Advertisment

৪৯৯ টাকার দুর্দান্ত অফারে এয়ারটেল, ২জিবি দৈনিক ডেটা ৮২ দিন অবধি

রিলায়েন্স জিও-র সঙ্গে কম দামে বেশি ডেটা অফারের টেক্কা দিতে নিত্য নতুন অফার নিয়ে হাজির হচ্ছে অন্যান্য টেলিকম পরিষেবাগুলি। ইতিমধ্যেই ‌দুর্দান্ত অফার নিয়ে হাজির হল এয়ারটেল। সেই অফারে প্রতিদিন ২ জিবি করে ডেটা পাওয়া যাবে ৮২ দিন অবধি।

author-image
IE Bangla Web Desk
New Update
Airtel Rs 597 long-term recharge plan

Airtel prepaid recharge : বাড়ল ডেটা প্ল্যান

রিলায়েন্স জিও-র সঙ্গে কম দামে বেশি ডেটা অফারের টেক্কা দিতে নিত্য নতুন অফার নিয়ে হাজির হচ্ছে অন্যান্য টেলিকম পরিষেবাগুলি। অন্যান্য কোম্পানীগুলির পাশাপাশি এবার একটি ‌দুর্দান্ত অফার নিয়ে হাজির হল এয়ারটেল। অফারটিতে পাওয়া যাবে প্রতিদিন ২ জিবি করে ডেটা এবং প্ল্যানটির মেয়াদ হবে ৮২ দিন। কিছুদিন আগেই ক্রিকেট অফার নিয়ে হাজির হয়েছে রিলায়েন্স জিও। জিও-র এই অফারকে পাল্লা দিতে আইপিএল টুর্নামেন্ট চলাকালীন অতিরিক্ত ডেটা সহ ৫১ দিনের একটি নতুন অফার ঘোষণা করেছে ভারতী এয়ারটেল ছাড়াও বি এস এন এল।

Advertisment

এখন প্রতিটি নতুন রিচার্জে ৪৯৯ টাকায় এয়ারটেল গ্রাহকরা পাবেন ১৬৪ জিবি ৪জি ডেটা সঙ্গে  প্রতিদিন ১০০ টি করে ফ্রী এস এম এস। এছাড়াও এই অফারটিতে রয়েছে আনলিমিটেড এসটিডি, ইনকামিং রোমিং এবং আউটগোয়িং রোমিংয়ের সুবিধাও।

airtel recharge এয়ারটেলের অন্যান্য রিচার্জ

আরও পড়ুন   আইপিএল টুর্নামেন্ট চলাকালীন বিভিন্ন টেলিকম পরিষেবায় মিলবে দুর্দান্ত অফার

এয়ারটেল ৪৪৮ প্রিপেইড প্যাকের দেবে ১১৪ জিবি ডেটা যাতে আপনি পাবেন প্রতিদিন ১.৪ জিবি করে ডেটা ৮২ দিন অবধি। পাশাপাশি রয়েছে ৫০৯ টাকার রিচার্জ যাতে মিলবে ১২৬ জিবি ডেটা মিলবে 90 দিনের জন্য ।
ইতিমধ্যে রিলায়েন্স জিও ‘জিও ক্রিকেট প্লে অ্যালং’ নামে সিজন প্যাক চালু করেছে। পাশাপাশি একটি লাইভ মোবাইল গেমও লঞ্চ করেছে তাঁরা, যাতে অংশ নিলে মিলতে পারে কোটি টাকার পুরষ্কার জিতে নেওয়ার সুযোগ। গেমটি খেলতে গেলে অবশ্যই ডাউনলোড করতে হবে মাই জিও অ্যাপ। গেমটিতে ৬০টি ক্রিকেট ম্যাচ লাইভ খেলতে পারবেন, যার সময়সীমা থাকবে সাত সপ্তাহ। জিততে পারলে পুরষ্কার হিসেবে পাবেন নগদ টাকা এবং মুম্বাইতে একটি বাড়িও। সারা বিশ্বের ক্রিকেটপ্রমীরা তাঁদের মোবাইলে লাইভ ম্যাচ খেলতে পারবেন। এই খেলায় উত্সাহ দিতে রিলায়েন্স জিও ৫১ দিনের এই ‘ক্রিকেট সিজন প্যাক’ চালু করেছে। যেখানে ২৫১ টাকায় মিলবে ১০২ জিবি ডেটা।

jio ipl cricket season ক্রিকেট সিজনের প্যাক নিয়ে বাজারে এসেছে রিলায়েন্স জিও

তবে এই প্রতিযোগীতায় পিছিয়ে নেই বি এস এন এলও। তাঁরা একইসঙ্গে এনেছেন আইপিএল ক্রিকেট সিজনের জন্য  দুর্দান্ত অফার। বি এস এন এলের গ্রাহকরা ২৪৮ টাকার রিচার্জে পাবেন মোট ১৫৩ জিবি ডেটা। আইপিএল টুর্নামেন্ট চলাকালীন ৫১ দিনের জন্য এই প্ল্যানটির বৈধতা থাকবে। যেসব ক্রিকেট প্রেমীরা আইপিএল টুর্নামেন্টের লাইভ স্ট্রিমিং দেখতে চান তাদের কথা মাথায় রেখেই এই অফারটি এনেছে বিএসএনএল কোম্পানি। নতুন বিএসএনএল এই অফারটিতে প্রতিদিন ৩ জিবি করে ডেটা পাওযা যাবে তবে এটি উপলদ্ধ থাকবে সীমিত সময়ের জন্য। আইপিএল টুর্নামেন্টের সময় ৭ ই এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সারা ভারতে পাওয়া যাবে এই অত্যাধুনিক অফারটি।

reliance jio airtel recharge offer
Advertisment