জিও'র বাড়বাড়ন্তে দাঁড়ি টানতে মরিয়া এয়ারটেল, ভোডাফোন। কম দামের রিচার্জ প্যাকে একাধিক সুবিধা দিতে সিদ্ধহস্ত রিয়ালেন্সের জিও নেটওয়ার্ক। এবার এই তকমা গায়ে সাঁটতে চলেছে বাকি নেটওয়ার্ক পরিষেবাও। গ্রাহকদের দৃষ্টি আকর্ষণ করতে তারাও নিয়ে আসতে চলেছে কম দামের রিচার্জ প্যাক।
৪৮ টাকা ও ৯৮ টাকার রিচার্জ প্যাক নিয়ে হাজির এয়ারটেল। যার বৈধতা থাকছে ২৮ দিন। এই রিচার্জ প্ল্যানের অধীনে দিন পিছু আপনি ব্যবহার করতে পারবেন 3G/4G গতির ডেটা। এখনও এয়ারটেলের ওয়েবসাইটে এই প্ল্যান দেখা যাচ্ছে না। সূত্রের খবর, খুব শীঘ্রই কমদামের রিচার্জ প্ল্যানটি ব্যবহার করতে পারবেন এয়ারটেল গ্রাহকরা।
আরও পড়ুন: লম্বা দৌড়ে জিওকে হারিয়ে দিল ভোডাফোন
৪৮ টাকায় পাওয়া যাবে ৩ জিবি, ৯৮ টাকায় পাওয়া যাবে ৬ জিবি ডেটা। যার সময়সীমা থাকবে ২৮ দিন। এছাড়া ১০ টি লোকাল ও ন্যাশনাল এসএমএসের সুবিধা পাওয়া যাবে।
এই দুটি প্ল্যানই হল বাজেট-ফ্রেন্ডলি। উল্লেখ্য, যাঁরা খুবই কম ডেটা ব্যবহার করেন, তাঁদের জন্যই এই মাসিক ডেটা প্যাক। যা আপনাকে আপনার প্রয়োজনে ক্যাব বুকিং, মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে টাকা লেনদেন ইত্যাদির ক্ষেত্রে সুবিধা দেবে।
অন্যদিকে, কম টাকার রিচার্জ প্ল্যান আনল ভোডাফোন। দাম মাত্র ১৬ টাকা। যার গালভরা নাম ‘ফিল্মি রিচার্জ’। এই প্ল্যানের আওতায় পেয়ে যাবেন ১ জিবি ডেটা। যা চলবে ফোর-জি গতিতে। সময়সীমা ২৪ ঘণ্টা। ইন্টারনেট ছাড়া অন্য কোনো সুযোগ সুবিধা পাবেন না এই রিচার্জে।
Read the full story in English