Advertisment

বিপুল হারে দাম বাড়ল এয়ারটেলের, বদলে গেল সমস্ত রিচার্জ প্যাক

আনলিমিটেড প্যাকের সুবিধা ব্যবহার করতে হলে আগে যা খরচ করতে হত তার চেয়ে ৪২ শতাংশ বেশি খরচ করতে হবে গাহকদের।

author-image
IE Bangla Web Desk
New Update
airtel

রবিবার টেলিকম অপারেটর ভারতী এয়ারটেল জানিয়েছে যে তারা প্রি-পেইড গ্রাহকদের জন্য কল এবং ডেটা প্ল্যানের নতুন দাম ৩ ডিসেম্বর থেকে কার্যকর হবে। ভোডাফোন আইডিয়ার পর নতুন দাম ঘোষণা করল এয়ারটেল।

Advertisment

কোম্পানি জানিয়েছে আনলিমিটেড প্যাকের সুবিধা ব্যবহার করতে হলে আগে যা খরচ করতে হত তার চেয়ে ৪২ শতাংশ বেশি খরচ করতে হবে গাহকদের।

আরও পড়ুন: বিপুলহারে দাম বাড়ল ভোডাফোনের, বাদ পড়ল আনলিমিটেড সুযোগ সুবিধা

এয়ারটেলের নতুন প্ল্যানে, ৫০ পয়সা প্রত্যেকদিনে খরচ হলে এখন সেখানে খরচ হবে ২.৮৫ টাকা। এছাড়াও, এয়ারটেল জানিয়েছে একাধিক সুবিধার সঙ্গে ১০,০০০ টি চলচ্চিত্র, এক্সক্লুসিভ শো এবং 400 টি টিভি চ্যানেল, উইঙ্ক মিউজিক, ডিভাইস সুরক্ষা, অ্যান্টি-ভাইরাস সমন্বিত এয়ারটেল এক্সস্ট্রিম থেকে প্রিমিয়ামের সুবিধা পাওয়া যাবে।

রিচার্জের নতুন তালিকা

publive-image এয়ার টেলের নতুন রিচার্জ প্যাক

Read the full story in English 

airtel Airtel Recharge plan Airtel data plans
Advertisment