Advertisment

All New Hero Destini 125: বাজার কাঁপিয়ে আসছে Hero-র নতুন ফ্যামিলি স্কুটার, ফিচার থেকে রেঞ্জ সবেতেই থাকবে চমক

All New Hero Destini 125: বিরাট মাইলেজ, ডিজাইনে বড় পরিবর্তন,পুজোর আগেই বাজারে Hero-র নতুন ফ্যামিলি স্কুটার। এবার সম্পূর্ণ নতুন ডিজাইন আসতে চলছে নতুন Destini 125

author-image
IE Bangla Tech Desk
New Update
all new hero destini 125

সম্পূর্ণ নতুন ডিজাইনে সামনে আসছে নতুন Destini 125

All New Hero Destini 125: বিরাট মাইলেজ, ডিজাইনে বড় পরিবর্তন,পুজোর আগেই বাজারে Hero-র নতুন ফ্যামিলি স্কুটার। এবার সম্পূর্ণ নতুন ডিজাইন আসতে চলছে নতুন Destini 125, Hero-র নতুন ফ্যামিলি স্কুটারে থাকবে   নতুন হেডলাইট এবং টেললাইট।

Advertisment

সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে স্কুটার সেগমেন্টে বড়সড় এন্ট্রি করতে চলেছে Hero MotoCorp। কোম্পানি শীঘ্রই তাদের All New Destini 125 স্কুটার লঞ্চ করবে। এই স্কুটারটি ৬ বছর পর অনেক বড় আপডেট সহ লঞ্চ হবে। নতুন Destini 125 কে হাতিয়ার করে কোম্পানি 125cc স্কুটার সেগমেন্টে তার  আধিপত্যকে আরও শক্তিশালী করবে। এই স্কুটারটি সরাসরি Suzuki Access 125, Honda Active 125 এবং TVS Jupiter-র সঙ্গে প্রতিযোগিতায় নামবে।  নতুন Destiny 125-এর দাম 80,000 টাকা থেকে শুরু । এমনটাই এখনও পর্যন্ত জানা গিয়েছে।  

আজই মেগা লঞ্চ! iPhone 16 সিরিজ ঘিরে উত্তেজনা চরমে

সম্পূর্ণ নতুন ডিজাইনে সামনে আসছে  নতুন Destini 125

সম্পূর্ণ নতুন ডিজাইনে সামনে আসছে  নতুন Destini 125, এতে থাকবে নতুন হেডলাইট এবং টেললাইট। এছাড়া এতে রয়েছে মেটাল বডি এবং ফাইবার বডি। নতুন সাইড বডি প্যানেল স্কুটারের পিছনে একটি নতুন এক্সজস্ট কভারের সাথে পাওয়া যাবে। কোম্পানি এই স্কুটারটি ৩টি ভেরিয়েন্টে আনবে যার মধ্যে থাকবে VX, ZX এবং ZX+।

এখন ইন্টারনেট ছাড়াই UPI পেমেন্ট! কীভাবে?

এতে থাকবে ডিজিটাল এলসিডি স্পিডোমিটারসহ অনেক ফিচার। ফিচারের কথা বললে, নতুন Destini 125-এ থাকবে কম্বি ব্রেক সিস্টেম, সাইড স্ট্যান্ড কাট অফ, ইউএসবি চার্জিং পোর্ট এবং এক্সটার্নাল ফুয়েল ফিলার সুবিধা। এছাড়া সিটের নিচে ১৯ লিটার স্টোরেজ। স্কুটারের সামনের অংশে রয়েছে ২ লিটার স্টোরেজ। এছাড়াও, ৩ কেজি পর্যন্ত ওজন বহন করার জন্য একটি লাগেজ হুক থাকছে এই স্কুটিতে ।

বাইক চালানোর সময় ঝাঁকুনি? পেট্রোলে ভেজাল'ই কারণ, কীভাবে বুঝবেন?

নতুন ডেসটিনি 125 একটি আপডেটেড 125cc সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। ইঞ্জিনটি 9 bhp শক্তি এবং 10.4Nm টর্ক জেনারেট করতে পারে। ব্রেকিংয়ের জন্য, এই স্কুটারে ফ্রন্ট ডিস্ক ব্রেক এবং পিছনের ড্রাম ব্রেক সুবিধা থাকবে। একটি নরম এবং লম্বা আসন থাকবে এই স্কুটারে । পাশাপাশি থাকবে 12 ইঞ্চি টায়ার। নতুন Destiny 125 সরাসরি Suzuki Access 125 এবং TVS Jupiter 125এর সঙ্গে প্রতিযোগিতার আসরে নামবে

জনপ্রিয়তায় শীর্ষে, দু'মাসেই রেকর্ড বিক্রি বাজাজ CNG বাইকের

B-Tech Hero MotoCorp
Advertisment