Airtel Recharge Plan: ফেস্টিভ সিজনে ব্যাক to ব্যাক তিন জবরদস্ত রিচার্জ প্ল্যান নিয়ে হাজির airtel, পান ভরপুর বিনোদনের ঢালাও সুবিধা

Airtel Recharge Plan:গ্রাহকদের জন্য দারুণ অফার নিয়ে হাজির এয়ারটেল। এই প্ল্যানগুলিতে ইউজাররা পাবেন ডেটা ও বিনোদনের ভরপুর সুবিধা।

Airtel Recharge Plan:গ্রাহকদের জন্য দারুণ অফার নিয়ে হাজির এয়ারটেল। এই প্ল্যানগুলিতে ইউজাররা পাবেন ডেটা ও বিনোদনের ভরপুর সুবিধা।

author-image
IE Bangla Tech Desk
New Update
Airtel OTT recharge plan, Netflix free prepaid plan, Amazon Prime recharge, Hotstar prepaid plan, Airtel Xstream Premium, 84-day Airtel plan, Jio OTT recharge plans, prepaid recharge comparison, Airtel vs Jio, 5G prepaid plan

আপনি কি এয়ারটেল সিম ব্যবহার করেন?

Airtel Recharge Plan: ফেস্টিভ সিজনে গ্রাহকদের জন্য দারুণ অফার নিয়ে হাজির এয়ারটেল। এই প্ল্যানগুলিতে ইউজাররা পাবেন ডেটা ও বিনোদনের ভরপুর সুবিধা। এছাড়াও এই প্ল্যানগুলিতে গ্রাহকরা আনলিমিটেড কল, এসএমএস এবং ৫জি ডেটার সুবিধাও পাবেন। পাশাপাশি, OTT প্ল্যাটফর্ম এবং মিউজিক সাবস্ক্রিপশনও পাওয়া যাবে।

Advertisment

৩৪৯-এর এয়ারটেল প্যাক
এই প্যাকটি তাদের জন্য যারা প্রতিদিন ২ জিবি ডেটা ব্যবহার করতে চান। প্যাকের বৈশিষ্ট্য:

আনলিমিটেড লোকাল ও STD কল

২ জিবি ডেটা প্রতিদিন

প্রতিদিন ১০০টি SMS

২৮ দিনের বৈধতা

৫জি ডেটা (ফোন ও এলাকার উপর নির্ভরশীল)

২২+ OTT চ্যানেল সহ Airtel Xstream Play Premium

SonyLiv সাবস্ক্রিপশন

Perplexity Pro AI (১ বছরের জন্য)

৬ মাসের Apple Music

৪০৯-এর এয়ারটেল প্যাক
প্যাকটি অনুরূপ সুবিধা দিয়ে আসে, তবে প্রতিদিন ২.৫ জিবি ডেটা এবং ৫ টাকা টকটাইম রয়েছে। বৈধতা ২৮ দিন, আনলিমিটেড কলিং, প্রতিদিন ১০০টি SMS, ৫জি ডেটা এবং Airtel Xstream Play Premium-সহ ১২ মাসের Perplexity Pro AI সুবিধা মিলবে।

Advertisment

৪৪৯-এর এয়ারটেল প্যাক
যারা প্রতিদিন ৩-৪ জিবি ডেটা ব্যবহার করেন তাদের জন্য উপযুক্ত। এই প্যাকের বৈশিষ্ট্য:

আনলিমিটেড কল

২৮ দিনের বৈধতা

প্রতিদিন ১০০টি SMS

৪ জিবি ডেটা প্রতিদিন

Google One ৩০ জিবি ক্লাউড স্টোরেজ

JioHotstar মোবাইল সাবস্ক্রিপশন

২২+ OTT অ্যাপস Airtel Xstream Play Premium সাবস্ক্রিপশন সহ

আনলিমিটেড ৫জি ডেটা

৬ মাসের Apple Music

Perplexity Pro AI সাবস্ক্রিপশন

আরও পড়ুন- ৬০ দিনের বৈধতার সেরা ৫ রিচার্জ প্ল্যান, জিও বনাম এয়ারটেল বনাম বিএসএনএল, নিজের জন্য বাছুন সেরাটি

Jio airtel vi Bharati Airtel airtel