Bajaj Freedom 125 Sells 5000 Units : আকাশছোঁয়া চাহিদা! মাত্র দু'মাসেই বিক্রিতে নজির গড়ল বিশ্বের প্রথম CNG বাইক। বিশ্বের প্রথম সিএনজি বাইক কিছুদিন আগেই লঞ্চ করে বাজাজ অটো। এরপর থেকে বাজাজের ফ্রিডম 125-র জনপ্রিয়তা দ্রুত বেড়ে চলেছে। মাত্র দু মাসে বিক্রির নিরিখে রেকর্ড গড়েছে বাজাজের এই বাইক। সাশ্রয়ী মূল্য, চমৎকার মাইলেজ এবং উন্নত বৈশিষ্ট্য সহ, এই বাইকটি বাজেট-ফ্রেন্ডলি।
সুনামি গতিতে বিক্রি OnePlus-Samsung 5G স্মার্টফোন, রেকর্ড ছাড়ে চমকে যাবেন
বিশ্বের প্রথম সিএনজি বাইক Bajaj Freedom 125 অল্প সময়েই দারুণ সাফল্য পেয়েছে। কোম্পানি জানিয়েছে, দুমাসে এই বাইকের 5000 ইউনিট বিক্রি হয়েছে। এটি কোম্পানির বড় সাফল্য বলেই মনে করা হচ্ছে। বাজারে বাজাজের একাধিক পেট্রোল বাইক থাকা সত্ত্বেও মানুষ Bajaj Freedom 125 বাইক বেশি পছন্দ করছেন।
২০ হাজার ছাড়ের বিরাট ছাড়! Bajaj chetak ই-স্কুটারের অফার চমকে দেবে!
মাইলেজ ও দাম
Bajaj Freedom 125-এ রয়েছে একটি শক্তিশালী 125cc ইঞ্জিন, যা আরও ভালো পাওয়ারের পাশাপাশি অসাধারণ মাইলেজ দেয়। এই বাইকের ডিজাইনটি খুবই আকর্ষণীয় এবং এটি তরুণদের পাশাপাশি মধ্যবয়সিদের জন্য বিশেষ ভাবে ডিজাইন করা হয়েছে। বাইকটিতে ডিজিটাল ডিসপ্লে, এলইডি লাইট এবং আরামদায়ক সিটের সুবিধা রয়েছে, দীর্ঘ দূরত্বে আরামদায়ক ভ্রমণের একটি দুর্দান্ত বিকল্প বাজাজের এই সিএনজি বাইক।
সুবিশাল ডিসপ্লে, লেটেস্ট ফিচার্স, ১৫ দিনের ব্যাটারি ব্যাকআপ, Honor নিয়ে এল Watch 5
বাজাজ ফ্রিডম 125-এর সাফল্যের প্রধান কারণ হল এর সাশ্রয়ী মূল্য, চমৎকার মাইলেজ এবং দুর্দান্ত বৈশিষ্ট্য। এছাড়াও বাজাজের নির্ভরযোগ্য প্রযুক্তি এবং পরিষেবা নেটওয়ার্কও গ্রাহকদের আকৃষ্ট করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাজাজ ফ্রিডম 125 স্বল্প সময়ের মধ্যেই তৈরি করেছে নিজস্ব পরিচিতি। দুই মাসে 5000 ইউনিট বিক্রি ইঙ্গিত দেয় যে এই বাইকটি গ্রাহকদের মধ্যে খুব জনপ্রিয় হয়ে উঠছে।
বিরাট স্বস্তি! পুজোয় সস্তার রিচার্জে বাজিমাত jio-র, জোর টেক্কা BSNL-কে