধারাবাহিকভাবে ইউনিক কনটেন্ট তৈরি করলে ভিউস ও ফলোয়ার দ্রুত বাড়তে পারে। আর এই ভিউসই খুলে দেয় উপার্জনের রাস্তা, যা অনেকের কাছে সোশ্যাল মিডিয়াকে ক্যারিয়ারে পরিণত করছে।