Advertisment

হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগ, এবার বন্ধ হল ট্রাম্পের YouTube চ্যানেলও

ফেসবুক-টুইটারের পর এবার ডোনাল্ড ট্রাম্পের ইউটিউব চ্যানেলও বন্ধ হল।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ফেসবুক-টুইটারের পর এবার ডোনাল্ড ট্রাম্পের ইউটিউব চ্যানেলও বন্ধ হল। গত সপ্তাহে মার্কিন ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের হিংসাত্মক হামলার জেরে নীতি লঙ্ঘনের অভিযোগে ট্রাম্পের চ্যানেল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ইউটিউব কর্তৃপক্ষ। এই নিয়ে একের পর এক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম দূরত্ব বাড়াচ্ছে ট্রাম্পের থেকে। মঙ্গলবারই সিদ্ধান্তের কথা জানিয়েছে ইউটিউবের মালিক অ্যালফাবেট।

Advertisment

অন্তত সাতদিন ট্রাম্পের ইউটিউব চ্যানেলে কোনও ভিডিও আপলোড বা লাইভ স্ট্রিমিং করা যাবে না। পরে নিষেধাজ্ঞার সময়সীমা বাড়তেও পারে বলে জানা গিয়েছে। এদিকে, মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই বাইডেনের অভিষেকের আগে গোটা মার্কিন যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যের রাজধানীতে সশস্ত্র হামলার হতে পারে সতর্ক করেছে।

আরও পড়ুন ট্রাম্পকে ইমপিচ করবেন না, সাফ জানিয়ে দিলেন উপরাষ্ট্রপতি মাইক পেন্স

গত বুধবার যেভাবে ট্রাম্প সমর্থকরা ক্যাপিটল হিলে হামলা চালিয়েছিল তা থেকে শিক্ষা নিয়েছে প্রশাসন। বাইডেনের অভিষেকের দিন পর্যন্ত সমস্ত রাজ্যের প্রশাসনকে সতর্ক থাকতে বলেছেন গোয়েন্দারা। রাজধানী ওয়াশিংটনে ১৫ হাজার ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। ২৪ জানুয়ারি পর্যন্ত ওয়াশিংটন সৌধে পর্যটনে নিষেধাজ্ঞা জারি হয়েছে।

কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে আমেরিকার রাজধানীতে অবস্থিত ক্যাপটল হিলকে। বিভিন্ন রাজ্যের রাজধানীতেও একই চিত্র। সর্বত্র নিরাপত্তা বেষ্টনী। অন্তত ১২টি রাজ্যে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। সরকার বিরোধীদের কর্মকাণ্ডের উপর নজর রাখা হচ্ছে। চরম দক্ষিণপন্থী সংগঠনগুলির গতিবিধির উপর নজর রাখা হয়েছে।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Donald Trump YouTube
Advertisment